আজকের পত্রিকা ডেস্ক
বর্তমান বিশ্বের প্রধান সংকটগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা অন্যতম। গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে শেষ হওয়া জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-২৬ এর আগে-পরে বিভিন্ন প্রতিবেদনে এর গুরুত্ব নতুন করে ধরা পড়েছে। এ অবস্থায় গতকাল পালিত হলো বিশ্ব ধরিত্রী দিবস-২০২২।
১৯৬৯ সালের ঘটনা। ওই বছরের ২৮ জানুয়ারি-৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা চ্যানেল বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেলে সয়লাব হয়ে যায়। ‘ইউনিয়ন অয়েল কোম্পানি অব ক্যালিফোর্নিয়া’র মালিকানাধীন একটি তেলের খনি থেকে ১০ দিনের ঘটনায় প্রায় ৮০ লাখ থেকে ১ লাখ ব্যারেল তেল চ্যানেলটিতে ছড়িয়ে পড়ে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চ্যানেলটি। পুরো যুক্তরাষ্ট্রে দেখা দেয় ভয়াবহ বিক্ষোভ।
এ অবস্থায় পরিবেশের ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়াতে ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। ১৯৭০ সাল থেকে তা পালিত হচ্ছে। চলতি বছরের স্লোগান ‘আমাদের গ্রহে বিনিয়োগ করুন’।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, এ স্লোগানের অর্থ পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়ানো। জীবাশ্ম জ্বালানি থেকে সবুজ জ্বালানির দিকে যাওয়া। মিথেনের মতো বিষাক্ত গ্যাসের ব্যবহার কমিয়ে বিকল্প খাতে বিনিয়োগ করা। কয়লার বদলে বায়ু বা সৌরবিদ্যুতের উদ্যোগ গ্রহণ ইত্যাদি।
কিন্তু এসব ঘোষণার সঙ্গে বাস্তবতার বলতে গেলে কোনো সম্পর্ক নেই। কারণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য দরকার বিকল্প খাতে বিনিয়োগ। অথচ গরিব দেশগুলোর বিকল্প খাতে বিনিয়োগের কোনো সক্ষমতা নেই। সবুজ জ্বালানি প্রচলিত জ্বালানির চেয়ে ১০ থেকে ১৫ গুণ বেশি ব্যয়বহুল।
রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, জলবায়ু খাতে গরিব দেশগুলোকে সহায়তা করার জন্য ২০১৬ সালে ‘সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ)’ গঠন করে জাতিসংঘ। এর পর থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ১০০ কোটি ডলার সংগ্রহ করা সম্ভব হয়েছে। অথচ লক্ষ্যমাত্রা ছিল ২০২০ সালের মধ্যে অন্তত ১ হাজার ৭ কোটি ডলার সংগ্রহ করা।
এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জলবায়ু বিপর্যয়ের মুখে রয়েছে ফিলিপাইন। প্রায় সারা বছর ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি দুর্যোগে ভোগে দেশটি। ফিলিপাইনের অর্থ বিভাগের কর্মকর্তা মার্ক জোভেন বলেন, ‘অনেক চেষ্টা করেও জাতিসংঘের জলবায়ুবিষয়ক বরাদ্দ পাইনি। আমলাতান্ত্রিক জটিলতা এবং অদ্ভুত শর্তের কারণে তা সম্ভব হচ্ছে না।’ বিশ্বের অধিকাংশ গরিব দেশ এ সমস্যার মধ্যে রয়েছে।
বিশ্লেষণ সম্পর্কিত পড়ুন:
বর্তমান বিশ্বের প্রধান সংকটগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা অন্যতম। গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে শেষ হওয়া জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-২৬ এর আগে-পরে বিভিন্ন প্রতিবেদনে এর গুরুত্ব নতুন করে ধরা পড়েছে। এ অবস্থায় গতকাল পালিত হলো বিশ্ব ধরিত্রী দিবস-২০২২।
১৯৬৯ সালের ঘটনা। ওই বছরের ২৮ জানুয়ারি-৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা চ্যানেল বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেলে সয়লাব হয়ে যায়। ‘ইউনিয়ন অয়েল কোম্পানি অব ক্যালিফোর্নিয়া’র মালিকানাধীন একটি তেলের খনি থেকে ১০ দিনের ঘটনায় প্রায় ৮০ লাখ থেকে ১ লাখ ব্যারেল তেল চ্যানেলটিতে ছড়িয়ে পড়ে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চ্যানেলটি। পুরো যুক্তরাষ্ট্রে দেখা দেয় ভয়াবহ বিক্ষোভ।
এ অবস্থায় পরিবেশের ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়াতে ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। ১৯৭০ সাল থেকে তা পালিত হচ্ছে। চলতি বছরের স্লোগান ‘আমাদের গ্রহে বিনিয়োগ করুন’।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, এ স্লোগানের অর্থ পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়ানো। জীবাশ্ম জ্বালানি থেকে সবুজ জ্বালানির দিকে যাওয়া। মিথেনের মতো বিষাক্ত গ্যাসের ব্যবহার কমিয়ে বিকল্প খাতে বিনিয়োগ করা। কয়লার বদলে বায়ু বা সৌরবিদ্যুতের উদ্যোগ গ্রহণ ইত্যাদি।
কিন্তু এসব ঘোষণার সঙ্গে বাস্তবতার বলতে গেলে কোনো সম্পর্ক নেই। কারণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য দরকার বিকল্প খাতে বিনিয়োগ। অথচ গরিব দেশগুলোর বিকল্প খাতে বিনিয়োগের কোনো সক্ষমতা নেই। সবুজ জ্বালানি প্রচলিত জ্বালানির চেয়ে ১০ থেকে ১৫ গুণ বেশি ব্যয়বহুল।
রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, জলবায়ু খাতে গরিব দেশগুলোকে সহায়তা করার জন্য ২০১৬ সালে ‘সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ)’ গঠন করে জাতিসংঘ। এর পর থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ১০০ কোটি ডলার সংগ্রহ করা সম্ভব হয়েছে। অথচ লক্ষ্যমাত্রা ছিল ২০২০ সালের মধ্যে অন্তত ১ হাজার ৭ কোটি ডলার সংগ্রহ করা।
এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জলবায়ু বিপর্যয়ের মুখে রয়েছে ফিলিপাইন। প্রায় সারা বছর ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি দুর্যোগে ভোগে দেশটি। ফিলিপাইনের অর্থ বিভাগের কর্মকর্তা মার্ক জোভেন বলেন, ‘অনেক চেষ্টা করেও জাতিসংঘের জলবায়ুবিষয়ক বরাদ্দ পাইনি। আমলাতান্ত্রিক জটিলতা এবং অদ্ভুত শর্তের কারণে তা সম্ভব হচ্ছে না।’ বিশ্বের অধিকাংশ গরিব দেশ এ সমস্যার মধ্যে রয়েছে।
বিশ্লেষণ সম্পর্কিত পড়ুন:
‘বাসুধৈব কুটুম্বকম’—বিশ্ব একটি পরিবার, এই মহৎ বার্তা দিয়েই ভারত নিজ দেশে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বিশ্বের সামনে নিজ দেশের দর্শন তুলে ধরেছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। একটি জাতিকে নির্মূল করার যুদ্ধে মদদ দিয়ে, যুদ্ধাপরাধের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করে, এমনকি শিশুদের ওপর বোমাবর্ষণকারী এক...
১ দিন আগেমিয়ানমারের বিরল খনিজ সম্পদের দিকে চোখ পড়েছে যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের বিরল খনিজে চীনের কর্তৃত্ব সরিয়ে নিতে এবার ট্রাম্প প্রশাসন হাত মেলাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে। এমনকি দেশটির ওপর আরোপ করা নিষেধাজ্ঞাগুলোতে আসছে শিথিলতা, হচ্ছে প্রত্যাহারও।
২ দিন আগেআফ্রিকার খনিজ-সমৃদ্ধ দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে ঘিরে শুরু হয়েছে ভূরাজনৈতিক নতুন মেরুকরণ। রুয়ান্ডার সঙ্গে ৩০ বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে শান্তি চুক্তির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পেছনে রয়েছে মার্কিন শিল্প ও প্রযুক্তি খাতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ...
৩ দিন আগে১৯১৪ সালের ২৮ জুলাই সকালে ছাদখোলা বিলাসবহুল গাড়িতে করে সস্ত্রীক বসনিয়া প্রবেশ করেন ফার্দিনান্দ। সারায়েভোর সড়কে গাড়ি পৌঁছালে তাঁদের দেখতে সড়কের দুপাশে উপচে পড়ে মানুষের ভিড়। চারদিকে উৎসবমুখর পরিবেশ।
৩ দিন আগে