নিজস্ব প্রতিনিধি
ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সারা দেশ জুড়ে চলছে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। রোজিনা ইসলামের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের বিচার দাবি করেছেন তারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রেসক্লাবের ভেতরে বুধবার সকালে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্তাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ৷ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেক্রেটারিয়েট, শরীয়তপুর সাংবাদিক সমিতি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ আরো বেশ কিছু সাংবাদিক সংগঠন।
প্রেসক্লাবের বাইরে রোজিনা ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ সকল কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সমাবেশে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি কারো কাছে রোজিনা ইসলামের মুক্তি দাবি করবো না কারণ এই বিনা ভোটের সরকারের কাছে আর কোন কিছু দাবি করার কোন যৌক্তিকতা নেই। আন্দোলনের মধ্য দিয়ে একটি মুক্ত স্বাধীন গণমাধ্যম, রাষ্ট্র প্রতিষ্ঠা করা না গেলে মানুষের ওপর এমন নির্যাতন চলতেই থাকবে।
রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহার করে তাঁকে হেনস্তাকারীদের বিচার দাবী করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নারী সাংবাদিক কেন্দ্রের বক্তারা বলেন, রোজিনা একজন সৎ, নির্ভীক, অনুসন্ধানী সাংবাদিক। তাকে এমনভাবে হেনস্তা করা অনুচিত। অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আজ বুধবার বিকালে প্রেসক্লাবের সামনে রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা ও আমলাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (নারী সেল)। সমাবেশে বক্তারা বলেন, রোজিনা চলমান দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে লিখেছেন তাই তার ওপর এমন অমানবিক নির্যাতন করা হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজ মন্ত্রী, আমলাদের বিচার না করে রোজিনার নামে মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করে রোজিনাকে মুক্তি দিতে হবে এবং দোষীদের বিচার করতে হবে। একই দাবিতে বিকালে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সারা দেশ জুড়ে চলছে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। রোজিনা ইসলামের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের বিচার দাবি করেছেন তারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রেসক্লাবের ভেতরে বুধবার সকালে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্তাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ৷ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেক্রেটারিয়েট, শরীয়তপুর সাংবাদিক সমিতি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ আরো বেশ কিছু সাংবাদিক সংগঠন।
প্রেসক্লাবের বাইরে রোজিনা ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ সকল কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সমাবেশে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি কারো কাছে রোজিনা ইসলামের মুক্তি দাবি করবো না কারণ এই বিনা ভোটের সরকারের কাছে আর কোন কিছু দাবি করার কোন যৌক্তিকতা নেই। আন্দোলনের মধ্য দিয়ে একটি মুক্ত স্বাধীন গণমাধ্যম, রাষ্ট্র প্রতিষ্ঠা করা না গেলে মানুষের ওপর এমন নির্যাতন চলতেই থাকবে।
রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহার করে তাঁকে হেনস্তাকারীদের বিচার দাবী করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নারী সাংবাদিক কেন্দ্রের বক্তারা বলেন, রোজিনা একজন সৎ, নির্ভীক, অনুসন্ধানী সাংবাদিক। তাকে এমনভাবে হেনস্তা করা অনুচিত। অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আজ বুধবার বিকালে প্রেসক্লাবের সামনে রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা ও আমলাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (নারী সেল)। সমাবেশে বক্তারা বলেন, রোজিনা চলমান দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে লিখেছেন তাই তার ওপর এমন অমানবিক নির্যাতন করা হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজ মন্ত্রী, আমলাদের বিচার না করে রোজিনার নামে মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করে রোজিনাকে মুক্তি দিতে হবে এবং দোষীদের বিচার করতে হবে। একই দাবিতে বিকালে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো, ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’
৪ মিনিট আগে‘অনেক সংস্থার বড় বড় ভবন হয়েছে। কিন্তু বিচার বিভাগের কোনো উন্নতি হয়নি।’ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির সময় এ কথা বলেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন। তবে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে য
৯ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের কবর সংরক্ষণ ও গণভবনকে জাদুঘর করার বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘আমরা শহীদ পরিবারের সঙ্গে বসব, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে সারা দেশে কবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণভবনকে জাদুঘর বানানোর কাজ চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন এবং গত ১৫ বছরের ঘটন
১৬ মিনিট আগেঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।
১৯ মিনিট আগে