সম্পাদকীয়
আনা ফ্রাঙ্ক বিশ্ববাসীর কাছে বিখ্যাত তাঁর লেখা ডায়েরির জন্য। পুরো নাম আনেলিস মারি আনা ফ্রাঙ্ক। তাঁর জন্ম ১৯২৯ সালের ১২ জুন জার্মানির ফ্রাঙ্কফুর্টের আম মাইন শহরে এক ইহুদি পরিবারে। হিটলারের ইহুদিবিদ্বেষের কারণে আনার পরিবার জার্মানি ছেড়ে নেদারল্যান্ডসের আমস্টারডামে চলে যেতে বাধ্য হয়। সেখানেও তাঁর পরিবার স্বস্তিতে জীবন কাটাতে পারেনি।
১৯৩৩ সালে নাৎসিরা জার্মানির এবং ১৯৪০ সালে জার্মানের দখলকৃত নেদারল্যান্ডসে ক্ষমতায় আসে। ১৯৪২ সালের দিকে ইহুদি জনগণের ওপর নিধন বাড়তে থাকায় আনার পরিবারের সদস্যরা বাড়ির একটা কক্ষে লুকিয়ে অবস্থান করতে থাকেন। সেই সময়ই ডায়েরি লিখতে শুরু করে ১২-১৩ বছরের কিশোরী আনা ফ্রাঙ্ক। এক ইহুদি কিশোরী ও তাঁর পরিবারের আত্মগোপনের দুই বছর গৃহবন্দী হওয়ার ঘটনাই উঠে এসেছে সেই ডায়েরিতে। ডায়েরিতে আরও আছে হিটলারের পৃথিবীতে ইহুদিদের সেই করুণ পরিণতির বর্ণনা।
দুই বছর পর ১৯৪৪ সালের ৪ আগস্ট সকালে তাঁরা জার্মান নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন। আনা ফ্রাঙ্ক ও তাঁর বোন মার্গোট ফ্রাঙ্ককে বার্গেন-বেলজান কনসেনট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ১৯৪৫ সালে খেতে না পাওয়ার কারণে দুই বোনই মৃত্যুবরণ করেন।
আনা ফ্রাঙ্কের বাবা ছাড়া আর কেউই বেঁচে ছিলেন না। পরে তাঁর বাবা ডায়েরিটি পেয়ে যান। তিনি ডায়েরিটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। আনা মারা গেলেও তাঁর ডায়েরি পরিণত হয় এক অমূল্য ইতিহাসে। ১৯৪৭ সালে প্রথমবারের মতো ডাচ ভাষায় এটি ‘রেয়ার অ্যানেক্স’ নামে প্রকাশিত হয়। পরে বইটি ‘দ্য ডায়েরি অব আ ইয়াং গার্ল’ নামে প্রকাশিত হয়। এ পর্যন্ত ৭০টির বেশি ভাষায় অনূদিত হয়ে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে ‘আনা ফ্রাঙ্কের ডায়েরি’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তাঁর লেখা সেই ডায়েরি এখনো পড়ে শিউরে ওঠে পাঠক।
আনা ফ্রাঙ্ক বিশ্ববাসীর কাছে বিখ্যাত তাঁর লেখা ডায়েরির জন্য। পুরো নাম আনেলিস মারি আনা ফ্রাঙ্ক। তাঁর জন্ম ১৯২৯ সালের ১২ জুন জার্মানির ফ্রাঙ্কফুর্টের আম মাইন শহরে এক ইহুদি পরিবারে। হিটলারের ইহুদিবিদ্বেষের কারণে আনার পরিবার জার্মানি ছেড়ে নেদারল্যান্ডসের আমস্টারডামে চলে যেতে বাধ্য হয়। সেখানেও তাঁর পরিবার স্বস্তিতে জীবন কাটাতে পারেনি।
১৯৩৩ সালে নাৎসিরা জার্মানির এবং ১৯৪০ সালে জার্মানের দখলকৃত নেদারল্যান্ডসে ক্ষমতায় আসে। ১৯৪২ সালের দিকে ইহুদি জনগণের ওপর নিধন বাড়তে থাকায় আনার পরিবারের সদস্যরা বাড়ির একটা কক্ষে লুকিয়ে অবস্থান করতে থাকেন। সেই সময়ই ডায়েরি লিখতে শুরু করে ১২-১৩ বছরের কিশোরী আনা ফ্রাঙ্ক। এক ইহুদি কিশোরী ও তাঁর পরিবারের আত্মগোপনের দুই বছর গৃহবন্দী হওয়ার ঘটনাই উঠে এসেছে সেই ডায়েরিতে। ডায়েরিতে আরও আছে হিটলারের পৃথিবীতে ইহুদিদের সেই করুণ পরিণতির বর্ণনা।
দুই বছর পর ১৯৪৪ সালের ৪ আগস্ট সকালে তাঁরা জার্মান নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন। আনা ফ্রাঙ্ক ও তাঁর বোন মার্গোট ফ্রাঙ্ককে বার্গেন-বেলজান কনসেনট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ১৯৪৫ সালে খেতে না পাওয়ার কারণে দুই বোনই মৃত্যুবরণ করেন।
আনা ফ্রাঙ্কের বাবা ছাড়া আর কেউই বেঁচে ছিলেন না। পরে তাঁর বাবা ডায়েরিটি পেয়ে যান। তিনি ডায়েরিটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। আনা মারা গেলেও তাঁর ডায়েরি পরিণত হয় এক অমূল্য ইতিহাসে। ১৯৪৭ সালে প্রথমবারের মতো ডাচ ভাষায় এটি ‘রেয়ার অ্যানেক্স’ নামে প্রকাশিত হয়। পরে বইটি ‘দ্য ডায়েরি অব আ ইয়াং গার্ল’ নামে প্রকাশিত হয়। এ পর্যন্ত ৭০টির বেশি ভাষায় অনূদিত হয়ে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে ‘আনা ফ্রাঙ্কের ডায়েরি’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তাঁর লেখা সেই ডায়েরি এখনো পড়ে শিউরে ওঠে পাঠক।
বাংলার সুবেদার মীর জুমলা তাঁর আসাম অভিযানের সময় ঢাকা ও নারায়ণগঞ্জের (তৎকালীন খিজিরপুর) সংযোগকারী সড়কের পাগলা এলাকায় শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা নদীর সংযোগস্থলে নির্মাণ করেন পাগলা সেতু।
২ দিন আগেগান করে থাকি সেটা তো অন্যায় হতে পারে না! তো সেই দিক থেকে আমি অন্তত ক্ষমা চাইতে পারি। কারণ এটা আমি পেশা করেছি। এটা আলটিমেটলি পেশা করতে বাধ্য হয়েছি। আমি কিন্তু গান শিখিনি নাম করার জন্য, যে আমার কবে সুখ্যাতি কে করবে, আমি কবে জনপ্রিয় হব তার জন্য গান শিখিনি। আমার বাবা-মা কোনো দিন আমাকে নিয়ে ঘুরে ঘুরে...
৩ দিন আগেমুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকারের ভূমিকা অনস্বীকার্য। এই অস্থায়ী সরকার গঠিত হয় একাত্তরের ১০ এপ্রিল। পূর্বঘোষণা অনুযায়ী কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথতলার এক আমবাগানে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় ১৭ এপ্রিল।
৪ দিন আগেকাশ্মীর প্রিন্সেস—৭০ বছর আগে এক ট্র্যাজেডির সঙ্গে জড়িয়ে আছে এয়ার ইন্ডিয়ার এই উড়োজাহাজ। ১৯৫৫ সালের ১০ এপ্রিল মুম্বাই থেকে যাত্রীদের নিয়ে হংকংয়ের কাই তাক বিমানবন্দরে পৌঁছায় উড়োজাহাজটি। পরদিন, চীনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার কথা ছিল সেটির।
৮ দিন আগে