Ajker Patrika

পিরোজপুরে দুই স্থানে আগুনে পুড়ল ৫৫ দোকান

পিরোজপুর ও নেছারাবাদ প্রতিনিধি
পিরোজপুরে আগুনে পুড়ল ৫৫ দোকান। ছবি: সংগৃহীত
পিরোজপুরে আগুনে পুড়ল ৫৫ দোকান। ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর ও নেছারাবাদে আগুনে অন্তত ৫৫টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এবং আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে নেছারাবাদের মিয়ারহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান বলেন, ‘ভোরে মসজিদের মাইকে আগুনের খবর শুনতে পেয়ে ছুটে আসি। সেখানে আমাদেরও দুটি দোকান পুড়ে গেছে। আগুনে কাপড়ের দোকান, মুদি, ফলের দোকান, পাখির দোকান, লেপতোষক, মাছের দোকান, ইলেকট্রনিকস, ওষুধের দোকানসহ ৪৫টি দোকান পুড়েছে। আগুনে ব্যবসায়ী ও দোকান মালিক উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ কোটি টাকা।’

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, সেদিকে সতর্ক অবস্থায় ছিলাম। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।’

পিরোজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত দায়িত্বে থাকা ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। এটা তদন্তসাপেক্ষে বলা যাবে। তিনি বলেন, সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে।

পিরোজপুরে আগুনে পুড়ল ৫৫ দোকান। ছবি: সংগৃহীত
পিরোজপুরে আগুনে পুড়ল ৫৫ দোকান। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুকিত হাসান খান আজকের পত্রিকাকে বলেন, পিরোজপুরের দুটি উপজেলায় গতরাতে আগুনে অনেকগুলো দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত