Ajker Patrika

রোববার থেকে খুলছে শপিংমল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১২: ৩৮
রোববার থেকে খুলছে শপিংমল

ঢাকা: ব্যবসায়ীদের দাবির মুখে চলমান লকডাউনের মধ্যেই দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার।

স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ আজ শুক্রবার এক আদেশে এই তথ্য জানিয়েছে।

আদেশে বলা হয়, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকানপাট ও শপিংমলে সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। পরে এই বিধিনিষেধের সময় দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়।

এরপর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। পরে এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত