Ajker Patrika

এসএসএফের নিরাপত্তা পাবেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ মে ২০২১, ১৭: ৪৭
Thumbnail image

ঢাকা: বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা সুবিধা পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও এ সুবিধা দেওয়া হবে।

এজন্য ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, সামরিক শাসনের সময় জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে এসএসএফ চলছিল। উচ্চ আদালতের নির্দেশনায় ওই অধ্যাদেশকে নতুন করে আইনে রূপান্তর করা হচ্ছে।

আগের বিষয়গুলোকে রেখেই নতুন আইন করা হচ্ছে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আইনে নতুন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি যুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতির পিতার দুই মেয়ে ও তাঁদের সন্তান; সন্তানদের স্বামী ও স্ত্রী এবং তাঁদের সন্তানরা এ নিরাপত্তা পাবেন।

জাতির পিতার পরিবারের সদস্যদের বাইরে গেজেট/প্রজ্ঞাপন দিয়ে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অন্য দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা এই আইনের আওতায় এসএসএফ নিরাপত্তা পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় না থাকলেও এই নিরাপত্তা পাবেন জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীত্ব না থাকলেও তিনি এ প্রটোকল পাবেন।

‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ এ যাই থাকুক না কেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর আইনকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত