নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের নদীবেষ্টিত চার উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বাপেক্স)। জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জে মাঠপর্যায়ে সার্ভে চালানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার থেকে আড়িয়াল খাঁ নদের তীর মুলাদীর কাজীরচরে ম্যাগাজিন স্থাপন চলছে। বাপেক্সের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসের মধ্যেই প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা নিশ্চিত হয়ে পুরোদমে কাজ শুরু করা হবে। তাঁদের মতে, একসময়ের আইল্যান্ড হিসেবে চিহ্নিত মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে গ্যাসের প্রাপ্যতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
গত বছর তৎকালীন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব (বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব) মো. মাহবুব হোসেন হিজলার গুয়াবাড়িয়া পরিদর্শনে এসে বরিশালে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে বাপেক্স এ অঞ্চলে সার্ভে শুরু করেছে।
বাপেক্সের সার্ভে কো-অর্ডিনেটর শহিদুল আলম ছোটন আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে তাঁরা দ্বি-কম্পন জরিপ করছেন। ত্রি-কম্পন জরিপে গ্যাস আছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে। তাঁরা কয়েকটি গ্রুপে যথাক্রমে সার্ভে গ্রুপ, ম্যাগাজিন গ্রুপ, রেকর্ডিং গ্রুপ ও ডিলিংস গ্রুপে কাজ করছেন। এখন বরিশালের যে এলাকায় (মুলাদী-হিজলা) কাজ চলছে, সেখানটা আইল্যান্ড হিসেবে চিহ্নিত হওয়ায় ফলাফল ভালো হবে বলে আশা করা যায়। আগামী তিন বছর তাঁরা এই এলাকায় প্রাকৃতিক গ্যাস খুঁজবেন।
জানতে চাইলে বাপেক্সের ফিল্ড অপারেশন ম্যানেজার সামসুল হুদা মো. পারভেজ আজকের পত্রিকাকে বলেন, বাপেক্স এই প্রকল্পের আওতায় ৫১টি উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা যাচাই করবে। এর মধ্যে চলতি অর্থবছর থেকে তাঁরা প্রথম ধাপে বরিশালের চারটি উপজেলা মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জে সার্ভের প্রাথমিক কাজ চালাচ্ছেন।
এরই মধ্যে মুলাদীর কাজীরচরে জরিপ শুরু করা হয়েছে। আগামী মার্চে তাঁরা ধারণা করতে পারবেন, এখানে গ্যাসের সম্ভাবনা কতটা। এর ওপর ভিত্তি করে আগামী মাসেই ফুল ফেজে কাজ শুরু করবেন। দ্বিতীয় ফেজে বরিশাল সদরের আংশিক এবং গৌরনদীতেও খোঁজা হবে। তিনি বলেন, বরিশালের এসব এলাকায় সম্ভাবনা আছে বলেই তাঁরা অনুসন্ধান চালাচ্ছেন।
আজ সকাল থেকে মুলাদীর দক্ষিণ কাজীরচর এলাকায় প্রায় ২০ মিটার নিচে গর্ত করে ম্যাগাজিন স্থাপন করছেন একদল কর্মী। ওই ম্যাগাজিন (বোমার মতো) ফাটিয়ে গ্যাসের সম্ভাব্যতা যাচাই করা হবে। এ জন্য মুলাদীর নয়া ভাঙ্গলী নদীর তীরে ম্যাগাজিন রাখার ক্যাম্পও স্থাপন করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির। তিনি বলেন, এটি বরিশালবাসীর জন্য নিঃসন্দেহে আশার খবর।
এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, মুলাদীসহ আশপাশে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে বাপেক্স কাজ শুরু করেছে। ইতিমধ্যে সেখানে ক্যাম্পও করা হয়েছে। তাঁর জানা মতে, বাপেক্স এই এলাকাকে গুরুত্ব দিয়ে প্রাথমিক জরিপ করে যাচ্ছে।
বরিশালের নদীবেষ্টিত চার উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বাপেক্স)। জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জে মাঠপর্যায়ে সার্ভে চালানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার থেকে আড়িয়াল খাঁ নদের তীর মুলাদীর কাজীরচরে ম্যাগাজিন স্থাপন চলছে। বাপেক্সের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসের মধ্যেই প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা নিশ্চিত হয়ে পুরোদমে কাজ শুরু করা হবে। তাঁদের মতে, একসময়ের আইল্যান্ড হিসেবে চিহ্নিত মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে গ্যাসের প্রাপ্যতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
গত বছর তৎকালীন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব (বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব) মো. মাহবুব হোসেন হিজলার গুয়াবাড়িয়া পরিদর্শনে এসে বরিশালে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে বাপেক্স এ অঞ্চলে সার্ভে শুরু করেছে।
বাপেক্সের সার্ভে কো-অর্ডিনেটর শহিদুল আলম ছোটন আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে তাঁরা দ্বি-কম্পন জরিপ করছেন। ত্রি-কম্পন জরিপে গ্যাস আছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে। তাঁরা কয়েকটি গ্রুপে যথাক্রমে সার্ভে গ্রুপ, ম্যাগাজিন গ্রুপ, রেকর্ডিং গ্রুপ ও ডিলিংস গ্রুপে কাজ করছেন। এখন বরিশালের যে এলাকায় (মুলাদী-হিজলা) কাজ চলছে, সেখানটা আইল্যান্ড হিসেবে চিহ্নিত হওয়ায় ফলাফল ভালো হবে বলে আশা করা যায়। আগামী তিন বছর তাঁরা এই এলাকায় প্রাকৃতিক গ্যাস খুঁজবেন।
জানতে চাইলে বাপেক্সের ফিল্ড অপারেশন ম্যানেজার সামসুল হুদা মো. পারভেজ আজকের পত্রিকাকে বলেন, বাপেক্স এই প্রকল্পের আওতায় ৫১টি উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা যাচাই করবে। এর মধ্যে চলতি অর্থবছর থেকে তাঁরা প্রথম ধাপে বরিশালের চারটি উপজেলা মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জে সার্ভের প্রাথমিক কাজ চালাচ্ছেন।
এরই মধ্যে মুলাদীর কাজীরচরে জরিপ শুরু করা হয়েছে। আগামী মার্চে তাঁরা ধারণা করতে পারবেন, এখানে গ্যাসের সম্ভাবনা কতটা। এর ওপর ভিত্তি করে আগামী মাসেই ফুল ফেজে কাজ শুরু করবেন। দ্বিতীয় ফেজে বরিশাল সদরের আংশিক এবং গৌরনদীতেও খোঁজা হবে। তিনি বলেন, বরিশালের এসব এলাকায় সম্ভাবনা আছে বলেই তাঁরা অনুসন্ধান চালাচ্ছেন।
আজ সকাল থেকে মুলাদীর দক্ষিণ কাজীরচর এলাকায় প্রায় ২০ মিটার নিচে গর্ত করে ম্যাগাজিন স্থাপন করছেন একদল কর্মী। ওই ম্যাগাজিন (বোমার মতো) ফাটিয়ে গ্যাসের সম্ভাব্যতা যাচাই করা হবে। এ জন্য মুলাদীর নয়া ভাঙ্গলী নদীর তীরে ম্যাগাজিন রাখার ক্যাম্পও স্থাপন করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির। তিনি বলেন, এটি বরিশালবাসীর জন্য নিঃসন্দেহে আশার খবর।
এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, মুলাদীসহ আশপাশে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে বাপেক্স কাজ শুরু করেছে। ইতিমধ্যে সেখানে ক্যাম্পও করা হয়েছে। তাঁর জানা মতে, বাপেক্স এই এলাকাকে গুরুত্ব দিয়ে প্রাথমিক জরিপ করে যাচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে