প্রতিনিধি, রংপুর
রংপুর নগরীতে মশার উপদ্রব বেড়েই চলেছে। মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে রংপুর নগরীরর বাসিন্দরা। মশারি অথবা কয়েল ছাড়া দিনের বেলায়ও ঘরে থাকা যায় না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে উঠে। মশা নিধনে কার্যকর কোনো উদ্যোগও চোখে পড়ছে না। নগরী যেন মশার অভয়াশ্রমে পরিণত হয়েছে।
নগর কর্তৃপক্ষ মশা নিধনে কার্যকর ভূমিকা অব্যাহত থাকার কথা বললেও ভুক্তভোগীদের অভিযোগ, নগরীর অধিকাংশ এলাকাতেই এখন পর্যন্ত মশা নিধন কার্যক্রম চোখে পড়েনি। এমনকি মশার ওষুধের কার্যক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
নগরীর মুন্সীপাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, শুধু ড্রেনের মশাগুলোকে মারতে দেখি। অন্য জায়গায় চোখে পড়ে না। মশার কামড়ে কোথাও স্থির থাকা যায় না।
গণেশপুর এলাকার ভ্যানচালক আবদুল জলিল বলেন, সারাদিন রিকশা চালাই। সন্ধ্যায় বাসায় আসার সঙ্গে সঙ্গে মশারির ভেতর ঢুকতে হয়। বাইরে বসি থাকলে মশা কামড়ে শেষ করি দেয়।
সাংবাদিক ইকবাল কবির বলেন, বিকেল থেকে রাত পর্যন্ত প্রেসক্লাব চত্বরে সংবাদ কর্মীদের আড্ডা দিতো। মশার উপদ্রবে এখন সন্ধ্যার পর তেমন কাউকেই পাওয়া যায় না। পত্রিকায় লেখালেখি করেও কর্তৃপক্ষের টনক নড়ছে না।
সিটি কর্পোরেশন সূত্র জানা যায়, প্রথম দফায় গত বছরের ১৮ নভেম্বর থেকে চলতি বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত নগরীতে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এরপর দ্বিতীয় দফায় গত ১০ মার্চ থেকে আবারও মশা নিধন শুরু হয়। ১০টি ফগার মেশিন দিয়ে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এলাকা, প্রশাসনিক কর্মকর্তাদের বাসবভনসহ বিভিন্ন ড্রেনে মশা নিধন কার্যক্রম চালানো হচ্ছে।
রংপুর সিটি কর্পোরেশনের সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, কেবল ফগার মেশিনের ধোঁয়া দিয়ে মশা নিধন পুরোপুরি হয় না। সিটি মেয়রের নির্দেশে এবার হ্যান্ড স্প্রের সাহায্যে কীটনাশক ছিটিয়ে আধা ঘণ্টা বা এক ঘণ্টা পর ফগার মেশিনের ধোয়া ব্যবহার করা হচ্ছে। এতে ঝোঁপঝাড় ছাড়া প্রায় ৫০ শতাংশ মশা নিধন হচ্ছে।
তিনি আরও বলেন, ১০টি ফগার মেশিন দিয়ে প্রতি ওয়ার্ডে ৬ দিন করে মশা নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরও ৬টি ফগার মেশিন ক্রয়ের প্রস্তাবনা দেওয়া হয়েছে। আরও দুই মাস মশার উপদ্রব থাকবে।
রংপুর নগরীতে মশার উপদ্রব বেড়েই চলেছে। মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে রংপুর নগরীরর বাসিন্দরা। মশারি অথবা কয়েল ছাড়া দিনের বেলায়ও ঘরে থাকা যায় না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে উঠে। মশা নিধনে কার্যকর কোনো উদ্যোগও চোখে পড়ছে না। নগরী যেন মশার অভয়াশ্রমে পরিণত হয়েছে।
নগর কর্তৃপক্ষ মশা নিধনে কার্যকর ভূমিকা অব্যাহত থাকার কথা বললেও ভুক্তভোগীদের অভিযোগ, নগরীর অধিকাংশ এলাকাতেই এখন পর্যন্ত মশা নিধন কার্যক্রম চোখে পড়েনি। এমনকি মশার ওষুধের কার্যক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
নগরীর মুন্সীপাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, শুধু ড্রেনের মশাগুলোকে মারতে দেখি। অন্য জায়গায় চোখে পড়ে না। মশার কামড়ে কোথাও স্থির থাকা যায় না।
গণেশপুর এলাকার ভ্যানচালক আবদুল জলিল বলেন, সারাদিন রিকশা চালাই। সন্ধ্যায় বাসায় আসার সঙ্গে সঙ্গে মশারির ভেতর ঢুকতে হয়। বাইরে বসি থাকলে মশা কামড়ে শেষ করি দেয়।
সাংবাদিক ইকবাল কবির বলেন, বিকেল থেকে রাত পর্যন্ত প্রেসক্লাব চত্বরে সংবাদ কর্মীদের আড্ডা দিতো। মশার উপদ্রবে এখন সন্ধ্যার পর তেমন কাউকেই পাওয়া যায় না। পত্রিকায় লেখালেখি করেও কর্তৃপক্ষের টনক নড়ছে না।
সিটি কর্পোরেশন সূত্র জানা যায়, প্রথম দফায় গত বছরের ১৮ নভেম্বর থেকে চলতি বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত নগরীতে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এরপর দ্বিতীয় দফায় গত ১০ মার্চ থেকে আবারও মশা নিধন শুরু হয়। ১০টি ফগার মেশিন দিয়ে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এলাকা, প্রশাসনিক কর্মকর্তাদের বাসবভনসহ বিভিন্ন ড্রেনে মশা নিধন কার্যক্রম চালানো হচ্ছে।
রংপুর সিটি কর্পোরেশনের সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, কেবল ফগার মেশিনের ধোঁয়া দিয়ে মশা নিধন পুরোপুরি হয় না। সিটি মেয়রের নির্দেশে এবার হ্যান্ড স্প্রের সাহায্যে কীটনাশক ছিটিয়ে আধা ঘণ্টা বা এক ঘণ্টা পর ফগার মেশিনের ধোয়া ব্যবহার করা হচ্ছে। এতে ঝোঁপঝাড় ছাড়া প্রায় ৫০ শতাংশ মশা নিধন হচ্ছে।
তিনি আরও বলেন, ১০টি ফগার মেশিন দিয়ে প্রতি ওয়ার্ডে ৬ দিন করে মশা নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরও ৬টি ফগার মেশিন ক্রয়ের প্রস্তাবনা দেওয়া হয়েছে। আরও দুই মাস মশার উপদ্রব থাকবে।
রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এবার একটি স্থানীয় দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ
২৪ মিনিট আগেরাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
৪১ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
১ ঘণ্টা আগে