Ajker Patrika

ঝালকাঠিতে অবৈধভাবে বালু তোলায় দুজনকে জেল-জরিমানা 

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৮: ৫৩
ঝালকাঠিতে অবৈধভাবে বালু তোলায় দুজনকে জেল-জরিমানা 

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে এ জেল-জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশাল সিঅ্যান্ডবি পুল এলাকার আব্দুল হালিম বেপারী ও চরমোনাই চরহোগলা এলাকার মাসুম খান। 

আদালত সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আব্দুল হালিমকে ১ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ও মাসুম খানকে ১ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

এ বিষয়ে এনডিসি অংছিং মারমস বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে মোট ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত