Ajker Patrika

এক মাসে ২৩৩ জন নারী নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২৩, ১১: ০৭
Thumbnail image

গত এপ্রিল মাসে মোট ২৩৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ রিপোর্ট প্রকাশ করা হয়।

ধর্ষণের শিকার হয়েছেন ৪২ কন্যাসহ ৬০ জন। তাঁদের মধ্যে ৩ কন্যাসহ ৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ৩ কন্যাসহ ৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন ১ জন। এ ছাড়া ৯ কন্যাসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৪ কন্যাসহ ৮ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৯ কন্যাসহ ১০ জন। তাঁদের মধ্যে উত্ত্যক্তকরণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ১ জন। অ্যাসিডদগ্ধের শিকার হয়েছেন ১ জন। অগ্নিদগ্ধের কারণে ২ জনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ২ কন্যাসহ ৯ জন। তাঁদের মধ্যে যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন ১ কন্যাসহ ৫ জন।

শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৬ কন্যাসহ ১৭ জন। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন। ৫ কন্যাসহ ১৯ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে গত মাসে। তাঁদের মধ্যে ১ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। ১৪ কন্যাসহ ১৬ জন অপহরণের ঘটনার শিকার হয়েছেন। ধর্মীয় ফতোয়ার শিকার হয়েছেন ১ জন। গত মাসে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৪টি। এর মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ১টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত