Ajker Patrika

রুশ জ্বালানি ছাড়া মন্দায় পড়বে কি ইউরোপ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ মে ২০২২, ১৯: ১১
রুশ জ্বালানি ছাড়া মন্দায় পড়বে কি ইউরোপ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো গ্যাস ও জ্বালানি তেল আমদানি বাবদ রাশিয়াকে এখনো প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার প্রদান করে। একের পর এক নিষেধাজ্ঞায় কাবু না হওয়ায় এখন রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে ব্লকটি। কিন্তু কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, রুশ জ্বালানি না হলে জার্মানিতে মন্দা শুরু হতে পারে।

জার্মানির অর্থনীতি বিশেষজ্ঞ আচিম ট্রুগার দেশটির গণমাধ্যম রাইনচিশসে পোস্টকে বলেন, রুশ গ্যাস আমদানি বন্ধ হলে দীর্ঘ মেয়াদে গভীর সংকটে পড়বে জার্মান অর্থনীতি। ভেঙে পড়বে উৎপাদনব্যবস্থা।

রুশ জ্বালানিতে নিষেধাজ্ঞা দিলে দৈনিক ২২ লাখ ব্যারেল জ্বালানি তেল ঘাটতিতে পড়বে ইইউ। শিগগিরই এ ঘাটতি মেটানোর বিকল্প নেই। কারণ, জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস সাম্প্রতিক এক বিবৃতিতে জানিয়েছে, আপাতত তেল উত্তোলন বাড়ানো সম্ভব নয়।

ওপেকে প্লাসভুক্ত দেশগুলোর মধ্যে রাশিয়ার দৈনিক জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ প্রায় ৭০ কোটি ব্যারেল। আর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে এটার ব্যাহত হলে শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বে জ্বালানিসংকট তৈরি হতে পারে। কারণ, এ শূন্যতা পূরণের তাৎক্ষণিক কোনো সুযোগ নেই।

কিন্তু ইইউর নেতারা বলছেন, তাঁরা রুশ জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছেন। যেকোনো সময় ঘোষণা আসতে পারে। এ অবস্থায় শুধু জার্মানিতে নয় বরং পুরো ইইউতে দীর্ঘ মেয়াদে গভীর অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে মনে করেন আচিম ট্রুগার।

বিশ্লেষণ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত