Ajker Patrika

এবারও কর্মহীনদের ত্রাণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
এবারও কর্মহীনদের ত্রাণ দেবে সরকার

করোনাভাইরাস মহামারির মধ্যে কেউ কর্মহীন হয়ে পড়লে সরকারের পক্ষ থেকে তাদের ত্রাণ দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন।

আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সচিব বলেন, আমাদের কাছে পর্যাপ্ত অর্থ ও খাদ্য রয়েছে। আমরা এই সপ্তাহটা দেখব। গতবারের মতো যখনই (ত্রাণের) প্রয়োজন হবে, মানুষ যখন কর্মহীন হয়ে যাবে আমরা বরাদ্দ দেব। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

মো. মোহসীন আরও বলেন, এখন সব কিছুই চলছে। যখন মানুষ কর্মহীন হয়ে পড়বে তখন আমাদের প্ল্যান আছে। আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথাও বলেছি। মানুষের খাদ্যের যাতে কোনো কষ্ট না হয় আমরা সেই ব্যবস্থা নেব।

করোনাভাইরাস মহামারির মধ্যে গতবার মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে টানা ৬৬ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। ওই সময় যারা কর্মহীন হয়ে পড়েছিলেন তাদের পাশাপাশি হতদরিদ্রদের নগদ অর্থ ও খাদ্যশস্য ত্রাণ হিসেবে দিয়েছিল সরকার।

এক কোটি নয় হাজার পরিবারের মধ্যে ৫০০ টাকা করে বিতরণের জন্য এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে ত্রাণ সচিব বলেন, কারা এই ভিজিএফ পাবেন সেই তালিকা স্থানীয় প্রশাসনের কাছে আছে। সময়ে সময়ে তা হালনাগাদ করা হয়।

সচিব মোহসীন জানান, গতবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ৪০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে। এবারও তালিকা করে অর্থ বিতরণ করা হবে। মন্ত্রণালয় ও অধিদপ্তর, জেলা পর্যায় এবং উপজেলা পর্যায় থেকে এসব মনিটরিং করা হবে।

সচিব আরও জানান, এবার প্রতিটি ইউনিয়নে আড়াই লাখ করে টাকা বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এতে খরচ হয়েছে ১২১ কোটি টাকা। এর বাইরে জেলা প্রশাসনকে আলাদা করে অর্থ দেওয়া হয়েছে। বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫০ কোটি টাকা। করোনাকালীন গতবারের চেয়ে মানুষ যাতে ভালোভাবে চলতে পারে। খাদ্য বা কোনো কিছুর অসুবিধা না হয়। রোজা যেহেতু আছে তাই বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষ যাতে ঈদ ঠিকমত করতে পারে সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত