ফিচার ডেস্ক
নার্ভ গ্রোথ ফ্যাক্টর মানবদেহের কোষের বৃদ্ধি পরিচালনা এবং স্নায়ু নেটওয়ার্ক তৈরি করে।
এটি আবিষ্কারের পেছনে অবদান রেখেছিলেন রিটা লেভি-মন্টালসিনি। তিনি ক্যানসার ও আলঝেইমার রোগের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
১৯৪০ সালে জার্মানি যখন বেলজিয়াম আক্রমণ করে, সেই সময় রিটা বেলজিয়ামের একটি বিজ্ঞান ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। তিনি ১৯৪৩ সাল পর্যন্ত তাঁর গবেষণা চালিয়ে যেতে পেরেছিলেন সেখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্লোরেন্সে থাকাকালে একটি শরণার্থীশিবিরে চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন রিটা। ১৯৮৬ সালে রিটা ও কোহেন যৌথভাবে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান। রিটা লেভি-মন্টালসিনি ছিলেন নোবেল পুরস্কারজয়ী চতুর্থ নারী।
২০০২ সালে রিটা লেভি-মন্টালসিনি রোমে ইউরোপীয় মস্তিষ্ক গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ২০০১ সালে ইতালি রিটাকে আজীবনের জন্য সিনেটর হিসেবে মনোনীত করে। ২০০৬ সালে ৯৭ বছর বয়সে তিনি রোমানো প্রোডির সরকার-সমর্থিত একটি বাজেটের ওপর ইতালির সংসদে নির্ণায়ক ভোট দেন। শর্ত দিয়েছিলেন, সরকার বিজ্ঞান তহবিল হ্রাসের শেষ মুহূর্তের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তিনি তাঁর সমর্থন প্রত্যাহার করবেন। বিরোধী নেতা ফ্রান্সেস্কো স্টোরেস নানাভাবে রিটার বিরোধিতা করলেও সরকারের তরফ থেকে তহবিল ফিরিয়ে দেওয়া হয় এবং বাজেট পাস হয়।
রিটা লেভি-মন্টালসিনি ১৯০৯ সালের ২২ এপ্রিল ইতালির তুরিনে জন্মেছিলেন। তিনি ২০১২ সালের ৩০ ডিসেম্বর ১০৩ বছর বয়সে রোমে নিজ বাড়িতে মারা যান।
নার্ভ গ্রোথ ফ্যাক্টর মানবদেহের কোষের বৃদ্ধি পরিচালনা এবং স্নায়ু নেটওয়ার্ক তৈরি করে।
এটি আবিষ্কারের পেছনে অবদান রেখেছিলেন রিটা লেভি-মন্টালসিনি। তিনি ক্যানসার ও আলঝেইমার রোগের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
১৯৪০ সালে জার্মানি যখন বেলজিয়াম আক্রমণ করে, সেই সময় রিটা বেলজিয়ামের একটি বিজ্ঞান ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। তিনি ১৯৪৩ সাল পর্যন্ত তাঁর গবেষণা চালিয়ে যেতে পেরেছিলেন সেখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্লোরেন্সে থাকাকালে একটি শরণার্থীশিবিরে চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন রিটা। ১৯৮৬ সালে রিটা ও কোহেন যৌথভাবে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান। রিটা লেভি-মন্টালসিনি ছিলেন নোবেল পুরস্কারজয়ী চতুর্থ নারী।
২০০২ সালে রিটা লেভি-মন্টালসিনি রোমে ইউরোপীয় মস্তিষ্ক গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ২০০১ সালে ইতালি রিটাকে আজীবনের জন্য সিনেটর হিসেবে মনোনীত করে। ২০০৬ সালে ৯৭ বছর বয়সে তিনি রোমানো প্রোডির সরকার-সমর্থিত একটি বাজেটের ওপর ইতালির সংসদে নির্ণায়ক ভোট দেন। শর্ত দিয়েছিলেন, সরকার বিজ্ঞান তহবিল হ্রাসের শেষ মুহূর্তের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তিনি তাঁর সমর্থন প্রত্যাহার করবেন। বিরোধী নেতা ফ্রান্সেস্কো স্টোরেস নানাভাবে রিটার বিরোধিতা করলেও সরকারের তরফ থেকে তহবিল ফিরিয়ে দেওয়া হয় এবং বাজেট পাস হয়।
রিটা লেভি-মন্টালসিনি ১৯০৯ সালের ২২ এপ্রিল ইতালির তুরিনে জন্মেছিলেন। তিনি ২০১২ সালের ৩০ ডিসেম্বর ১০৩ বছর বয়সে রোমে নিজ বাড়িতে মারা যান।
প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
১ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
২ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৩ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
৩ দিন আগে