কীভাবে ও কোন উপকরণে সাজালে ঘর সুন্দর হবে, সেই গল্প বলেন জিনিয়া আলম পূর্ণতা। মাধ্যম ভিডিও। পড়াশোনা করেন মুজিবুর রহমান মহিলা কলেজে। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ফেসবুক মনিটাইজেশন কোর্স করান তিনি। সব মিলিয়ে ঘরে বসে প্রতি মাসে আয় প্রায় দেড় লাখ টাকা। তাঁর গল্প লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।
মুহাম্মদ শফিকুর রহমান
যেভাবে শুরু
পূর্ণতার মা ঘর সাজাতে ভালোবাসতেন। তাঁর কাছে শিখেছেন এই বিশেষ বিদ্যা। স্বামী বিভিন্ন জিনিস কিনে দেন। সঙ্গে মাও ঘর সাজানোর জিনিসপত্র উপহার দিতেন। এসব দিয়ে ঘর সাজিয়ে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে ব্যাপক সাড়া পড়ে যায়। পরে বিভিন্ন পেজ থেকে তাঁর কাছে ভিডিও বানানোর অনুরোধ আসতে থাকে। মাত্র তিন বছরের মাথায় হয়েছেন দেশসেরা হোম ডেকোর কনটেন্ট ক্রিয়েটর।
সবকিছু চলে সমানতালে
পূর্ণতা একজন গৃহিণী। ঘর-সংসার, পড়াশোনা সামলে অন্য কাজ করেন। গ্রামের বাড়ি বগুড়ায়। স্বামী ও পুত্রসন্তান নিয়ে তাঁর সুখের সংসার।
পড়াশোনা ও সংসার সামলানোর পাশাপাশি চলে তাঁর কনটেন্ট তৈরির কাজ। শখের বশে শুরু হলেও এখন এটি পূর্ণতার পেশা। পূর্ণতা বলেন, জীবনে পড়াশোনা বাধ্যতামূলক। পাশাপাশি নিজের পছন্দ ও শখকে প্রাধান্য দিতে চান তিনি। ঘর সাজানো তাঁকে মানসিক শান্তি দেয় বলে মনে করেন পূর্ণতা।
লাইক ও ফলোয়ার
ছোটখাটো জিনিস দিয়ে ঘরের প্রতিটি কোণ সাজালে একঘেয়েমি আসে না, তিনি এ কথা বলেন ভিডিওতে। পূর্ণতার একটি ফেসবুক পেজ আছে। নাম পূর্ণতা’স ডায়েরি। এখন এর ফলোয়ার ১ লাখ ৫০ হাজারের বেশি। তাঁর জনপ্রিয় তিনটি কনটেন্ট হলো—চা-কফি কর্নার, ঘর সাজানো ও রান্নাঘর ডেকোরেশন। এগুলোর ভিউ ১ থেকে ৬ লাখ। একই নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলে পণ্যের রিভিউ করে তিনি অর্থ উপার্জন করেন।
হোম ডেকোর কনটেন্ট ক্রিয়েটর হতে চাইলে
যাঁরা ঘর সাজানোর ভিডিও করতে আগ্রহী, তাঁদের জন্য পূর্ণতার পরামর্শ—
ফেসবুক মনিটাইজেশন
পূর্ণতা স্বামীর কাছে শিখেছিলেন ফেসবুক মনিটাইজেশনের খুঁটিনাটি। তিনি লক্ষ করেন, অনেকে ভালো কাজ করলেও ফেসবুক পেজ চালাতে পারেন না ভালোভাবে। ফলে পেজের রিচ কম থাকে। এ জায়গায় কাজ করার ইচ্ছা থেকে তিনি ফেসবুক মনিটাইজেশন শেখানো শুরু করেন। পাশাপাশি কনটেন্ট তৈরি ও ভিডিও সম্পাদনা শেখান। পূর্ণতা এ পর্যন্ত ৫৩টি ব্যাচে প্রায় সাড়ে ৩ হাজার প্রশিক্ষণার্থীকে কোর্স করিয়েছেন।
পূর্ণতা শুধু হোম ডেকোর কনটেন্ট ক্রিয়েটর নন, তিনি ঘরের জন্য ছোটখাটো জিনিস তৈরি করতে পারেন। ভালো ছবিও আঁকেন। ভালো কনটেন্ট তৈরিতে এসব তাঁকে সহায়তা করে।
নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে চান পূর্ণতা। নারীরা যেন আরও বেশি অর্থ উপার্জনের পথে আসতে পারেন, সে বিষয়ে কাজ করতে চান তিনি।
যেভাবে শুরু
পূর্ণতার মা ঘর সাজাতে ভালোবাসতেন। তাঁর কাছে শিখেছেন এই বিশেষ বিদ্যা। স্বামী বিভিন্ন জিনিস কিনে দেন। সঙ্গে মাও ঘর সাজানোর জিনিসপত্র উপহার দিতেন। এসব দিয়ে ঘর সাজিয়ে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে ব্যাপক সাড়া পড়ে যায়। পরে বিভিন্ন পেজ থেকে তাঁর কাছে ভিডিও বানানোর অনুরোধ আসতে থাকে। মাত্র তিন বছরের মাথায় হয়েছেন দেশসেরা হোম ডেকোর কনটেন্ট ক্রিয়েটর।
সবকিছু চলে সমানতালে
পূর্ণতা একজন গৃহিণী। ঘর-সংসার, পড়াশোনা সামলে অন্য কাজ করেন। গ্রামের বাড়ি বগুড়ায়। স্বামী ও পুত্রসন্তান নিয়ে তাঁর সুখের সংসার।
পড়াশোনা ও সংসার সামলানোর পাশাপাশি চলে তাঁর কনটেন্ট তৈরির কাজ। শখের বশে শুরু হলেও এখন এটি পূর্ণতার পেশা। পূর্ণতা বলেন, জীবনে পড়াশোনা বাধ্যতামূলক। পাশাপাশি নিজের পছন্দ ও শখকে প্রাধান্য দিতে চান তিনি। ঘর সাজানো তাঁকে মানসিক শান্তি দেয় বলে মনে করেন পূর্ণতা।
লাইক ও ফলোয়ার
ছোটখাটো জিনিস দিয়ে ঘরের প্রতিটি কোণ সাজালে একঘেয়েমি আসে না, তিনি এ কথা বলেন ভিডিওতে। পূর্ণতার একটি ফেসবুক পেজ আছে। নাম পূর্ণতা’স ডায়েরি। এখন এর ফলোয়ার ১ লাখ ৫০ হাজারের বেশি। তাঁর জনপ্রিয় তিনটি কনটেন্ট হলো—চা-কফি কর্নার, ঘর সাজানো ও রান্নাঘর ডেকোরেশন। এগুলোর ভিউ ১ থেকে ৬ লাখ। একই নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলে পণ্যের রিভিউ করে তিনি অর্থ উপার্জন করেন।
হোম ডেকোর কনটেন্ট ক্রিয়েটর হতে চাইলে
যাঁরা ঘর সাজানোর ভিডিও করতে আগ্রহী, তাঁদের জন্য পূর্ণতার পরামর্শ—
ফেসবুক মনিটাইজেশন
পূর্ণতা স্বামীর কাছে শিখেছিলেন ফেসবুক মনিটাইজেশনের খুঁটিনাটি। তিনি লক্ষ করেন, অনেকে ভালো কাজ করলেও ফেসবুক পেজ চালাতে পারেন না ভালোভাবে। ফলে পেজের রিচ কম থাকে। এ জায়গায় কাজ করার ইচ্ছা থেকে তিনি ফেসবুক মনিটাইজেশন শেখানো শুরু করেন। পাশাপাশি কনটেন্ট তৈরি ও ভিডিও সম্পাদনা শেখান। পূর্ণতা এ পর্যন্ত ৫৩টি ব্যাচে প্রায় সাড়ে ৩ হাজার প্রশিক্ষণার্থীকে কোর্স করিয়েছেন।
পূর্ণতা শুধু হোম ডেকোর কনটেন্ট ক্রিয়েটর নন, তিনি ঘরের জন্য ছোটখাটো জিনিস তৈরি করতে পারেন। ভালো ছবিও আঁকেন। ভালো কনটেন্ট তৈরিতে এসব তাঁকে সহায়তা করে।
নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে চান পূর্ণতা। নারীরা যেন আরও বেশি অর্থ উপার্জনের পথে আসতে পারেন, সে বিষয়ে কাজ করতে চান তিনি।
নারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
১৯ ঘণ্টা আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
১ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
১ দিন আগেতিন মিটার গভীর একটি কংক্রিটের ট্যাংকে আছে পানি। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সেই পানি সংগ্রহ করছে নারীরা। কাঠফাটা রোদে গাধার পিঠে রশিতে বাঁধা জেরিক্যান। একটি কঙ্কালসার একাশিয়াগাছের ছায়ায় কয়েকজন নারী বসে অপেক্ষা করছেন তাঁদের পালার জন্য। আশপাশে কোনো পুরুষ নেই। খুব সাবধানে সেখানে পানি তোলেন নারীরা।
১ দিন আগে