আমতলী (বরগুনা) প্রতিনিধি
সোনালী ব্যাংকের বরগুনার আমতলী শাখা থেকে গ্রাহক মো. শাহজাহান বিশ্বাসের ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী সাবরেজিস্ট্রি অফিসের চার দলিল লেখকের মুহুরি মো. শাহজাহান বিশ্বাস পে-অর্ডার কাটতে আজ দুপুর ১২টার দিকে আমতলী সোনালী ব্যাংক শাখায় যান। ওইখানে গিয়ে তিনি টেবিলের ওপর টাকা রেখে চালান লিখছিলেন।
কিছুক্ষণ পর তিনি তাঁর টাকার বান্ডিল খুঁজে না পেয়ে ব্যাংক ম্যানেজারকে অবহিত করেন। ম্যানেজার তাৎক্ষণিক আমতলী থানা-পুলিশকে খবর দেয়। কিন্তু ততক্ষণে চোর সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী শাহজাহান বিশ্বাস বলেন, ‘আমি গত ৩০ বছর ধরে দলিল লেখক নাশির, শাহজাহান চৌধুরী, পাশা সিকদার ও ইসমাইল হাওলাদারের মুহুরি হিসেবে কাজ করে আসছি। আজ দুপুরে ব্যাংকের টেবিলের ওপর ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার বান্ডিল রেখে পে-অর্ডারের চালান লিখছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার টাকার বান্ডিল নেই। পরে ম্যানেজারকে জানালাম। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট, তাই ম্যানেজার চোর শনাক্ত পারেনি।’
ভুক্তভোগী আরও বলেন, ‘এভাবে গ্রাহকদের টাকা বেশ কয়েকবার চুরি হয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা উদ্ধার করতে পারেনি। আমি গবির মানুষ, কীভাবে এত টাকা পরিশোধ করব। দ্রুত টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।’
আমতলী সোনালী ব্যাংক ম্যানেজার জুলকার বিন খালেক বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কিন্তু গত এক সপ্তাহ আগে ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট হয়েছে। ওই ক্যামেরা বরগুনায় মেরামত করতে পাঠিয়েছি। সিসি ক্যামেরা থাকলে ফুটেজ দেখে চোর শনাক্ত করা যেত।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।’
সোনালী ব্যাংকের বরগুনার আমতলী শাখা থেকে গ্রাহক মো. শাহজাহান বিশ্বাসের ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী সাবরেজিস্ট্রি অফিসের চার দলিল লেখকের মুহুরি মো. শাহজাহান বিশ্বাস পে-অর্ডার কাটতে আজ দুপুর ১২টার দিকে আমতলী সোনালী ব্যাংক শাখায় যান। ওইখানে গিয়ে তিনি টেবিলের ওপর টাকা রেখে চালান লিখছিলেন।
কিছুক্ষণ পর তিনি তাঁর টাকার বান্ডিল খুঁজে না পেয়ে ব্যাংক ম্যানেজারকে অবহিত করেন। ম্যানেজার তাৎক্ষণিক আমতলী থানা-পুলিশকে খবর দেয়। কিন্তু ততক্ষণে চোর সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী শাহজাহান বিশ্বাস বলেন, ‘আমি গত ৩০ বছর ধরে দলিল লেখক নাশির, শাহজাহান চৌধুরী, পাশা সিকদার ও ইসমাইল হাওলাদারের মুহুরি হিসেবে কাজ করে আসছি। আজ দুপুরে ব্যাংকের টেবিলের ওপর ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার বান্ডিল রেখে পে-অর্ডারের চালান লিখছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার টাকার বান্ডিল নেই। পরে ম্যানেজারকে জানালাম। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট, তাই ম্যানেজার চোর শনাক্ত পারেনি।’
ভুক্তভোগী আরও বলেন, ‘এভাবে গ্রাহকদের টাকা বেশ কয়েকবার চুরি হয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা উদ্ধার করতে পারেনি। আমি গবির মানুষ, কীভাবে এত টাকা পরিশোধ করব। দ্রুত টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।’
আমতলী সোনালী ব্যাংক ম্যানেজার জুলকার বিন খালেক বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কিন্তু গত এক সপ্তাহ আগে ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট হয়েছে। ওই ক্যামেরা বরগুনায় মেরামত করতে পাঠিয়েছি। সিসি ক্যামেরা থাকলে ফুটেজ দেখে চোর শনাক্ত করা যেত।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।’
স্থানীয়ভাবে ‘হোমিও চিকিৎসক’ হিসেবে পরিচিত মোসলেম আলির একটি দোকান রয়েছে, যার নাম ‘মাতৃশোধন হোমিও ফার্মেসি’। পুলিশ জানায়, ফার্মেসির আড়ালে তিনি বাড়িতে বসে এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি মিশিয়ে মদ তৈরি করতেন। শনিবার রাতে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
১৩ মিনিট আগেশনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৭ মিনিট আগেসোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৬ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৬ ঘণ্টা আগে