সম্পাদকীয়
১৯৭৫ সালের জানুয়ারি মাসে একটি সাংস্কৃতিক দলের প্রতিনিধি হয়ে আবদুল আহাদ গেলেন সোভিয়েত ইউনিয়নে। এর আগেই ঢাকায় থাকতে স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়েছিল তাঁর কিডনিতে পাথর হয়েছে। জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম বলেছিলেন, পিজি হাসপাতালে অস্ত্রোপচার করিয়ে দেবেন। কিন্তু আবদুল আহাদ চাইলেন এই অপারেশনটা হোক মস্কোতে। সোভিয়েত-বাংলাদেশ মৈত্রী সমিতির সম্পাদককে বলা হলো ব্যবস্থা নিতে। তাঁরা সেভাবেই স্বাস্থ্য প্রতিবেদন নিয়ে এগোচ্ছিলেন। এ রকম সময়ে সোভিয়েত ইউনিয়ন সফরের ব্যবস্থা হলো। মস্কো, লেনিনগ্রাদ, তবিলিসি, তাসখন্দ, সমরখন্দ ঘুরে দলটি ফিরে গেল বাংলাদেশে। রয়ে গেলেন আবদুল আহাদ, অপারেশন করাবেন বলে।
মস্কোতে তখন বাংলাদেশের রাষ্ট্রদূত শামসুর রাহমান, যিনি জনসন নামেই পরিচিত। তিনি খোঁজ নিয়ে জানলেন, বাংলাদেশ থেকেও যাবতীয় কাগজপত্র তৈরি হয়ে গেছে, এখন রোগীকে ঢাকা থেকে মস্কোয় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। জনসন জানালেন, রোগী মস্কোতেই আছেন। হাসপাতালে যোগাযোগ করা হলে বলা হলো, কয়েক দিন সময় লাগবে ভর্তি হতে। তাতে সমস্যা নেই। স্বয়ং রাষ্ট্রদূত নিয়েছেন আবদুল আহাদের ভার।
হাসপাতালের নাম ভৎকিনস। সামান্য কিছু নিয়মকানুন সেরে চারজনের একটা ওয়ার্ডে দেওয়া হলো আবদুল আহাদকে। স্যুট খুলে পরতে বলা হলো হাসপাতালের পোশাক। কিন্তু কত লোক এই পোশাক ব্যবহার করেছে কে জানে। নিজের সুতির সুন্দর একটা রাত্রিবাস দেখিয়ে আবদুল আহাদ বললেন, এটা পরলে অসুবিধা আছে কি না। অনুমতি পেলেন। বাথরুমে গিয়ে দেখেন টয়লেট পেপার নেই। সেটা নাকি রোগীর নিজেরই নিয়ে আসার কথা। ফোন করে আনানো হলো টয়লেট পেপার।
সেখানে সবচেয়ে কম বয়সী নার্সের নাম আলা। আলা এলেই ঘরটা আনন্দে ভরে যায়। রোগীরা যেন অর্ধেক সুস্থ হয়ে যায়। আলা সবার সঙ্গেই ভালো ব্যবহার করেন। রুশ ভাষা ছাড়া আর কোনো ভাষা আলা জানেন না।
অপারেশনের পর প্রথম চোখ খুলেই আবদুল আহাদ দেখলেন আলার মুখ। মেয়েটা হাসিমুখে স্যুপ হাতে দাঁড়িয়ে আছে। রুশ ভাষায় বলছে, ‘স্যুপটা খেয়ে নাও।’ চামচে করে স্যুপ তুলে খাইয়ে দিল আলা।
সূত্র: আবদুল আহাদ, আসা যাওয়ার পথের ধারে, পৃষ্ঠা ১৯৫-১৯৯
১৯৭৫ সালের জানুয়ারি মাসে একটি সাংস্কৃতিক দলের প্রতিনিধি হয়ে আবদুল আহাদ গেলেন সোভিয়েত ইউনিয়নে। এর আগেই ঢাকায় থাকতে স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়েছিল তাঁর কিডনিতে পাথর হয়েছে। জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম বলেছিলেন, পিজি হাসপাতালে অস্ত্রোপচার করিয়ে দেবেন। কিন্তু আবদুল আহাদ চাইলেন এই অপারেশনটা হোক মস্কোতে। সোভিয়েত-বাংলাদেশ মৈত্রী সমিতির সম্পাদককে বলা হলো ব্যবস্থা নিতে। তাঁরা সেভাবেই স্বাস্থ্য প্রতিবেদন নিয়ে এগোচ্ছিলেন। এ রকম সময়ে সোভিয়েত ইউনিয়ন সফরের ব্যবস্থা হলো। মস্কো, লেনিনগ্রাদ, তবিলিসি, তাসখন্দ, সমরখন্দ ঘুরে দলটি ফিরে গেল বাংলাদেশে। রয়ে গেলেন আবদুল আহাদ, অপারেশন করাবেন বলে।
মস্কোতে তখন বাংলাদেশের রাষ্ট্রদূত শামসুর রাহমান, যিনি জনসন নামেই পরিচিত। তিনি খোঁজ নিয়ে জানলেন, বাংলাদেশ থেকেও যাবতীয় কাগজপত্র তৈরি হয়ে গেছে, এখন রোগীকে ঢাকা থেকে মস্কোয় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। জনসন জানালেন, রোগী মস্কোতেই আছেন। হাসপাতালে যোগাযোগ করা হলে বলা হলো, কয়েক দিন সময় লাগবে ভর্তি হতে। তাতে সমস্যা নেই। স্বয়ং রাষ্ট্রদূত নিয়েছেন আবদুল আহাদের ভার।
হাসপাতালের নাম ভৎকিনস। সামান্য কিছু নিয়মকানুন সেরে চারজনের একটা ওয়ার্ডে দেওয়া হলো আবদুল আহাদকে। স্যুট খুলে পরতে বলা হলো হাসপাতালের পোশাক। কিন্তু কত লোক এই পোশাক ব্যবহার করেছে কে জানে। নিজের সুতির সুন্দর একটা রাত্রিবাস দেখিয়ে আবদুল আহাদ বললেন, এটা পরলে অসুবিধা আছে কি না। অনুমতি পেলেন। বাথরুমে গিয়ে দেখেন টয়লেট পেপার নেই। সেটা নাকি রোগীর নিজেরই নিয়ে আসার কথা। ফোন করে আনানো হলো টয়লেট পেপার।
সেখানে সবচেয়ে কম বয়সী নার্সের নাম আলা। আলা এলেই ঘরটা আনন্দে ভরে যায়। রোগীরা যেন অর্ধেক সুস্থ হয়ে যায়। আলা সবার সঙ্গেই ভালো ব্যবহার করেন। রুশ ভাষা ছাড়া আর কোনো ভাষা আলা জানেন না।
অপারেশনের পর প্রথম চোখ খুলেই আবদুল আহাদ দেখলেন আলার মুখ। মেয়েটা হাসিমুখে স্যুপ হাতে দাঁড়িয়ে আছে। রুশ ভাষায় বলছে, ‘স্যুপটা খেয়ে নাও।’ চামচে করে স্যুপ তুলে খাইয়ে দিল আলা।
সূত্র: আবদুল আহাদ, আসা যাওয়ার পথের ধারে, পৃষ্ঠা ১৯৫-১৯৯
আর এক বছর পর ৪০-এর কোঠায় পৌঁছাবে বয়স। হঠাৎ পদোন্নতি হলো পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা ক্যারেন উডসের। এখন থেকে ই-মেইল লিখতে হবে তাঁকে। কিন্তু তিনি তো নিরক্ষর। কীভাবে পড়তে-লিখতে হয় জানেন না। প্রথমে বেশ লজ্জায় পড়ে যান। সবাই জেনে ফেললে কী ভাববে! তবে, সেই লজ্জা-ভয় তাঁকে আটকে রাখেনি। বরং নতুন পথ...
১ দিন আগেতখন দিল্লির সুলতান ফিরোজ শাহ আর বাংলার সুবেদার ফখরুদ্দিন মোবারক শাহ। সেই সময় হজরত শাহজালাল (রহ.) ও অন্যান্য আউলিয়ার সঙ্গে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১৩৫১ সালে এ দেশে আসেন হজরত রাস্তি শাহ (র.)। তিনি ছিলেন বড়পীর আবদুল কাদের জিলানির আত্মীয়। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ধর্ম প্রচার করতে এসে রাস্তি...
৫ দিন আগেগাইবান্ধা জেলার মীরের বাগান একসময় ছিল বন-জঙ্গলে ভরা। ১৯০০ সালে সৈয়দ ওয়াজেদ আলী নামের এক দরবেশ এদিকটায় এসে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে খুঁজে পান একটি মসজিদ ও তিন আউলিয়ার মাজার। মসজিদটির দেয়ালে খোদাই করা লিপি থেকে জানা যায়, এটি হাজার বছর আগে ১০১১ সালে নির্মিত।
৬ দিন আগেআমি মনে করি, পৃথিবীতে ‘সব প্রতিষ্ঠানের বড় প্রতিষ্ঠান হচ্ছে লিঙ্গায়ন’। এটা নীরবেই অনেক আগেই বিশ্বায়িত...। অনেক আগে হাজার হাজার বছর আগে...বিশ্ব নিয়ে লোকে তখনো ভাবতেই শেখেনি। লিঙ্গ থেকে যা আলাদা হচ্ছে একমাত্র অভিজ্ঞতালব্ধ পার্থক্য, যা প্রত্যেকেই আঁচ করতে পারে আর তাই আপনারা জানতে পারবেন...
৯ দিন আগে