Ajker Patrika

হেফাজত নেতা হারুন ইজাহার ৯ দিনের রিমান্ডে

প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২১, ১৭: ২১
হেফাজত নেতা হারুন ইজাহার ৯ দিনের রিমান্ডে

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজাহারকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ভার্চ্যুয়াল শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা সহিংসতার তিন মামলায় তিন দিন করে নয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।  

আদালত সূত্র জানায় একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে হাটহাজারী থানার আরও দুই মামলায় হারুন ইজাহারকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত। গত ২৬ মার্চ হাটহাজারীতে সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের দুই মামলা ও গত বছরের ১৬ সেপ্টেম্বর করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

হারুন ইজাহারের আইনজীবী অ্যাডভোকেট নেজাম উদ্দীন নিজাম আজকের পত্রিকাকে জানান, মুফতি হারুন ইজাহারকে হাটহাজারী থানার এক মামলায় সাতদিন করে তিন মামলায় মোট ২১ দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এক মামলায় তিনদিন করে মোট নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার (২৮ এপ্রিল) রাতে নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজাহারকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

বিভিন্ন সময় জঙ্গী সম্পৃক্ততার অভিযোগ ওঠা হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে। তিনি হেফাজত ইসলামের সাবেক কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত