নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা অন্য দেশেরও নাগরিক অর্থাৎ দ্বৈত নাগরিক তাদের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে পুলিশ।
আজ বুধবার (৩১ মার্চ) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তালিকাটি দাখিল করেন পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বিভাগ (এসবি)।
ঢাকা, সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যাতায়াতকারী ১৩ হাজার ৯৩১ জনের নাম এ তালিকায় স্থান পেয়েছে।
গত বছরের ২১ ডিসেম্বর দুর্নীতি ও অর্থপাচার করে বিদেশে বাড়ি ও সম্পত্তি গড়ে তোলা দ্বৈত পাসপোর্টধারী বাংলাদেশি ও যারা নিয়মিত বিদেশে যাতায়াত করেন তাদের তালিকা দিতে পুলিশের বিশেষ শাখার সুপারকে (ইমিগ্রেশন) নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে এসব অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আজকের পত্রিকাকে জানিয়েছেন, তালিকাটি হলফনামা আকারে আদালতে দাখিল করা হবে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দীন শামীমের ভার্চুয়াল বেঞ্চে এই প্রতিবেদন উপস্থাপনের পর দ্বৈত নাগরিকদের নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিদেশে অর্থ পাচার বিষয়ে বলেন, আমার কাছে ২৮টি কেস এসেছে। এর মধ্যে রাজনীতিবিদ হলেন চারজন। এ বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় হাইকোর্ট এ আদেশ দেন।
হাইকোর্ট দেশের বাইরে অর্থপাচারে জড়িতদের নাম, ঠিকানা ও পাচার করা অর্থে তাদের বিদেশে বাড়ি তৈরিসহ বিস্তারিত তথ্য জানতে চান। সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, দুদকসহ বিবাদীদের সময় দেন। তারই ধারাবাহিকতায় ওই তালিকা দাখিল করা হয়।
বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা অন্য দেশেরও নাগরিক অর্থাৎ দ্বৈত নাগরিক তাদের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে পুলিশ।
আজ বুধবার (৩১ মার্চ) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তালিকাটি দাখিল করেন পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বিভাগ (এসবি)।
ঢাকা, সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যাতায়াতকারী ১৩ হাজার ৯৩১ জনের নাম এ তালিকায় স্থান পেয়েছে।
গত বছরের ২১ ডিসেম্বর দুর্নীতি ও অর্থপাচার করে বিদেশে বাড়ি ও সম্পত্তি গড়ে তোলা দ্বৈত পাসপোর্টধারী বাংলাদেশি ও যারা নিয়মিত বিদেশে যাতায়াত করেন তাদের তালিকা দিতে পুলিশের বিশেষ শাখার সুপারকে (ইমিগ্রেশন) নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে এসব অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আজকের পত্রিকাকে জানিয়েছেন, তালিকাটি হলফনামা আকারে আদালতে দাখিল করা হবে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দীন শামীমের ভার্চুয়াল বেঞ্চে এই প্রতিবেদন উপস্থাপনের পর দ্বৈত নাগরিকদের নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিদেশে অর্থ পাচার বিষয়ে বলেন, আমার কাছে ২৮টি কেস এসেছে। এর মধ্যে রাজনীতিবিদ হলেন চারজন। এ বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় হাইকোর্ট এ আদেশ দেন।
হাইকোর্ট দেশের বাইরে অর্থপাচারে জড়িতদের নাম, ঠিকানা ও পাচার করা অর্থে তাদের বিদেশে বাড়ি তৈরিসহ বিস্তারিত তথ্য জানতে চান। সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, দুদকসহ বিবাদীদের সময় দেন। তারই ধারাবাহিকতায় ওই তালিকা দাখিল করা হয়।
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে ৮ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন একই এলাকার বিমল কৃষ্ণ মণ্ডলের ছেলে প্রভাস মণ্ডল (৪৮) ও অসিত কুমার সানার ছেলে দেবদাস সানা (২০)।
১২ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুর পৌর শহর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে দেবের বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেনরসিংদীর রায়পুরা থানার মূল ফটকের সামনে ফিল্মি কায়দায় মাফিয়া গ্যাং স্টাইলে কিছু তরুণের বেপরোয়া আচরণের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ছবিগুলোতে সাত তরুণকে দেখা গেছে। তাঁদের বয়স ১৫ থেকে ২০ বছর হবে। তাঁরা থানার মূল ভবনের সামনে একটি মাইক্রোবাসের ছাদে উঠে, দরজা খুলে...
১৬ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে