ভোলা প্রতিনিধি
বাড়ি বাড়ি বিদ্যুতের মতো ওয়াইফাইও প্রয়োজনীয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল শুক্রবার রাতে ভোলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়। ইন্টারনেট আমাদের প্রয়োজনীয় সেবায় পরিণত হয়েছে। বিশেষ করে করোনাকালে আমাদের এটা উপলব্ধি হয়েছে। যে রকম বাড়ি বাড়ি বিদ্যুৎ দরকার, সে রকম আমাদের বাড়ি বাড়ি ওয়াইফাই দরকার।’
পলক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, পরিশ্রম আর দূরদর্শিতার কারণেই বাংলাদেশ এত দ্রুত সময়ে মধ্যম আয়ের উন্নত ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার সুযোগ্য পুত্র ও আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অনুধাবন করতে পেরেছেন যে, বঙ্গবন্ধুর অসমাপ্ত অর্থনৈতিক মুক্তিকে যদি আমরা সফল করতে চাই, তাহলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের প্রযুক্তিকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা।’
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘সজীব ওয়াজেদ জয় তাঁর দূরদর্শিতা দিয়ে বুঝতে পেরেছেন, দেশের সব মানুষকে যদি ইন্টারনেটে যুক্ত করা যায়, এ দেশের তরুণ প্রজন্মকে যদি মানবসম্পদ হিসেবে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা যায়, সরকারের সেবা খাতকে যদি ডিজিটালাইজড করা যায় এবং আয় রোজগারের জন্য প্রযুক্তি বিকশিত করা যায়, তাহলেই ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করা যাবে।’
সদর উপজেলার কাঠালী মৌজায় স্থাপিত শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াজুর রহমান, ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১ টি) (প্রথম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক রাজা মুহম্মদ আব্দুল হাই, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ জন স্মার্ট নারী উদ্যোক্তার মধ্যে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
বাড়ি বাড়ি বিদ্যুতের মতো ওয়াইফাইও প্রয়োজনীয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল শুক্রবার রাতে ভোলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়। ইন্টারনেট আমাদের প্রয়োজনীয় সেবায় পরিণত হয়েছে। বিশেষ করে করোনাকালে আমাদের এটা উপলব্ধি হয়েছে। যে রকম বাড়ি বাড়ি বিদ্যুৎ দরকার, সে রকম আমাদের বাড়ি বাড়ি ওয়াইফাই দরকার।’
পলক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, পরিশ্রম আর দূরদর্শিতার কারণেই বাংলাদেশ এত দ্রুত সময়ে মধ্যম আয়ের উন্নত ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার সুযোগ্য পুত্র ও আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অনুধাবন করতে পেরেছেন যে, বঙ্গবন্ধুর অসমাপ্ত অর্থনৈতিক মুক্তিকে যদি আমরা সফল করতে চাই, তাহলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের প্রযুক্তিকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা।’
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘সজীব ওয়াজেদ জয় তাঁর দূরদর্শিতা দিয়ে বুঝতে পেরেছেন, দেশের সব মানুষকে যদি ইন্টারনেটে যুক্ত করা যায়, এ দেশের তরুণ প্রজন্মকে যদি মানবসম্পদ হিসেবে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা যায়, সরকারের সেবা খাতকে যদি ডিজিটালাইজড করা যায় এবং আয় রোজগারের জন্য প্রযুক্তি বিকশিত করা যায়, তাহলেই ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করা যাবে।’
সদর উপজেলার কাঠালী মৌজায় স্থাপিত শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াজুর রহমান, ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১ টি) (প্রথম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক রাজা মুহম্মদ আব্দুল হাই, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ জন স্মার্ট নারী উদ্যোক্তার মধ্যে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৩৩ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
৪২ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৩ ঘণ্টা আগে