Ajker Patrika

সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ২ লাখ টাকা চুরি

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
সোনালী ব্যাংকের আমতলী শাখা। ছবি: আজকের পত্রিকা
সোনালী ব্যাংকের আমতলী শাখা। ছবি: আজকের পত্রিকা

সোনালী ব্যাংকের বরগুনার আমতলী শাখা থেকে গ্রাহক মো. শাহজাহান বিশ্বাসের ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী সাবরেজিস্ট্রি অফিসের চার দলিল লেখকের মুহুরি মো. শাহজাহান বিশ্বাস পে-অর্ডার কাটতে আজ দুপুর ১২টার দিকে আমতলী সোনালী ব্যাংক শাখায় যান। ওইখানে গিয়ে তিনি টেবিলের ওপর টাকা রেখে চালান লিখছিলেন।

কিছুক্ষণ পর তিনি তাঁর টাকার বান্ডিল খুঁজে না পেয়ে ব্যাংক ম্যানেজারকে অবহিত করেন। ম্যানেজার তাৎক্ষণিক আমতলী থানা-পুলিশকে খবর দেয়। কিন্তু ততক্ষণে চোর সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী শাহজাহান বিশ্বাস বলেন, ‘আমি গত ৩০ বছর ধরে দলিল লেখক নাশির, শাহজাহান চৌধুরী, পাশা সিকদার ও ইসমাইল হাওলাদারের মুহুরি হিসেবে কাজ করে আসছি। আজ দুপুরে ব্যাংকের টেবিলের ওপর ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার বান্ডিল রেখে পে-অর্ডারের চালান লিখছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার টাকার বান্ডিল নেই। পরে ম্যানেজারকে জানালাম। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট, তাই ম্যানেজার চোর শনাক্ত পারেনি।’

ভুক্তভোগী আরও বলেন, ‘এভাবে গ্রাহকদের টাকা বেশ কয়েকবার চুরি হয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা উদ্ধার করতে পারেনি। আমি গবির মানুষ, কীভাবে এত টাকা পরিশোধ করব। দ্রুত টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।’

আমতলী সোনালী ব্যাংক ম্যানেজার জুলকার বিন খালেক বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কিন্তু গত এক সপ্তাহ আগে ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট হয়েছে। ওই ক্যামেরা বরগুনায় মেরামত করতে পাঠিয়েছি। সিসি ক্যামেরা থাকলে ফুটেজ দেখে চোর শনাক্ত করা যেত।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত