Ajker Patrika

১ লাখ নারী ও শিশুকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে ইউনিসেফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৮: ২২
১ লাখ নারী ও শিশুকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে ইউনিসেফ

নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ২৫টি জেলা এবং ১২টি সিটি করপোরেশনের এক লাখ নারী ও শিশুকে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেবে ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘সুবর্ণরেখা’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রমটি চলছে। আজ সোমবার বিকেলে কার্যক্রমটি বরিশাল জেলায় শুরু হয়েছে। 

বরিশাল নগরীর ব্র্যাক সেন্টারে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরেন ইউনিসেফের শিশু নিরাপত্তা শাখার প্রকল্প সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি জানান, ইউনিসেফ নারী ও শিশুদের নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রান্তিক ও দুর্বল শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা সহিংসতা প্রতিরোধে আরও বেশি সক্ষম হয়ে উঠবে। 

সানজিদা ইসলাম বলেন, বাংলাদেশে শিশু ও নারী ওপর নির্যাতন এবং সহিংসতা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্যাতন ও সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে এই আত্মরক্ষামূলক কৌশল নারীদের কাজে আসবে। এই প্রকল্পের উদ্দেশ্য নারী শিশুদের বিভিন্ন আত্মরক্ষার কৌশল শেখানো যাতে তারা আক্রমণকারীদের প্রতিহত করতে পারে এবং নিজেদের রক্ষা করতে পারে। 

নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রম। ছবি: আজকের পত্রিকা সুবর্ণরেখা জেলা প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা সারা বাংলাদেশ একটি মাইলফলক তৈরি করতে চাই। বাংলাদেশের এক লাখ শিশুদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে চাই। যাতে তারা যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে পারে।’

বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম শুভ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে যে উদ্ভাবনী কর্মসূচি চালু করেছে, তা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, আমরা বাংলাদেশে একটি মাইলফলক তৈরি করতে পারব।’ 

বরিশাল বিভাগের টিওটি ট্রেনিংয়ে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী ও বরগুনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাফকতুল ইসলাম, মাস্টার ট্রেইনার কাজল দাস, প্রকল্প সমন্বয়ক মিটুন শর্মা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত