Ajker Patrika

ট্রেনের জানালায় চোর ধরে ঝুলন্ত অবস্থায় এক কিলোমিটার টেনে নিলেন যাত্রী

অনলাইন ডেস্ক
Thumbnail image

ধীর গতিতে চলছিল ট্রেনটি। এই সুযোগে জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল নিতে চেয়েছিল চোর। তবে সতর্ক যাত্রী চোরের দু-হাত ধরে ফেলেন। এতে জানালার সামনে ঝুলতে থাকে চোর। এভাবে মোটামুটি এক কিলোমিটার ঝুলন্ত অবস্থায় ভ্রমণ করতে হয় চোরটিকে। ঘটনাটি ভারতের বিহারের।

অবশ্য শেষ পর্যন্ত ট্রেনের গতি একেবারে কমে যাওয়ার সুযোগ নিয়ে চোরটিকে ছাড়িয়ে নেয় দুই ব্যক্তি। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময়ের উল্লেখ না থাকা ভিডিওটিতে দৃশ্যটি ভারতের বিহারের বলে জানানো হয়েছে। যেখানে ট্রেনের জানালা দিয়ে চুরি খুব সাধারণ বিষয়। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।

ভিডিওর ক্যাপশন অনুসারে বিহারের ভগলপুরের কাছে কালেশ নামের জায়গায় চলন্ত ট্রেনে চুরিটা করতে চেয়েছিল লোকটি। তবে ট্রেনের কামরায় বসা সতর্ক যাত্রী চোরের দু্ই হাত শক্ত করে ধরে ফেলায় শূন্যে ঝুলতে থাকে সে। কামরার অন্য যাত্রীরাও চোরটিকে ধরে রাখতে সাহায্য করে। চোরটি মুক্ত হওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ট্রেনের সঙ্গে ঝুলতে ঝুলতেই যেতে থাকে সে। মোটামুটি এক কিলোমিটারের মতো যাওয়ার পর ট্রেনের কম গতির সুযোগে দুজন লোক তাকে ছাড়িয়ে নেয়। ধারণা করা হয় এরা চোরটির সঙ্গী। এদিকে অন্য যাত্রীরা ঘটনাটির ভিডিও ধারণ করে এক্সে (টুইটার) দিয়ে দেন।

২০২২ সালে বিহারেই মোটামুটি একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সাহেবপুর কামাল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে এক যাত্রীর ফোন চুরির চেষ্টা করে এক চোর। তখন যাত্রীরা তার হাত ধরে ফেলে। ট্রেন স্টেশন ছাড়ার পরও লোকটির হাত ধরে রাখে যাত্রীরা। মোটামুটি ১০ কিলোমিটার এভাবে ঝুলতে ঝুলতে যায় সে। ট্রেন খাগারিয়ার কাছে এলে শেষ পর্যন্ত চোরটির হাত ছেড়ে দেওয়া হয়। ট্রেনের গতিও ওই সময় কম ছিল। তাই পালিয়ে যেতে পারে চোরটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত