ডেস্ক রিপোর্ট, ঢাকা
সম্প্রতি সাজেদা ফাউন্ডেশন রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ‘সুদিন সত্তা ২.০’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করে। এতে তুলে ধরা হয় রাজধানীর বেরাইদ অঞ্চলের অধিবাসী দলিত সম্প্রদায়ের কারুকলা ও হস্তশিল্প।
অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল বেরাইদ ঋষিপাড়ার বাসিন্দাদের অংশগ্রহণে ফ্যাশন শো। শোতে ব্যবহার করা বাহারি পোশাকগুলো ছিল সংশ্লিষ্ট জনগোষ্ঠীর দক্ষ কারিগরদের নিজ হাতে নকশা ও তৈরি করা। শো শেষে আয়োজনের পণ্যগুলো নিলামে বিক্রি করা হয়।
সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন ফারুক সোবহান বলেন, সুদিন সত্তা ২.০ কেবল একটি সাধারণ অনুষ্ঠান নয়। এটি সবার জন্য কল্যাণকর ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এক সার্থক মিলনমেলা।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহিদা ফিজ্জা কবির জানান, ‘সুদিন’ কর্মসূচিটি মূলত পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে।
সাজেদা ফাউন্ডেশনের সুদিন কর্মসূচির মাধ্যমে যাঁদের জীবন ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বেরাইদ ঋষিপাড়ার মলি রানী দাশ। প্রকল্পটির কার্যক্রম ও উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে মলি বলেন, ‘একটা সময় দৈনন্দিন জীবনযাপন চালিয়ে নেওয়াও আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। কিন্তু হস্তশিল্পের এই দক্ষতা অর্জন এখন থেকে আমার পরিবারের ভরণপোষণের আরও উন্নত সম্ভাবনা তৈরি করবে বলে আত্মবিশ্বাসী।’
সম্প্রতি সাজেদা ফাউন্ডেশন রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ‘সুদিন সত্তা ২.০’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করে। এতে তুলে ধরা হয় রাজধানীর বেরাইদ অঞ্চলের অধিবাসী দলিত সম্প্রদায়ের কারুকলা ও হস্তশিল্প।
অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল বেরাইদ ঋষিপাড়ার বাসিন্দাদের অংশগ্রহণে ফ্যাশন শো। শোতে ব্যবহার করা বাহারি পোশাকগুলো ছিল সংশ্লিষ্ট জনগোষ্ঠীর দক্ষ কারিগরদের নিজ হাতে নকশা ও তৈরি করা। শো শেষে আয়োজনের পণ্যগুলো নিলামে বিক্রি করা হয়।
সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন ফারুক সোবহান বলেন, সুদিন সত্তা ২.০ কেবল একটি সাধারণ অনুষ্ঠান নয়। এটি সবার জন্য কল্যাণকর ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এক সার্থক মিলনমেলা।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহিদা ফিজ্জা কবির জানান, ‘সুদিন’ কর্মসূচিটি মূলত পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে।
সাজেদা ফাউন্ডেশনের সুদিন কর্মসূচির মাধ্যমে যাঁদের জীবন ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বেরাইদ ঋষিপাড়ার মলি রানী দাশ। প্রকল্পটির কার্যক্রম ও উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে মলি বলেন, ‘একটা সময় দৈনন্দিন জীবনযাপন চালিয়ে নেওয়াও আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। কিন্তু হস্তশিল্পের এই দক্ষতা অর্জন এখন থেকে আমার পরিবারের ভরণপোষণের আরও উন্নত সম্ভাবনা তৈরি করবে বলে আত্মবিশ্বাসী।’
পরিচিত বাস্তবতার কোথাও খানিক পরিবর্তন ঘটে গেছে। মানুষের নিরাপদ জায়গা হিসেবে যে পরিবারের কথা বলা হয়েছে সব সময়, সেখানেই এখন আর নিরাপদ নয় মানুষ। এ বছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে দেশে! এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
৩ দিন আগেজন্ম থেকে হৃৎপিণ্ডে জটিলতা। বড় হয়ে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। তবে জীবন থেমে থাকেনি। নিজের চারপাশে মানুষজনের উৎসাহ, ভালোবাসা আর সহানুভূতি তাঁকে সাহস দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে। একসময় অনলাইনে বসে দেখতে পান, কেউ একজন অন্যকে কাজ শেখাচ্ছেন, ঠিক তখনই মনে হয়...
৩ দিন আগেসেলফ ব্লেমিং কি মানসিক রোগ? এখান থেকে কীভাবে নিজেকে বের করে আনব? পরিবার-পরিজনের সঙ্গে আমার এই সমস্যার কারণে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড মানসিক চাপ নিয়ে দিন কাটাতে হচ্ছে
৩ দিন আগেমনে পড়ে গাজার ত্রাণবাহী সেই জাহাজের কথা? যে জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছিল মাঝ সমুদ্র থেকে। ‘ফ্রিডম ফ্লোটিলা’ আন্তর্জাতিক সংহতি সংগঠন গাজার অবরোধ ভাঙতে গত ১ জুন ইতালির কাতানিয়া উপকূল থেকে ‘ম্যাডলিন’ নামের একটি জাহাজ পাঠিয়েছিল। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে জাহাজে থাকা...
৩ দিন আগে