প্রতিনিধি
রাজবাড়ী ও মুন্সীগঞ্জ: ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ছোট যানবাহনে ঘাটে আসছে শত শত মানুষ। অন্যদিকে নদী পার হওয়ার জন্য বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট। ফলে চাপ বেড়েছে দুই রুটে চলাচল করা ফেরিতে।
ঘরমুখী মানুষের চাপ থাকায় ফেরিতে পার করা হচ্ছে না ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক। এতে দুই ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি রোরো ফেরি প্রায় সাতশ যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছয়। এসময় বেশিরভাগ মানুষকেই সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। মুখে মাস্ক ছিল না অনেকের।
গাজীপুর থেকে যশোরের উদ্দেশে যাওয়া মো. বিল্লাল খাঁন বলেন, আজ ছুটির দিন তাই পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। পরিবারের সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আবার গাজীপুর ফিরবো। দূরপাল্লার পরিবহন না চলাচল করায় এখন ভেঙ্গে ভেঙ্গে বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তবে দৌলতদিয়া ফেরিঘাটে সিন্ডিকেট থাকার কারণে গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র এরই মধ্যে ঘাট এলাকা পরিদর্শন করেছেন। ঘাটের খানা-খন্দ সংস্কার করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অনিয়ম দুর্নীতি প্রতিহত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দিনের বেলায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ–রুটে ছয়টি ফেরি চলাচল করছে। রাতে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট বড় ১৬টি ফেরি চলাচল করে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের ঘরমুখী যাত্রীরা গন্তব্যে পৌঁছতে শিমুলিয়াঘাট এলাকায় জড়ো হয়েছেন। শুক্রবার সকাল থেকে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে শিমুলিয়া থেকে ফেরিতে কোনো যানবাহন উঠতে পারেনি।
বেলা সোয়া ১১টার দিকে এনায়েতপুরী রো-রো ফেরিটি শুধু যাত্রী নিয়েই শিবচরের বাংলাবাজার ঘাটে এসে পোঁছয়। কোনো যানবাহন ছাড়া প্রায় ১২শ যাত্রী নিয়ে এই প্রথম কোনো ফেরি শিমুলিয়া থেকে বাংলাবাজার পোঁছল বলে জানিয়েছেন যাত্রীরা।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানিয়েছেন, ঈদ ঘনিয়ে এসেছে। এর মধ্যে আজ সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। যানবাহন ও যাত্রীদের নির্বিঘ্নে পারাপারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এ নৌ–রুটে ১৩টি ফেরি চলছে।
রাজবাড়ী ও মুন্সীগঞ্জ: ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ছোট যানবাহনে ঘাটে আসছে শত শত মানুষ। অন্যদিকে নদী পার হওয়ার জন্য বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট। ফলে চাপ বেড়েছে দুই রুটে চলাচল করা ফেরিতে।
ঘরমুখী মানুষের চাপ থাকায় ফেরিতে পার করা হচ্ছে না ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক। এতে দুই ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি রোরো ফেরি প্রায় সাতশ যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছয়। এসময় বেশিরভাগ মানুষকেই সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। মুখে মাস্ক ছিল না অনেকের।
গাজীপুর থেকে যশোরের উদ্দেশে যাওয়া মো. বিল্লাল খাঁন বলেন, আজ ছুটির দিন তাই পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। পরিবারের সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আবার গাজীপুর ফিরবো। দূরপাল্লার পরিবহন না চলাচল করায় এখন ভেঙ্গে ভেঙ্গে বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তবে দৌলতদিয়া ফেরিঘাটে সিন্ডিকেট থাকার কারণে গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র এরই মধ্যে ঘাট এলাকা পরিদর্শন করেছেন। ঘাটের খানা-খন্দ সংস্কার করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অনিয়ম দুর্নীতি প্রতিহত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দিনের বেলায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ–রুটে ছয়টি ফেরি চলাচল করছে। রাতে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট বড় ১৬টি ফেরি চলাচল করে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের ঘরমুখী যাত্রীরা গন্তব্যে পৌঁছতে শিমুলিয়াঘাট এলাকায় জড়ো হয়েছেন। শুক্রবার সকাল থেকে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে শিমুলিয়া থেকে ফেরিতে কোনো যানবাহন উঠতে পারেনি।
বেলা সোয়া ১১টার দিকে এনায়েতপুরী রো-রো ফেরিটি শুধু যাত্রী নিয়েই শিবচরের বাংলাবাজার ঘাটে এসে পোঁছয়। কোনো যানবাহন ছাড়া প্রায় ১২শ যাত্রী নিয়ে এই প্রথম কোনো ফেরি শিমুলিয়া থেকে বাংলাবাজার পোঁছল বলে জানিয়েছেন যাত্রীরা।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানিয়েছেন, ঈদ ঘনিয়ে এসেছে। এর মধ্যে আজ সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। যানবাহন ও যাত্রীদের নির্বিঘ্নে পারাপারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এ নৌ–রুটে ১৩টি ফেরি চলছে।
‘ফাতেমা আমাদের কলিজার টুকরা ছিল। ছোটবেলা থেকেই ঢাকায় থাকত, মায়ের সাথে। আমাদের সবার ইচ্ছে ছিল বড় হলে সে চিকিৎসক হবে। সব আশা স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল।’ এভাবেই বিলাপ করছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ফাতেমা আক্তার আনিশার (৯) চাচি মুক্তা বেগম। অদূরেই ভাগ্নে ওসমানকে কোলে
২ মিনিট আগেগজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদীর একটি শাখায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র আজ বিবিসিকে জানায়, ‘আমরা আশা করছি, দুজন বিশেষজ্ঞ চিকিৎসক–যাঁদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা নার্সদের একটি ছোট দল নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।’
১১ মিনিট আগেতিনি বলেন, ‘প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নয়, বরং প্রযুক্তির মাধ্যমে অতিক্রম করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই প্রকল্পকে একটি ইন্ডাস্ট্রিতে রূপ দেওয়ার লক্ষ্যে সরকার ও একাডেমিয়াকে একযোগে কাজ করতে হবে। এ জন্য উন্নয়নাধীন বাংলা ভাষায় স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার
১৫ মিনিট আগে