অনলাইন ডেস্ক
কানাডার অন্টারিও প্রদেশের কিংস্টোন শহরে বৈরী আবহাওয়ার মাঝেই ঈদ উল্ ফিতর উদ্যাপন করেছেন কুইনস ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী ও কমিউনিটির সদস্যরা। প্রচণ্ড বৈরী আবহাওয়ার কারণে তারা ইন-ডোর অনুষ্ঠানের আয়োজন করেন।
ঈদের রাতে এই মিলনমেলায় পরিবারের সকল সদস্য মিলিত হন ও সৌহার্দ্য বিনিময় করেন। দেশীয় সংস্কৃতি ও ভাব বিনিময়ে শিশু, কিশোর, যুব-প্রবীণদের কলরবে এই অনুষ্ঠানটি যেন একটি ‘মিনি বাংলাদেশ’ হয়ে ওঠে। দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে আনন্দ অনুষ্ঠান শেষ হয়।
গত ৩০ মার্চ সেখানকার আবহাওয়া সম্পর্কে প্রবাসীরা জানান, কলোরাডো সৃষ্ট নিম্নচাপ প্রবাহিত হওয়ার কারণে, দক্ষিণ-পূর্ব অন্টারিওব্যাপী তুষারপাত, ফ্রিজিং রেইন ও পাশাপাশি ২৫ মিলিমিটার পর্যন্ত ভূপৃষ্ঠে বরফের স্তর জমতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছিল। ফলে, এ অঞ্চলে সারা রাতব্যাপী ফ্রিজিং রেইনের প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগ বরফাচ্ছাদিত ছিল।
এ কারণে রাত থেকেই কিংস্টোন শহরে যানচলাচল ব্যাহত ও সীমিত হয়ে পড়ে। পথ সঞ্চালন হয়ে উঠে পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ। শহরে বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ছিল বিচ্ছিন্ন। রাস্তায় কোথাও কোথাও যান চলাচল ছিল সীমিত।
সেখানে অবস্থানরত শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যরা আরও জানান, ইসলামিক সেন্টার ও ইউনিভার্সিটির জিম সেন্টারে একাধিক ঈদের জামাতের সুবিধা থাকায়, বিলম্বিত জামাতে মুসল্লিদের সমাগম ছিল অপেক্ষাকৃত বেশি। ইসলামিক সেন্টারে তিনটি জামাত অনুষ্ঠিত হয়, মূল খতিব ছিলেন মো. আবু বকর। ইউনিভার্সিটি জিম সেন্টারে জামাতের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েট চ্যাপলিন ও ইমাম মো. আবদুল্লাহ এল-আসমার। উভয় ক্ষেত্রে শতাধিক বাংলাদেশি সদস্য অংশগ্রহণ করেন এবং কমিউনিটিভিত্তিক চ্যারিটিতে যোগ দেন।
তারা আরও বলেন, ওই দিন রোববার সাপ্তাহিক ছুটি থাকায় বাংলাদেশি কমিউনিটি সদস্যবৃন্দ নিজ নিজ নিবাসে স্বল্প পরিসরে ঈদ মিলন সভা ও মিষ্টান্ন পরিবেশন করেন। তবে, সন্ধ্যার দিকে বাংলাদেশি কমিউনিটিভিত্তিক মিলনমেলার আয়োজন করা হয় এমহারস্তভিউ কমিউনিটি সেন্টারে।
কানাডার অন্টারিও প্রদেশের কিংস্টোন শহরে বৈরী আবহাওয়ার মাঝেই ঈদ উল্ ফিতর উদ্যাপন করেছেন কুইনস ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী ও কমিউনিটির সদস্যরা। প্রচণ্ড বৈরী আবহাওয়ার কারণে তারা ইন-ডোর অনুষ্ঠানের আয়োজন করেন।
ঈদের রাতে এই মিলনমেলায় পরিবারের সকল সদস্য মিলিত হন ও সৌহার্দ্য বিনিময় করেন। দেশীয় সংস্কৃতি ও ভাব বিনিময়ে শিশু, কিশোর, যুব-প্রবীণদের কলরবে এই অনুষ্ঠানটি যেন একটি ‘মিনি বাংলাদেশ’ হয়ে ওঠে। দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে আনন্দ অনুষ্ঠান শেষ হয়।
গত ৩০ মার্চ সেখানকার আবহাওয়া সম্পর্কে প্রবাসীরা জানান, কলোরাডো সৃষ্ট নিম্নচাপ প্রবাহিত হওয়ার কারণে, দক্ষিণ-পূর্ব অন্টারিওব্যাপী তুষারপাত, ফ্রিজিং রেইন ও পাশাপাশি ২৫ মিলিমিটার পর্যন্ত ভূপৃষ্ঠে বরফের স্তর জমতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছিল। ফলে, এ অঞ্চলে সারা রাতব্যাপী ফ্রিজিং রেইনের প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগ বরফাচ্ছাদিত ছিল।
এ কারণে রাত থেকেই কিংস্টোন শহরে যানচলাচল ব্যাহত ও সীমিত হয়ে পড়ে। পথ সঞ্চালন হয়ে উঠে পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ। শহরে বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ছিল বিচ্ছিন্ন। রাস্তায় কোথাও কোথাও যান চলাচল ছিল সীমিত।
সেখানে অবস্থানরত শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যরা আরও জানান, ইসলামিক সেন্টার ও ইউনিভার্সিটির জিম সেন্টারে একাধিক ঈদের জামাতের সুবিধা থাকায়, বিলম্বিত জামাতে মুসল্লিদের সমাগম ছিল অপেক্ষাকৃত বেশি। ইসলামিক সেন্টারে তিনটি জামাত অনুষ্ঠিত হয়, মূল খতিব ছিলেন মো. আবু বকর। ইউনিভার্সিটি জিম সেন্টারে জামাতের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েট চ্যাপলিন ও ইমাম মো. আবদুল্লাহ এল-আসমার। উভয় ক্ষেত্রে শতাধিক বাংলাদেশি সদস্য অংশগ্রহণ করেন এবং কমিউনিটিভিত্তিক চ্যারিটিতে যোগ দেন।
তারা আরও বলেন, ওই দিন রোববার সাপ্তাহিক ছুটি থাকায় বাংলাদেশি কমিউনিটি সদস্যবৃন্দ নিজ নিজ নিবাসে স্বল্প পরিসরে ঈদ মিলন সভা ও মিষ্টান্ন পরিবেশন করেন। তবে, সন্ধ্যার দিকে বাংলাদেশি কমিউনিটিভিত্তিক মিলনমেলার আয়োজন করা হয় এমহারস্তভিউ কমিউনিটি সেন্টারে।
তখন দিল্লির সুলতান ফিরোজ শাহ আর বাংলার সুবেদার ফখরুদ্দিন মোবারক শাহ। সেই সময় হজরত শাহজালাল (রহ.) ও অন্যান্য আউলিয়ার সঙ্গে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১৩৫১ সালে এ দেশে আসেন হজরত রাস্তি শাহ (র.)। তিনি ছিলেন বড়পীর আবদুল কাদের জিলানির আত্মীয়। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ধর্ম প্রচার করতে এসে রাস্তি...
৩ দিন আগেগাইবান্ধা জেলার মীরের বাগান একসময় ছিল বন-জঙ্গলে ভরা। ১৯০০ সালে সৈয়দ ওয়াজেদ আলী নামের এক দরবেশ এদিকটায় এসে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে খুঁজে পান একটি মসজিদ ও তিন আউলিয়ার মাজার। মসজিদটির দেয়ালে খোদাই করা লিপি থেকে জানা যায়, এটি হাজার বছর আগে ১০১১ সালে নির্মিত।
৪ দিন আগেআমি মনে করি, পৃথিবীতে ‘সব প্রতিষ্ঠানের বড় প্রতিষ্ঠান হচ্ছে লিঙ্গায়ন’। এটা নীরবেই অনেক আগেই বিশ্বায়িত...। অনেক আগে হাজার হাজার বছর আগে...বিশ্ব নিয়ে লোকে তখনো ভাবতেই শেখেনি। লিঙ্গ থেকে যা আলাদা হচ্ছে একমাত্র অভিজ্ঞতালব্ধ পার্থক্য, যা প্রত্যেকেই আঁচ করতে পারে আর তাই আপনারা জানতে পারবেন...
৭ দিন আগেজনশ্রুতি আছে, পঞ্চানন চৌধুরী নামের এক ব্যক্তি একসময় খুবই দরিদ্র ছিলেন। কিন্তু দিনাজপুর অঞ্চলে তামাক উৎপাদন করে প্রচুর ধনসম্পত্তির মালিক বনে যান। এরপর মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে একটি প্রাসাদসম বাড়ি নির্মাণ করেন এবং নিজেকে তেওতার প্রথম জমিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন। ধারণা করা হয়, প্রায় ৩০
৯ দিন আগে