সাত বছর পর মেলায় এসেছে গল্পকার অলাত এহ্সানের দ্বিতীয় গল্প সংকলন। ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠ কফি হাউসটি’ বইটি প্রকাশ করছে জ্ঞানকোষ প্রকাশনী। বইটি মনোযোগী পাঠকের আনন্দ ও চিন্তার খোরাক জোগাবে।
অলাত বলেন, ‘সাত বছর পর নতুন গল্প বই এসেছে এই (২০২৫) বইমেলায়, আর ছাপার অক্ষরে প্রথম গল্প প্রকাশের ছয়-সাত বছর পর আমার প্রথম গল্পবই প্রকাশ হয়েছিল। সময়ের সঙ্গে, পাঠের ভেতর দিয়ে লেখকমানসের বদল হয়, ভাবনার বিস্তার ঘটে। আমার ক্ষেত্রেও তা হয়েছে। সেদিক দিয়ে এই সংকলন পরিবর্তিত ও মনোযোগী পাঠকের প্রত্যাশা পূরণ করবে, আশা করি। ’
এবার বইয়ের ফ্ল্যাপে কথাসাহিত্যিক ও অনুবাদক হুমায়ূন শফিক লিছেন, জীবনানন্দ দাশ বলেছিলেন, ‘আমরা বুঝেছি যারা জীবনের এইসব নিভৃত কুহক’, যারা জীবনের এই সব নিভৃতকে বুঝেছে, সে কি আর হলাহলে মাথা দিবে! ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠ কফি হাউসটি’র গল্পগুলোতে কোনো কোনো চরিত্র নিজের অবগাহন, অন্তঃসৃজন তৈরি করে নিয়েছে।
এই গ্রন্থটি যেকোনো পাঠককে সমাজ ও বাস্তবতার দ্বন্দ্বের ভেতর দিয়ে অসাধারণ গল্পের অভিজ্ঞতা দিবে। সেই সঙ্গে সাবলীল ভাষা আপনাকে টেনে নিয়ে যাবে গল্পের শেষ সীমা পর্যন্ত।
‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠ কফি হাউসটি’ বইয়ে গল্প থাকছে দশটি। এর মধ্যে প্রেম, ফ্যান্টাসি, মানুষের দূরত্ব, রাজনৈতিক বাস্তবতা, পরিবেশে-প্রকৃতি, পেশাজীবনের ধকল, ব্যক্তিজীবনের রাজনীতির প্রভাব, সময়ে বদলে সঙ্গে জীবনের উন্নতি বা অনুপোযোগী হয়ে পড়া, দাম্পত্য জীবনে পরস্পরের দূরত্বের গল্প বলেছেন। কোনো কোনো গল্পে পুলিশ রাষ্ট্রে প্রজন্ম পরাম্পরায় কয়েদি জীবন, দীর্ঘদিন দেয়ালে ঝুলিয়ে রাখার বীরশ্রেষ্টদের ছবি ফুটপাতে বিক্রি করে দেওয়ার ভেতর দিয়ে আজকের সমাজে মুক্তিযুদ্ধের প্রভাব-অবস্থান, প্রকৃতি থেকে সরে যেতে যেতে মানুষ একটা প্রলয়ঙ্করী ঝড়ে দিকে এগিয়ে যাওয়া, যান্ত্রিকায়ণের যুগে দুর্ঘটনায় পড়া পৌরাণিক চরিত্র, পরিত্যক্ত হয়ে ওঠা শহরের ভেতর অভাবনীয় ফ্যান্টাসির গল্প শুনিয়েছেন তিনি।
লেখক পরিচিতির তথ্য অনুযায়ী, গল্পের দক্ষতা ছাড়াও প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা লেখেন অলাত এহ্সান। তাঁর নেওয়া সাক্ষাৎকার অনেকবার নেটিজেনদের চিন্তা ও তর্কের খোরাক হয়েছে। তাঁর কবিতার চর্চা একান্তই ব্যক্তিগত পর্যায় আটকে রেখেছেন এখন।
এহ্সান জন্ম ঢাকার নবাবগঞ্জ উপজেলার করপাড়ায়, বেড়ে ওঠা বারুয়াখালীতে। পড়েছেন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে, পরে ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে। পেশা শুরু এনজিওতে অনুবাদক হিসেবে, বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত। অবসরের চর্চার বিষয় জাপানি ভাষা।
অলাতের পূর্ব প্রকাশিত বইয়ের মধ্যে, অনভ্যাসের দিনে (গল্পগ্রন্থ, দ্বিতীয় মুদ্রণ), অর্জন প্রকাশন এবং দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি (সাক্ষাৎকার সংকলন), বেঙ্গলবুকস।
বই তথ্য:
বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি
অলাত এহ্সান
প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী
প্রচ্ছদ: পরাগ মাহমুদ
ঢাকায় বইমেলায় প্যাভিলিয়ন ২৪, চট্টগ্রামে বইমেলায় স্টল নম্বর ১১৮।
সাত বছর পর মেলায় এসেছে গল্পকার অলাত এহ্সানের দ্বিতীয় গল্প সংকলন। ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠ কফি হাউসটি’ বইটি প্রকাশ করছে জ্ঞানকোষ প্রকাশনী। বইটি মনোযোগী পাঠকের আনন্দ ও চিন্তার খোরাক জোগাবে।
অলাত বলেন, ‘সাত বছর পর নতুন গল্প বই এসেছে এই (২০২৫) বইমেলায়, আর ছাপার অক্ষরে প্রথম গল্প প্রকাশের ছয়-সাত বছর পর আমার প্রথম গল্পবই প্রকাশ হয়েছিল। সময়ের সঙ্গে, পাঠের ভেতর দিয়ে লেখকমানসের বদল হয়, ভাবনার বিস্তার ঘটে। আমার ক্ষেত্রেও তা হয়েছে। সেদিক দিয়ে এই সংকলন পরিবর্তিত ও মনোযোগী পাঠকের প্রত্যাশা পূরণ করবে, আশা করি। ’
এবার বইয়ের ফ্ল্যাপে কথাসাহিত্যিক ও অনুবাদক হুমায়ূন শফিক লিছেন, জীবনানন্দ দাশ বলেছিলেন, ‘আমরা বুঝেছি যারা জীবনের এইসব নিভৃত কুহক’, যারা জীবনের এই সব নিভৃতকে বুঝেছে, সে কি আর হলাহলে মাথা দিবে! ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠ কফি হাউসটি’র গল্পগুলোতে কোনো কোনো চরিত্র নিজের অবগাহন, অন্তঃসৃজন তৈরি করে নিয়েছে।
এই গ্রন্থটি যেকোনো পাঠককে সমাজ ও বাস্তবতার দ্বন্দ্বের ভেতর দিয়ে অসাধারণ গল্পের অভিজ্ঞতা দিবে। সেই সঙ্গে সাবলীল ভাষা আপনাকে টেনে নিয়ে যাবে গল্পের শেষ সীমা পর্যন্ত।
‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠ কফি হাউসটি’ বইয়ে গল্প থাকছে দশটি। এর মধ্যে প্রেম, ফ্যান্টাসি, মানুষের দূরত্ব, রাজনৈতিক বাস্তবতা, পরিবেশে-প্রকৃতি, পেশাজীবনের ধকল, ব্যক্তিজীবনের রাজনীতির প্রভাব, সময়ে বদলে সঙ্গে জীবনের উন্নতি বা অনুপোযোগী হয়ে পড়া, দাম্পত্য জীবনে পরস্পরের দূরত্বের গল্প বলেছেন। কোনো কোনো গল্পে পুলিশ রাষ্ট্রে প্রজন্ম পরাম্পরায় কয়েদি জীবন, দীর্ঘদিন দেয়ালে ঝুলিয়ে রাখার বীরশ্রেষ্টদের ছবি ফুটপাতে বিক্রি করে দেওয়ার ভেতর দিয়ে আজকের সমাজে মুক্তিযুদ্ধের প্রভাব-অবস্থান, প্রকৃতি থেকে সরে যেতে যেতে মানুষ একটা প্রলয়ঙ্করী ঝড়ে দিকে এগিয়ে যাওয়া, যান্ত্রিকায়ণের যুগে দুর্ঘটনায় পড়া পৌরাণিক চরিত্র, পরিত্যক্ত হয়ে ওঠা শহরের ভেতর অভাবনীয় ফ্যান্টাসির গল্প শুনিয়েছেন তিনি।
লেখক পরিচিতির তথ্য অনুযায়ী, গল্পের দক্ষতা ছাড়াও প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা লেখেন অলাত এহ্সান। তাঁর নেওয়া সাক্ষাৎকার অনেকবার নেটিজেনদের চিন্তা ও তর্কের খোরাক হয়েছে। তাঁর কবিতার চর্চা একান্তই ব্যক্তিগত পর্যায় আটকে রেখেছেন এখন।
এহ্সান জন্ম ঢাকার নবাবগঞ্জ উপজেলার করপাড়ায়, বেড়ে ওঠা বারুয়াখালীতে। পড়েছেন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে, পরে ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে। পেশা শুরু এনজিওতে অনুবাদক হিসেবে, বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত। অবসরের চর্চার বিষয় জাপানি ভাষা।
অলাতের পূর্ব প্রকাশিত বইয়ের মধ্যে, অনভ্যাসের দিনে (গল্পগ্রন্থ, দ্বিতীয় মুদ্রণ), অর্জন প্রকাশন এবং দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি (সাক্ষাৎকার সংকলন), বেঙ্গলবুকস।
বই তথ্য:
বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি
অলাত এহ্সান
প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী
প্রচ্ছদ: পরাগ মাহমুদ
ঢাকায় বইমেলায় প্যাভিলিয়ন ২৪, চট্টগ্রামে বইমেলায় স্টল নম্বর ১১৮।
আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। ১৩ বছর আগে ২০১২ সালের আজকের দিনে তিনি মারা গিয়েছিলেন। তিনি ছিলেন আমাদের সময়ের কথাকার, তিনি হয়ে উঠেছেন সময়েরও ওপারে এক জীবন্ত চরিত্র।
২ দিন আগেবায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থান, বিপ্লবী—এই পথপরিক্রমায় যাঁর কবিতা মুক্তিকামী গণমানুষকে অনুপ্রাণিত করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ শুক্রবার (১১ জুলাই)।
১০ দিন আগেপৃথিবীর বিস্ময় ডোনাল্ড ট্রাম্প। জীবনে হননি কী! তিনবারের স্বামী, পাঁচবার বাবা, কয়েকবার বিলিয়নিয়ার, দুবারের মার্কিন প্রেসিডেন্ট ও হাজারো টুইটের কবি। কিন্তু এত প্রাপ্তির মাঝেও রয়ে গেছে এক শূন্যতা। তাঁর ঝুলিতে এখনো নেই নোবেল শান্তি পুরস্কার। ‘হিংসুটে’ নোবেল কমিটির কারণেই তাঁর জীবনে আজও এই অপ্রাপ্তি।
১১ দিন আগেবাংলা সাহিত্যের নক্ষত্র, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ৩৫টি হাতে লেখা চিঠি ও ১৪টি খাম আগামী সপ্তাহে নিলামে উঠছে। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫-৭ কোটি রুপি। মূল্য ও ব্যাপ্তির দিক থেকে কবির সৃষ্টিকর্মের সবচেয়ে বড় নিলাম হতে চলেছে এটি। এই ঐতিহাসিক নিলামটি ২৬-২৭ জুন অনলাইনে আয়োজন করবে মুম্বাইভিত্তিক
২৩ জুন ২০২৫