ধীর গতিতে চলছিল ট্রেনটি। এই সুযোগে জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল নিতে চেয়েছিল চোর। তবে সতর্ক যাত্রী চোরের দু-হাত ধরে ফেলেন। এতে জানালার সামনে ঝুলতে থাকে চোর। এভাবে মোটামুটি এক কিলোমিটার ঝুলন্ত অবস্থায় ভ্রমণ করতে হয় চোরটিকে। ঘটনাটি ভারতের বিহারের।
অবশ্য শেষ পর্যন্ত ট্রেনের গতি একেবারে কমে যাওয়ার সুযোগ নিয়ে চোরটিকে ছাড়িয়ে নেয় দুই ব্যক্তি। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময়ের উল্লেখ না থাকা ভিডিওটিতে দৃশ্যটি ভারতের বিহারের বলে জানানো হয়েছে। যেখানে ট্রেনের জানালা দিয়ে চুরি খুব সাধারণ বিষয়। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ভিডিওর ক্যাপশন অনুসারে বিহারের ভগলপুরের কাছে কালেশ নামের জায়গায় চলন্ত ট্রেনে চুরিটা করতে চেয়েছিল লোকটি। তবে ট্রেনের কামরায় বসা সতর্ক যাত্রী চোরের দু্ই হাত শক্ত করে ধরে ফেলায় শূন্যে ঝুলতে থাকে সে। কামরার অন্য যাত্রীরাও চোরটিকে ধরে রাখতে সাহায্য করে। চোরটি মুক্ত হওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ট্রেনের সঙ্গে ঝুলতে ঝুলতেই যেতে থাকে সে। মোটামুটি এক কিলোমিটারের মতো যাওয়ার পর ট্রেনের কম গতির সুযোগে দুজন লোক তাকে ছাড়িয়ে নেয়। ধারণা করা হয় এরা চোরটির সঙ্গী। এদিকে অন্য যাত্রীরা ঘটনাটির ভিডিও ধারণ করে এক্সে (টুইটার) দিয়ে দেন।
২০২২ সালে বিহারেই মোটামুটি একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সাহেবপুর কামাল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে এক যাত্রীর ফোন চুরির চেষ্টা করে এক চোর। তখন যাত্রীরা তার হাত ধরে ফেলে। ট্রেন স্টেশন ছাড়ার পরও লোকটির হাত ধরে রাখে যাত্রীরা। মোটামুটি ১০ কিলোমিটার এভাবে ঝুলতে ঝুলতে যায় সে। ট্রেন খাগারিয়ার কাছে এলে শেষ পর্যন্ত চোরটির হাত ছেড়ে দেওয়া হয়। ট্রেনের গতিও ওই সময় কম ছিল। তাই পালিয়ে যেতে পারে চোরটি।
ধীর গতিতে চলছিল ট্রেনটি। এই সুযোগে জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল নিতে চেয়েছিল চোর। তবে সতর্ক যাত্রী চোরের দু-হাত ধরে ফেলেন। এতে জানালার সামনে ঝুলতে থাকে চোর। এভাবে মোটামুটি এক কিলোমিটার ঝুলন্ত অবস্থায় ভ্রমণ করতে হয় চোরটিকে। ঘটনাটি ভারতের বিহারের।
অবশ্য শেষ পর্যন্ত ট্রেনের গতি একেবারে কমে যাওয়ার সুযোগ নিয়ে চোরটিকে ছাড়িয়ে নেয় দুই ব্যক্তি। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময়ের উল্লেখ না থাকা ভিডিওটিতে দৃশ্যটি ভারতের বিহারের বলে জানানো হয়েছে। যেখানে ট্রেনের জানালা দিয়ে চুরি খুব সাধারণ বিষয়। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ভিডিওর ক্যাপশন অনুসারে বিহারের ভগলপুরের কাছে কালেশ নামের জায়গায় চলন্ত ট্রেনে চুরিটা করতে চেয়েছিল লোকটি। তবে ট্রেনের কামরায় বসা সতর্ক যাত্রী চোরের দু্ই হাত শক্ত করে ধরে ফেলায় শূন্যে ঝুলতে থাকে সে। কামরার অন্য যাত্রীরাও চোরটিকে ধরে রাখতে সাহায্য করে। চোরটি মুক্ত হওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ট্রেনের সঙ্গে ঝুলতে ঝুলতেই যেতে থাকে সে। মোটামুটি এক কিলোমিটারের মতো যাওয়ার পর ট্রেনের কম গতির সুযোগে দুজন লোক তাকে ছাড়িয়ে নেয়। ধারণা করা হয় এরা চোরটির সঙ্গী। এদিকে অন্য যাত্রীরা ঘটনাটির ভিডিও ধারণ করে এক্সে (টুইটার) দিয়ে দেন।
২০২২ সালে বিহারেই মোটামুটি একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সাহেবপুর কামাল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে এক যাত্রীর ফোন চুরির চেষ্টা করে এক চোর। তখন যাত্রীরা তার হাত ধরে ফেলে। ট্রেন স্টেশন ছাড়ার পরও লোকটির হাত ধরে রাখে যাত্রীরা। মোটামুটি ১০ কিলোমিটার এভাবে ঝুলতে ঝুলতে যায় সে। ট্রেন খাগারিয়ার কাছে এলে শেষ পর্যন্ত চোরটির হাত ছেড়ে দেওয়া হয়। ট্রেনের গতিও ওই সময় কম ছিল। তাই পালিয়ে যেতে পারে চোরটি।
‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
২ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১০ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৩ দিন আগে