আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সম্পর্ক এক শ বছরের পুরোনো। তবে চীনের হাতের নাগালে থাকা দেশটির রাজনীতিবিদেরা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করেন।
গত সোমবারের নির্বাচনে বিপুল ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের ছেলে মার্কোস জুনিয়র। তরুণ বয়স থেকে রাজনীতিসংশ্লিষ্ট মার্কোস জুনিয়র দীর্ঘ ১৫ বছর যুক্তরাষ্ট্রে যাননি। এই সময় চীনের সঙ্গে তাঁর যোগাযোগ বেড়েছে। দেশটির সঙ্গে রয়েছে তাঁর ব্যক্তিগত ব্যবসা।
সম্প্রতি মার্কোস জুনিয়র বলেন, ‘যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকলে আপনি স্বাভাবিকভাবে চীনের শত্রু হবেন। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে আমাদের সমঝোতায় আসার বিকল্প নেই।’
দক্ষিণ চীন সাগর নিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক আদালতে যায় ম্যানিলা। আদালত ম্যানিলার পক্ষে রায় দেন। কিন্তু চীন তা অমান্য করে সেখানে বিভিন্ন ধরনের সামরিক অবকাঠামো নির্মাণ করতে থাকে, যা নিয়ে যুক্তরাষ্ট্র বারবার উদ্বেগ প্রকাশ করেছে।
গতকাল বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘ফিলিপাইন আমাদের পুরোনো বন্ধু।’ অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গত মঙ্গলবার বলেন, ‘ফিলিপাইনের নতুন সরকারের সঙ্গে আমরা সম্পর্ক নবায়নের চেষ্টা করব।’
ফিলিপাইনের নিরাপত্তা বিশ্লেষক রোমেল বনলাওই মনে করেন, মার্কোস জুনিয়র চীনের দিকে ঝুঁকবেন, এটা স্বাভাবিক। তবে তা সীমান্ত ত্যাগের বিনিময়ে নয়। অন্যদিকে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসন তাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাপ দিতে পারে।
ফিলিপাইন নির্বাচন সম্পর্কিত পড়ুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সম্পর্ক এক শ বছরের পুরোনো। তবে চীনের হাতের নাগালে থাকা দেশটির রাজনীতিবিদেরা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করেন।
গত সোমবারের নির্বাচনে বিপুল ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের ছেলে মার্কোস জুনিয়র। তরুণ বয়স থেকে রাজনীতিসংশ্লিষ্ট মার্কোস জুনিয়র দীর্ঘ ১৫ বছর যুক্তরাষ্ট্রে যাননি। এই সময় চীনের সঙ্গে তাঁর যোগাযোগ বেড়েছে। দেশটির সঙ্গে রয়েছে তাঁর ব্যক্তিগত ব্যবসা।
সম্প্রতি মার্কোস জুনিয়র বলেন, ‘যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকলে আপনি স্বাভাবিকভাবে চীনের শত্রু হবেন। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে আমাদের সমঝোতায় আসার বিকল্প নেই।’
দক্ষিণ চীন সাগর নিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক আদালতে যায় ম্যানিলা। আদালত ম্যানিলার পক্ষে রায় দেন। কিন্তু চীন তা অমান্য করে সেখানে বিভিন্ন ধরনের সামরিক অবকাঠামো নির্মাণ করতে থাকে, যা নিয়ে যুক্তরাষ্ট্র বারবার উদ্বেগ প্রকাশ করেছে।
গতকাল বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘ফিলিপাইন আমাদের পুরোনো বন্ধু।’ অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গত মঙ্গলবার বলেন, ‘ফিলিপাইনের নতুন সরকারের সঙ্গে আমরা সম্পর্ক নবায়নের চেষ্টা করব।’
ফিলিপাইনের নিরাপত্তা বিশ্লেষক রোমেল বনলাওই মনে করেন, মার্কোস জুনিয়র চীনের দিকে ঝুঁকবেন, এটা স্বাভাবিক। তবে তা সীমান্ত ত্যাগের বিনিময়ে নয়। অন্যদিকে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসন তাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাপ দিতে পারে।
ফিলিপাইন নির্বাচন সম্পর্কিত পড়ুন:
গত এপ্রিলে ‘লিবারেশন ডে’ ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এশিয়ার অর্থনীতি। দীর্ঘদিনের পুরোনো মার্কিন মিত্র জাপান থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ান জোটের দেশগুলোসহ যেসব দেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর নির্ভরশ
১ ঘণ্টা আগেগত এপ্রিল মাসে ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে। যে ঘোষণা অস্থির করে তোলে বিশ্ব অর্থনীতিকে। তারপর বেশিরভাগ শুল্ক বাস্তবায়ন স্থগিত করতে বাধ্য হন ট্রাম্প।
৫ ঘণ্টা আগেবিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি হিসেবে দ্রুত উত্থান, মার্কিন কৌশলগত নীতির কারণে ভারত মহাসাগর অঞ্চলে ওয়াশিংটনের কাছে দিল্লির একটা আলাদা গুরুত্ব সব সময়ই ছিল। এতে ভারতের আত্মবিশ্বাস ও আঞ্চলিক প্রভাব অনেক বেড়েছে। বিশ্বমঞ্চে ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু প্রবল আত্মবিশ্ব
২০ ঘণ্টা আগে‘বাসুধৈব কুটুম্বকম’—বিশ্ব একটি পরিবার, এই মহৎ বার্তা দিয়েই ভারত নিজ দেশে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বিশ্বের সামনে নিজ দেশের দর্শন তুলে ধরেছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। একটি জাতিকে নির্মূল করার যুদ্ধে মদদ দিয়ে, যুদ্ধাপরাধের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করে, এমনকি শিশুদের ওপর বোমাবর্ষণকারী এক...
২ দিন আগে