ডেস্ক রিপোর্ট, ঢাকা
সম্প্রতি সাজেদা ফাউন্ডেশন রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ‘সুদিন সত্তা ২.০’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করে। এতে তুলে ধরা হয় রাজধানীর বেরাইদ অঞ্চলের অধিবাসী দলিত সম্প্রদায়ের কারুকলা ও হস্তশিল্প।
অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল বেরাইদ ঋষিপাড়ার বাসিন্দাদের অংশগ্রহণে ফ্যাশন শো। শোতে ব্যবহার করা বাহারি পোশাকগুলো ছিল সংশ্লিষ্ট জনগোষ্ঠীর দক্ষ কারিগরদের নিজ হাতে নকশা ও তৈরি করা। শো শেষে আয়োজনের পণ্যগুলো নিলামে বিক্রি করা হয়।
সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন ফারুক সোবহান বলেন, সুদিন সত্তা ২.০ কেবল একটি সাধারণ অনুষ্ঠান নয়। এটি সবার জন্য কল্যাণকর ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এক সার্থক মিলনমেলা।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহিদা ফিজ্জা কবির জানান, ‘সুদিন’ কর্মসূচিটি মূলত পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে।
সাজেদা ফাউন্ডেশনের সুদিন কর্মসূচির মাধ্যমে যাঁদের জীবন ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বেরাইদ ঋষিপাড়ার মলি রানী দাশ। প্রকল্পটির কার্যক্রম ও উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে মলি বলেন, ‘একটা সময় দৈনন্দিন জীবনযাপন চালিয়ে নেওয়াও আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। কিন্তু হস্তশিল্পের এই দক্ষতা অর্জন এখন থেকে আমার পরিবারের ভরণপোষণের আরও উন্নত সম্ভাবনা তৈরি করবে বলে আত্মবিশ্বাসী।’
সম্প্রতি সাজেদা ফাউন্ডেশন রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ‘সুদিন সত্তা ২.০’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করে। এতে তুলে ধরা হয় রাজধানীর বেরাইদ অঞ্চলের অধিবাসী দলিত সম্প্রদায়ের কারুকলা ও হস্তশিল্প।
অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল বেরাইদ ঋষিপাড়ার বাসিন্দাদের অংশগ্রহণে ফ্যাশন শো। শোতে ব্যবহার করা বাহারি পোশাকগুলো ছিল সংশ্লিষ্ট জনগোষ্ঠীর দক্ষ কারিগরদের নিজ হাতে নকশা ও তৈরি করা। শো শেষে আয়োজনের পণ্যগুলো নিলামে বিক্রি করা হয়।
সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন ফারুক সোবহান বলেন, সুদিন সত্তা ২.০ কেবল একটি সাধারণ অনুষ্ঠান নয়। এটি সবার জন্য কল্যাণকর ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এক সার্থক মিলনমেলা।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহিদা ফিজ্জা কবির জানান, ‘সুদিন’ কর্মসূচিটি মূলত পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে।
সাজেদা ফাউন্ডেশনের সুদিন কর্মসূচির মাধ্যমে যাঁদের জীবন ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বেরাইদ ঋষিপাড়ার মলি রানী দাশ। প্রকল্পটির কার্যক্রম ও উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে মলি বলেন, ‘একটা সময় দৈনন্দিন জীবনযাপন চালিয়ে নেওয়াও আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। কিন্তু হস্তশিল্পের এই দক্ষতা অর্জন এখন থেকে আমার পরিবারের ভরণপোষণের আরও উন্নত সম্ভাবনা তৈরি করবে বলে আত্মবিশ্বাসী।’
নারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
১৭ ঘণ্টা আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
১ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
১ দিন আগেতিন মিটার গভীর একটি কংক্রিটের ট্যাংকে আছে পানি। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সেই পানি সংগ্রহ করছে নারীরা। কাঠফাটা রোদে গাধার পিঠে রশিতে বাঁধা জেরিক্যান। একটি কঙ্কালসার একাশিয়াগাছের ছায়ায় কয়েকজন নারী বসে অপেক্ষা করছেন তাঁদের পালার জন্য। আশপাশে কোনো পুরুষ নেই। খুব সাবধানে সেখানে পানি তোলেন নারীরা।
১ দিন আগে