Ajker Patrika

কেনাকাটায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৯: ৩২
কেনাকাটায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে: আইজিপি

ঢাকা : করোনা সংক্রমণ প্রতিরোধে দোকানপাট, শপিংমলসহ সব ধরনের কেনাকাটায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বেনজীর আহমেদ।

আজ মঙ্গলবার বিকালে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে করণীয় সম্পর্কে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারগণ অনলাইনে যুক্ত ছিলেন।

আইজিপি বলেন, কেনাকাটায় দোকানদার এবং ক্রেতা উভয়কে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। শপিংমলের প্রবেশপথে স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। অবশ্যই পরীক্ষা করতে হবে শরীরের তাপমাত্রা। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে এক সঙ্গে দোকানে বেশি লোকের প্রবেশ নিরুৎসাহিত করতে হবে। বড় দোকানের ক্ষেত্রে ক্রেতার অবস্থান গোল চিহ্ন দিয়ে নির্দিষ্ট করে রাখতে হবে।

আইজিপি আরও বলেন, আমরা সকলে সরকারি বিধিনিষেধ মেনে চললে করোনা সংক্রমণ কমবে, মৃত্যুর হারও কমবে। তিনি বলেন, করোনাকালে জীবন চালাতে হবে, আবার জীবিকাও চালাতে হবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, তাঁরা প্রতিটি মার্কেটের সামনে হাত ধোয়া বা স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছেন। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করা হয়েছে। বড় বড় শপিংমলে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত