আনিসুল হক জুয়েল, দিনাজপুর
দুই সন্তানের মা রশিদা আক্তার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। কিন্তু বড় ছেলে দেখে ফেলায় সে যাত্রা বেঁচে যান তিনি। এটি রশিদার জীবনের গল্পের একেবারে শেষের অংশ। এর আগের যে গল্প তা শুনতে শুনতে অশ্রুসজল হয়ে ওঠেন মিলনায়তনভর্তি মানুষ। অশ্রুভরা চোখে বাষ্পরুদ্ধ কণ্ঠে রশিদা যখন নিজের জীবনে ঘটে যাওয়া গল্প শোনাচ্ছিলেন, তখন বিবর্ণ হেমন্ত কিছুটা ধূসর রং ছড়িয়ে দিয়েছে দিগন্তে।
দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের দিনমজুর পিতার সন্তান রশিদা আক্তার। নিজেদের ভিটে না থাকায় সরকারি খাস জমিতে একটি কুঁড়েঘরে কোনোমতে দিনযাপন করতেন পুরো পরিবার। বাবার আর্থিক সামর্থ্য না থাকায় লেখাপড়া হয়নি তাঁর। লুকিয়ে বাড়ির পাশের ব্র্যাক স্কুলে ক্লাস করতে গিয়ে ধরা পড়ে বন্ধ হয়ে যায় পড়াশোনা। বয়স যখন বারো। কিছু রোজগারের আশায় মা তাঁকে ঢাকায় রেখে আসেন অন্যের বাড়িতে কাজ করার জন্য। দু্ছ ইরের মাথায় বাড়ি ফিরে আসেন রশিদা। নিজ বাড়িতে ফিরতে পেরে খুশি হলেও, তিনি জানতেই পারেননি কী বিপদ তাঁর জন্য অপেক্ষা করছে সেখানে! বাড়িতে এনেই তাঁর বিয়ে দিয়ে দেওয়া হয়।
রশিদা জানান, সব কাজ জানার পরও শুধু তরকারি রান্না করতে না পারায় শাশুড়ি তাঁকে তরকারি ছাড়া শুধু ভাত খেতে দিতেন। প্রচণ্ড পরিশ্রমের পর লবণ আর তেল দিয়েই দুপুরের খাবার খেতে হতো তাঁকে। বিয়ের দুই বছরের মাথায় গর্ভবতী হয়ে পড়লে নির্যাতনের মাত্রা যেন আরও বেড়ে যায়। সে সময় রশিদাকে আধপেটা থেকে বড় বড় হাঁড়িতে গরুর খাবার রান্না করতে হতো। করতে হতো বাড়ির সব কাজ। এ অবস্থাতেই পানির ডেকচি নিয়ে বারান্দায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলেও মেলেনি কোনো চিকিৎসা। সঙ্গে স্বামীর শারীরিক নির্যাতনও সহ্য করতে হতো মুখ বুজে।
২২ নভেম্বর, মঙ্গলবার দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর মিলনায়তনে রশিদার মতো প্রায় অর্ধশত কিশোরী মা তাঁদের জীবনের ঘটনাবলি তুলে ধরতে একত্র হয়েছিলেন। সে অনুষ্ঠানের নাম ছিল ‘স্টোরি টেলিং অ্যান্ড ফটো ন্যারেটিভ সেশন’। জীবনের গল্প বলা ও জীবন ছবির বর্ণনার সে অনুষ্ঠানে বিবাহিত কিশোরীদের গল্প শুনেছেন তাঁদের স্বামী, শ্বশুর-শাশুড়ি, শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর আয়োজনে এ প্রকল্পটিতে বিভিন্নভাবে সহায়তা করেছে টেরেডেস হোমস, ব্র্যাক জেমসপি, গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
রশিদা আক্তারের মতো সদর উপজেলার ফাজিলপুরের মেয়ে সোনিয়া খাতুন। অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায় তাঁর। কিছুদিনের মধ্যে সোনিয়া জানতে পারেন তাঁর স্বামী ও শ্বশুর মাদকাসক্ত। ফলে প্রতি রাতে তাঁকে স্বামীর শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও সহ্য করতে হয়। একপর্যায়ে সোনিয়ার বাবা তাঁকে নিজের কাছে নিয়ে আসতে বাধ্য হন। বর্তমানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সোনিয়া পড়াশোনা করে নার্স হতে চান।
এ অনুষ্ঠানে জীবনের গল্প বলতে আসা নুর আক্তার, আরফিনা, রিমু, সুবর্ণা, রাইসারা জানান, তাঁরা পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করে জীবনে পরিবর্তনের স্বপ্ন দেখছেন। তাঁদের সঙ্গে আসা স্বামী, শ্বশুর ও শাশুড়িরাও জানান, সচেতনতা, অশিক্ষা আর অজ্ঞতার কারণে তাঁরা অতীতে যে আচরণ করেছেন, তা কাম্য নয়। নিজেদের পরিবর্তনের পাশাপাশি এ ধরনের অন্যায় দেখলে তাঁরা প্রতিরোধের চেষ্টা করছেন এখন।
দুই সন্তানের মা রশিদা আক্তার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। কিন্তু বড় ছেলে দেখে ফেলায় সে যাত্রা বেঁচে যান তিনি। এটি রশিদার জীবনের গল্পের একেবারে শেষের অংশ। এর আগের যে গল্প তা শুনতে শুনতে অশ্রুসজল হয়ে ওঠেন মিলনায়তনভর্তি মানুষ। অশ্রুভরা চোখে বাষ্পরুদ্ধ কণ্ঠে রশিদা যখন নিজের জীবনে ঘটে যাওয়া গল্প শোনাচ্ছিলেন, তখন বিবর্ণ হেমন্ত কিছুটা ধূসর রং ছড়িয়ে দিয়েছে দিগন্তে।
দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের দিনমজুর পিতার সন্তান রশিদা আক্তার। নিজেদের ভিটে না থাকায় সরকারি খাস জমিতে একটি কুঁড়েঘরে কোনোমতে দিনযাপন করতেন পুরো পরিবার। বাবার আর্থিক সামর্থ্য না থাকায় লেখাপড়া হয়নি তাঁর। লুকিয়ে বাড়ির পাশের ব্র্যাক স্কুলে ক্লাস করতে গিয়ে ধরা পড়ে বন্ধ হয়ে যায় পড়াশোনা। বয়স যখন বারো। কিছু রোজগারের আশায় মা তাঁকে ঢাকায় রেখে আসেন অন্যের বাড়িতে কাজ করার জন্য। দু্ছ ইরের মাথায় বাড়ি ফিরে আসেন রশিদা। নিজ বাড়িতে ফিরতে পেরে খুশি হলেও, তিনি জানতেই পারেননি কী বিপদ তাঁর জন্য অপেক্ষা করছে সেখানে! বাড়িতে এনেই তাঁর বিয়ে দিয়ে দেওয়া হয়।
রশিদা জানান, সব কাজ জানার পরও শুধু তরকারি রান্না করতে না পারায় শাশুড়ি তাঁকে তরকারি ছাড়া শুধু ভাত খেতে দিতেন। প্রচণ্ড পরিশ্রমের পর লবণ আর তেল দিয়েই দুপুরের খাবার খেতে হতো তাঁকে। বিয়ের দুই বছরের মাথায় গর্ভবতী হয়ে পড়লে নির্যাতনের মাত্রা যেন আরও বেড়ে যায়। সে সময় রশিদাকে আধপেটা থেকে বড় বড় হাঁড়িতে গরুর খাবার রান্না করতে হতো। করতে হতো বাড়ির সব কাজ। এ অবস্থাতেই পানির ডেকচি নিয়ে বারান্দায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলেও মেলেনি কোনো চিকিৎসা। সঙ্গে স্বামীর শারীরিক নির্যাতনও সহ্য করতে হতো মুখ বুজে।
২২ নভেম্বর, মঙ্গলবার দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর মিলনায়তনে রশিদার মতো প্রায় অর্ধশত কিশোরী মা তাঁদের জীবনের ঘটনাবলি তুলে ধরতে একত্র হয়েছিলেন। সে অনুষ্ঠানের নাম ছিল ‘স্টোরি টেলিং অ্যান্ড ফটো ন্যারেটিভ সেশন’। জীবনের গল্প বলা ও জীবন ছবির বর্ণনার সে অনুষ্ঠানে বিবাহিত কিশোরীদের গল্প শুনেছেন তাঁদের স্বামী, শ্বশুর-শাশুড়ি, শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর আয়োজনে এ প্রকল্পটিতে বিভিন্নভাবে সহায়তা করেছে টেরেডেস হোমস, ব্র্যাক জেমসপি, গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
রশিদা আক্তারের মতো সদর উপজেলার ফাজিলপুরের মেয়ে সোনিয়া খাতুন। অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায় তাঁর। কিছুদিনের মধ্যে সোনিয়া জানতে পারেন তাঁর স্বামী ও শ্বশুর মাদকাসক্ত। ফলে প্রতি রাতে তাঁকে স্বামীর শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও সহ্য করতে হয়। একপর্যায়ে সোনিয়ার বাবা তাঁকে নিজের কাছে নিয়ে আসতে বাধ্য হন। বর্তমানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সোনিয়া পড়াশোনা করে নার্স হতে চান।
এ অনুষ্ঠানে জীবনের গল্প বলতে আসা নুর আক্তার, আরফিনা, রিমু, সুবর্ণা, রাইসারা জানান, তাঁরা পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করে জীবনে পরিবর্তনের স্বপ্ন দেখছেন। তাঁদের সঙ্গে আসা স্বামী, শ্বশুর ও শাশুড়িরাও জানান, সচেতনতা, অশিক্ষা আর অজ্ঞতার কারণে তাঁরা অতীতে যে আচরণ করেছেন, তা কাম্য নয়। নিজেদের পরিবর্তনের পাশাপাশি এ ধরনের অন্যায় দেখলে তাঁরা প্রতিরোধের চেষ্টা করছেন এখন।
প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
৩ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৪ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৪ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
৪ দিন আগে