মারুফ ইসলাম
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের শেয়ার কিনে টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারিতে বিদ্বেষ ও ভুল তথ্য ছড়ানোর দায়ে স্থায়ীভাবে বন্ধ হওয়া তার টুইটার অ্যাকাউন্ট আবার চালু হতে পারে বলে গণমাধ্যমে জোর আলোচনা চলছে।
এই কর্তৃত্ব বদল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সামাজিক মাধ্যমের ভবিষ্যতের জন্য ব্যাপক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ট্রাম্পকে যদি এই প্ল্যাটফর্মে ফেরার সুযোগ দেওয়া হয় এবং মাস্ক টুইটারের নীতিমালা শিথিল করেন, তাহলে এর প্রভাব রাজনীতিতেও ছড়াতে পারে বলে পলিটিকোর এক প্রতিবেদন বলছে।
কারণ, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ১২ দিন বাকি। এমন সময়ে ট্রাম্পের পুনরুজ্জীবিত টুইটার অ্যাকাউন্ট নির্বাচনের মাঠে ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে সাবেক এই প্রেসিডেন্ট আবারও নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ ও প্রতিপক্ষকে ঘায়েল করার এবং মিথ্যা ছড়াতে মোক্ষম মেগাফোন হাতে পাবেন।
ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যে উচ্চ মূল্যস্ফীতি সারা বিশ্বের মতো যুক্তরাষ্ট্রকেও নাড়া দিয়েছে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যবর্তী নির্বাচনের আগে সিনেট ও কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে খোদ হোয়াইট হাউজের ভেতর থেকে উদ্বেগের খবর দিয়েছে রয়টার্স।
এখন মাস্ক কি পদক্ষেপ নেবেন, সেটাই দেখার বিষয়। তবে উদ্বিগ্ন বিজ্ঞাপনদাতাদের কিছুটা স্বস্তি দেওয়ার প্রচেষ্টা হিসেবে বৃহস্পতিবার মাস্ক প্রতিশ্রুতি দিয়েছেন, ‘তিনি টুইটার এমন বিভীষিকাময় প্ল্যাটফর্মে পরিণত হতে দেবেন না, যেখানে যাচ্ছেতাই বলে পার পাওয়া যাবে।’
তবে ‘চিফ টুইট’ হয়েই তিনি প্রথম যে পদক্ষেপ নিয়েছেন তা থেকে উল্টো ইঙ্গিতই মেলে। গণমাধ্যমগুলো বলছে, টুইটারের নিয়ন্ত্রণ হাতে নিয়ে প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল ও আইন শাখার প্রদান বিজয় গাড্ডেসহ চার শীর্ষ কর্মকর্তাকে ছাটাই করেছেন। এরাই কোম্পানির নীতিমালা দেখতেন এবং ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গার পর এই নেতৃত্বই ঘৃণা ছড়ানোর দায়ে ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করে।
এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইলন মাস্কের টুইটার কেনার পর ট্রাম্পের নামে এক বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে বলা হয়, ট্রাম্পের স্থগিত অ্যাকাউন্টটি সোমবারের মধ্যে আবার চালু হবে।
ট্রাম্পকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ‘টুইটার কেনার জন্য ইলন মাস্ককে তার অভিনন্দন। আমাকে বলা হয়েছে, সোমবারের মধ্যে আমার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে।’
কিন্তু বিবৃতিটি আদৌ ট্রাম্পের কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। কারণ ট্রাম্পের বিবৃতিগুলো সাধারণত তাঁর ওয়েবসাইটে প্রকাশিত হয়। সেখানে তার সর্বশেষ বিবৃতি ছিল গত ২৬ অক্টোবর, ওহাইয়োর সমাবেশ।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভুল ছিল গত মে মাসে মন্তব্য করেছিলেন ইলন মাস্ক। টুইটারের মালিক হলে ট্রাম্পের অ্যাকাউন্ট আবার চালুর প্রতিশ্রুতিও দেন তখন। আর মাস্ককে উদ্ধৃত করে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, টুইটারের প্রধান নির্বাহী হিসেবে তাঁর প্রথম পদক্ষেপ হবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা।
এখন মাস্ক তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন কি না, সেটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বিশ্ববাসী। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আগে টুইটারে বেশ জনপ্রিয় ছিলেন ট্রাম্প, তাঁর ৯ কোটি অনুসারী ছিল। সিএনএন বলেছে, অ্যাকাউন্ট ফিরে পেলেও ট্রাম্প স্বয়ংক্রিয়ভাবে সব অনুসারীদের ফিরে পাবেন কিনা তা স্পষ্ট নয়।
যদিও এর আগে টুইটারে ফিরবেন না বলে ট্রাম্প জানিয়েছিলেন। তিনি বরং তার নিজের নতুন সামাজিক যোগাযোগমাধ্যম সক্রিয় থাকতে চেয়েছিলেন। ফক্স নিউজকে তিনি বলেছিলেন, ‘আশা করি, ইলন টুইটার কিনতে পারবেন এবং তিনি টুইটারকে আরও উন্নত করবেন। আমি ট্রুথ ছেড়ে যাব না।’
(তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন, রয়টার্স ও পলিটিকো)
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের শেয়ার কিনে টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারিতে বিদ্বেষ ও ভুল তথ্য ছড়ানোর দায়ে স্থায়ীভাবে বন্ধ হওয়া তার টুইটার অ্যাকাউন্ট আবার চালু হতে পারে বলে গণমাধ্যমে জোর আলোচনা চলছে।
এই কর্তৃত্ব বদল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সামাজিক মাধ্যমের ভবিষ্যতের জন্য ব্যাপক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ট্রাম্পকে যদি এই প্ল্যাটফর্মে ফেরার সুযোগ দেওয়া হয় এবং মাস্ক টুইটারের নীতিমালা শিথিল করেন, তাহলে এর প্রভাব রাজনীতিতেও ছড়াতে পারে বলে পলিটিকোর এক প্রতিবেদন বলছে।
কারণ, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ১২ দিন বাকি। এমন সময়ে ট্রাম্পের পুনরুজ্জীবিত টুইটার অ্যাকাউন্ট নির্বাচনের মাঠে ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে সাবেক এই প্রেসিডেন্ট আবারও নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ ও প্রতিপক্ষকে ঘায়েল করার এবং মিথ্যা ছড়াতে মোক্ষম মেগাফোন হাতে পাবেন।
ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যে উচ্চ মূল্যস্ফীতি সারা বিশ্বের মতো যুক্তরাষ্ট্রকেও নাড়া দিয়েছে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যবর্তী নির্বাচনের আগে সিনেট ও কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে খোদ হোয়াইট হাউজের ভেতর থেকে উদ্বেগের খবর দিয়েছে রয়টার্স।
এখন মাস্ক কি পদক্ষেপ নেবেন, সেটাই দেখার বিষয়। তবে উদ্বিগ্ন বিজ্ঞাপনদাতাদের কিছুটা স্বস্তি দেওয়ার প্রচেষ্টা হিসেবে বৃহস্পতিবার মাস্ক প্রতিশ্রুতি দিয়েছেন, ‘তিনি টুইটার এমন বিভীষিকাময় প্ল্যাটফর্মে পরিণত হতে দেবেন না, যেখানে যাচ্ছেতাই বলে পার পাওয়া যাবে।’
তবে ‘চিফ টুইট’ হয়েই তিনি প্রথম যে পদক্ষেপ নিয়েছেন তা থেকে উল্টো ইঙ্গিতই মেলে। গণমাধ্যমগুলো বলছে, টুইটারের নিয়ন্ত্রণ হাতে নিয়ে প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল ও আইন শাখার প্রদান বিজয় গাড্ডেসহ চার শীর্ষ কর্মকর্তাকে ছাটাই করেছেন। এরাই কোম্পানির নীতিমালা দেখতেন এবং ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গার পর এই নেতৃত্বই ঘৃণা ছড়ানোর দায়ে ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করে।
এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইলন মাস্কের টুইটার কেনার পর ট্রাম্পের নামে এক বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে বলা হয়, ট্রাম্পের স্থগিত অ্যাকাউন্টটি সোমবারের মধ্যে আবার চালু হবে।
ট্রাম্পকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ‘টুইটার কেনার জন্য ইলন মাস্ককে তার অভিনন্দন। আমাকে বলা হয়েছে, সোমবারের মধ্যে আমার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে।’
কিন্তু বিবৃতিটি আদৌ ট্রাম্পের কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। কারণ ট্রাম্পের বিবৃতিগুলো সাধারণত তাঁর ওয়েবসাইটে প্রকাশিত হয়। সেখানে তার সর্বশেষ বিবৃতি ছিল গত ২৬ অক্টোবর, ওহাইয়োর সমাবেশ।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভুল ছিল গত মে মাসে মন্তব্য করেছিলেন ইলন মাস্ক। টুইটারের মালিক হলে ট্রাম্পের অ্যাকাউন্ট আবার চালুর প্রতিশ্রুতিও দেন তখন। আর মাস্ককে উদ্ধৃত করে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, টুইটারের প্রধান নির্বাহী হিসেবে তাঁর প্রথম পদক্ষেপ হবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা।
এখন মাস্ক তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন কি না, সেটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বিশ্ববাসী। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আগে টুইটারে বেশ জনপ্রিয় ছিলেন ট্রাম্প, তাঁর ৯ কোটি অনুসারী ছিল। সিএনএন বলেছে, অ্যাকাউন্ট ফিরে পেলেও ট্রাম্প স্বয়ংক্রিয়ভাবে সব অনুসারীদের ফিরে পাবেন কিনা তা স্পষ্ট নয়।
যদিও এর আগে টুইটারে ফিরবেন না বলে ট্রাম্প জানিয়েছিলেন। তিনি বরং তার নিজের নতুন সামাজিক যোগাযোগমাধ্যম সক্রিয় থাকতে চেয়েছিলেন। ফক্স নিউজকে তিনি বলেছিলেন, ‘আশা করি, ইলন টুইটার কিনতে পারবেন এবং তিনি টুইটারকে আরও উন্নত করবেন। আমি ট্রুথ ছেড়ে যাব না।’
(তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন, রয়টার্স ও পলিটিকো)
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর আবারও উঠে এসেছে সেই পুরোনো প্রশ্ন—এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে কি না। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি সংগঠন। এটি পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই
২ ঘণ্টা আগেভারত চলতি মাসে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্থগিত করেছে। এই চুক্তির অধীনে বাংলাদেশের কোম্পানিগুলো ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে সারা বিশ্বে পণ্য রপ্তানি করতে পারত। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের বিশাল পোশাক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই আশঙ্কাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত
১ দিন আগেআসিয়ানের কয়েকটি সদস্য রাষ্ট্র যখন ক্রমবর্ধমান হারে বয়স্ক জনসংখ্যা এবং সংকুচিত কর্মশক্তির সম্মুখীন, তখন এই সমন্বয় আরও গুরুত্বপূর্ণ। থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভিয়েতনামের মতো দেশগুলোতে এরই মধ্যেই জনমিতিক পরিবর্তন ঘটছে, যা দীর্ঘমেয়াদি দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। বাংলাদেশ বিশাল,
১ দিন আগেএই অবস্থায় বর্তমান তথ্যের ভিত্তিতে, আগামী এক বছরের জন্য মার্কিন মন্দার আশঙ্কা ৬০ শতাংশ পর্যন্ত রাখা যেতে পারে এবং পরবর্তী চার বছরের জন্য এটি আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও কিছুই নিশ্চিত নয়, তবে আমরা যদি ‘ডাঙায় আটকে পড়ি’ অর্থাৎ মন্দার মধ্যে পড়েই যাই, তবে তাতে অবাক হওয়ার কিছু নেই।
২ দিন আগে