Ajker Patrika

বরিশালে পুলিশের বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড, আটক ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে পুলিশের বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড, আটক ২

বরিশালে পুলিশের বাধার মুখে কালো পতাকা মিছিল করতে পারেননি বিএনপি নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের অদূরে মিছিলের চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুজনকে আটক করা হয়। পরে দুপুরে বিএম কলেজ এলাকায় অর্ধশতাধিক নেতা-কর্মী ঝটিকা মিছিল করেন।

মহানগর বিএনপি বেলা ১১টায় সদর রোডের অশ্বিনী কুমার হলসংলগ্ন বিএনপি কার্যালয় চত্বর থেকে কেন্দ্রঘোষিত কালো পতাকা মিছিল বের করার ঘোষণা দিয়েছিল। এর আগেই বিপুলসংখ্যক পুলিশ অশ্বিনী কুমার হল এলাকা এবং আশপাশের সড়ক ও গলিতে অবস্থান নেয়। পরিস্থিতি প্রতিকূলে বুঝতে পেরে বিএনপি নেতা-কর্মীরা দলীয় কার্যালয় এলাকায় যাননি।

এ সময় দলীয় কার্যালেয়ের অদূরে আগরপুর সড়কে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টন ও ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেনকে আটক করা হয়।

মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদুর রহমান রিপন বলেন, সকালে দলীয় কার্যালয় চত্বর থেকে কালো পতাকা মিছিল বের করার কর্মসূচি দিয়েছিলেন। পুলিশের মারমুখী অবস্থানের কারণে তাঁরা দলীয় কার্যালয়ে যাননি। বেলা আড়াইটার দিকে বিএম কলেজের সামনে থেকে নথুল্লাবাদ পর্যন্ত ঝটিকা মিছিল করা হয়েছে।

কালো পতাকা মিছিল করতে না পেরে বিএনপির ঝটিকা মিছিল।নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, পুলিশের মারমুখী আচরণে তারা কৌশলগত কারণে বিএম কলেজে ঝটিকা কালো পতাকা মিছিল করেছেন।

জানতে চাইলে অশ্বিনী কুমার হল এলাকায় দায়িত্বরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সন্ত্রাস ও নাশকতা রোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ নগরীতে তৎপরতা চালাচ্ছে। বিএনপির কর্মসূচির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দুজনকে আটক করা প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা পুরোনো মামলায় পলাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত