নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চীনের সিনোফার্মের টিকা উৎপাদনে ইনসেপ্টাকে অনুমতি দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর– বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান।
এ বিষয়ে মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চীনের টিকা উৎপাদনে কাউকে অনুমোদন দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্য নয়।
এর আগে আজ রোববার দেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোতে মাহবুবুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টাকে চীনের টিকা তৈরির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। চলতি মাসেই যার উৎপাদন শুরু হবে। তবে এ বিষয়ে অধিদপ্তর আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে।
এর আগে গত ২৯ এপ্রিল জরুরি ভিত্তিতে চীনের সিনোফার্মের টিকা ব্যবহারে অনুমোদন দেয় সরকার। এর পরপরই গত বৃহস্পতিবার দেশটি থেকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পায় বাংলাদেশ। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চীন থেকে চার থেকে পাঁচ কোটি ডোজ টিকা কিনতে চিঠি দেওয়া হয়েছে। তবে সেই টিকা চলতি বছর পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
টিকা আমদানি ও উৎপাদনে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সরাসরি টিকা কেনার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে অথবা দেশীয় কোনো ফার্মাসিটিক্যালের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন করা যাবে। এসব কিছু হবে জি টু জি ভিত্তিতে। এর মধ্যে দেশে বেসরকারি তিনটি কোম্পানি টিকা উৎপাদনে সক্ষম বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। কোম্পানিগুলো হচ্ছে– ইনসেপ্টা, পপুলার এবং হেলথ কেয়ার। এর মধ্যে প্রাথমিকভাবে ইনসেপ্টাকে পছন্দের তালিকায় রাখার কথা সম্প্রতি জানিয়েছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
ঢাকা: চীনের সিনোফার্মের টিকা উৎপাদনে ইনসেপ্টাকে অনুমতি দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর– বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান।
এ বিষয়ে মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চীনের টিকা উৎপাদনে কাউকে অনুমোদন দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্য নয়।
এর আগে আজ রোববার দেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোতে মাহবুবুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টাকে চীনের টিকা তৈরির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। চলতি মাসেই যার উৎপাদন শুরু হবে। তবে এ বিষয়ে অধিদপ্তর আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে।
এর আগে গত ২৯ এপ্রিল জরুরি ভিত্তিতে চীনের সিনোফার্মের টিকা ব্যবহারে অনুমোদন দেয় সরকার। এর পরপরই গত বৃহস্পতিবার দেশটি থেকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পায় বাংলাদেশ। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চীন থেকে চার থেকে পাঁচ কোটি ডোজ টিকা কিনতে চিঠি দেওয়া হয়েছে। তবে সেই টিকা চলতি বছর পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
টিকা আমদানি ও উৎপাদনে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সরাসরি টিকা কেনার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে অথবা দেশীয় কোনো ফার্মাসিটিক্যালের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন করা যাবে। এসব কিছু হবে জি টু জি ভিত্তিতে। এর মধ্যে দেশে বেসরকারি তিনটি কোম্পানি টিকা উৎপাদনে সক্ষম বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। কোম্পানিগুলো হচ্ছে– ইনসেপ্টা, পপুলার এবং হেলথ কেয়ার। এর মধ্যে প্রাথমিকভাবে ইনসেপ্টাকে পছন্দের তালিকায় রাখার কথা সম্প্রতি জানিয়েছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
৮ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
২১ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
৪০ মিনিট আগে