নিজস্ব প্রতিবেদক
ঢাকা: টিকা চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের লুকানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে আমরা বালিশ–কাণ্ডের ঘটনা দেখেছি, সাহেদ–কাণ্ডের ঘটনা প্রকাশ পেয়েছে, সুপারিগাছ–কাণ্ডের অপরাধ প্রকাশিত হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। গুটিকয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে মোকাবিলা করতে হবে। আমরা এমন ঘটনা কখনোই আশা করি না।’
এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন, রাশিয়ার সঙ্গে নন-ডিসক্লোজার চুক্তি বা গোপনীয়তা রক্ষার শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তি জনসমক্ষে এলে দেশের জনগণ ভ্যাকসিন না–ও পেতে পারেন।
ওই দিন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোজিনা ইসলামকে তাঁর প্রতিবেদনের জন্য গ্রেপ্তার করা হয়নি। বরং টিকাসংক্রান্ত গোপন তথ্য নেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় নেওয়া হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এই মামলা করেন।
ঢাকা: টিকা চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের লুকানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে আমরা বালিশ–কাণ্ডের ঘটনা দেখেছি, সাহেদ–কাণ্ডের ঘটনা প্রকাশ পেয়েছে, সুপারিগাছ–কাণ্ডের অপরাধ প্রকাশিত হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। গুটিকয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে মোকাবিলা করতে হবে। আমরা এমন ঘটনা কখনোই আশা করি না।’
এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন, রাশিয়ার সঙ্গে নন-ডিসক্লোজার চুক্তি বা গোপনীয়তা রক্ষার শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তি জনসমক্ষে এলে দেশের জনগণ ভ্যাকসিন না–ও পেতে পারেন।
ওই দিন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোজিনা ইসলামকে তাঁর প্রতিবেদনের জন্য গ্রেপ্তার করা হয়নি। বরং টিকাসংক্রান্ত গোপন তথ্য নেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় নেওয়া হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এই মামলা করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো, ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’
১৬ মিনিট আগে‘অনেক সংস্থার বড় বড় ভবন হয়েছে। কিন্তু বিচার বিভাগের কোনো উন্নতি হয়নি।’ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির সময় এ কথা বলেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন। তবে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে য
২০ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের কবর সংরক্ষণ ও গণভবনকে জাদুঘর করার বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘আমরা শহীদ পরিবারের সঙ্গে বসব, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে সারা দেশে কবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণভবনকে জাদুঘর বানানোর কাজ চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন এবং গত ১৫ বছরের ঘটন
২৭ মিনিট আগেঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।
৩০ মিনিট আগে