অনলাইন ডেস্ক
ধীর গতিতে চলছিল ট্রেনটি। এই সুযোগে জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল নিতে চেয়েছিল চোর। তবে সতর্ক যাত্রী চোরের দু-হাত ধরে ফেলেন। এতে জানালার সামনে ঝুলতে থাকে চোর। এভাবে মোটামুটি এক কিলোমিটার ঝুলন্ত অবস্থায় ভ্রমণ করতে হয় চোরটিকে। ঘটনাটি ভারতের বিহারের।
অবশ্য শেষ পর্যন্ত ট্রেনের গতি একেবারে কমে যাওয়ার সুযোগ নিয়ে চোরটিকে ছাড়িয়ে নেয় দুই ব্যক্তি। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময়ের উল্লেখ না থাকা ভিডিওটিতে দৃশ্যটি ভারতের বিহারের বলে জানানো হয়েছে। যেখানে ট্রেনের জানালা দিয়ে চুরি খুব সাধারণ বিষয়। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ভিডিওর ক্যাপশন অনুসারে বিহারের ভগলপুরের কাছে কালেশ নামের জায়গায় চলন্ত ট্রেনে চুরিটা করতে চেয়েছিল লোকটি। তবে ট্রেনের কামরায় বসা সতর্ক যাত্রী চোরের দু্ই হাত শক্ত করে ধরে ফেলায় শূন্যে ঝুলতে থাকে সে। কামরার অন্য যাত্রীরাও চোরটিকে ধরে রাখতে সাহায্য করে। চোরটি মুক্ত হওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ট্রেনের সঙ্গে ঝুলতে ঝুলতেই যেতে থাকে সে। মোটামুটি এক কিলোমিটারের মতো যাওয়ার পর ট্রেনের কম গতির সুযোগে দুজন লোক তাকে ছাড়িয়ে নেয়। ধারণা করা হয় এরা চোরটির সঙ্গী। এদিকে অন্য যাত্রীরা ঘটনাটির ভিডিও ধারণ করে এক্সে (টুইটার) দিয়ে দেন।
২০২২ সালে বিহারেই মোটামুটি একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সাহেবপুর কামাল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে এক যাত্রীর ফোন চুরির চেষ্টা করে এক চোর। তখন যাত্রীরা তার হাত ধরে ফেলে। ট্রেন স্টেশন ছাড়ার পরও লোকটির হাত ধরে রাখে যাত্রীরা। মোটামুটি ১০ কিলোমিটার এভাবে ঝুলতে ঝুলতে যায় সে। ট্রেন খাগারিয়ার কাছে এলে শেষ পর্যন্ত চোরটির হাত ছেড়ে দেওয়া হয়। ট্রেনের গতিও ওই সময় কম ছিল। তাই পালিয়ে যেতে পারে চোরটি।
ধীর গতিতে চলছিল ট্রেনটি। এই সুযোগে জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল নিতে চেয়েছিল চোর। তবে সতর্ক যাত্রী চোরের দু-হাত ধরে ফেলেন। এতে জানালার সামনে ঝুলতে থাকে চোর। এভাবে মোটামুটি এক কিলোমিটার ঝুলন্ত অবস্থায় ভ্রমণ করতে হয় চোরটিকে। ঘটনাটি ভারতের বিহারের।
অবশ্য শেষ পর্যন্ত ট্রেনের গতি একেবারে কমে যাওয়ার সুযোগ নিয়ে চোরটিকে ছাড়িয়ে নেয় দুই ব্যক্তি। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময়ের উল্লেখ না থাকা ভিডিওটিতে দৃশ্যটি ভারতের বিহারের বলে জানানো হয়েছে। যেখানে ট্রেনের জানালা দিয়ে চুরি খুব সাধারণ বিষয়। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ভিডিওর ক্যাপশন অনুসারে বিহারের ভগলপুরের কাছে কালেশ নামের জায়গায় চলন্ত ট্রেনে চুরিটা করতে চেয়েছিল লোকটি। তবে ট্রেনের কামরায় বসা সতর্ক যাত্রী চোরের দু্ই হাত শক্ত করে ধরে ফেলায় শূন্যে ঝুলতে থাকে সে। কামরার অন্য যাত্রীরাও চোরটিকে ধরে রাখতে সাহায্য করে। চোরটি মুক্ত হওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ট্রেনের সঙ্গে ঝুলতে ঝুলতেই যেতে থাকে সে। মোটামুটি এক কিলোমিটারের মতো যাওয়ার পর ট্রেনের কম গতির সুযোগে দুজন লোক তাকে ছাড়িয়ে নেয়। ধারণা করা হয় এরা চোরটির সঙ্গী। এদিকে অন্য যাত্রীরা ঘটনাটির ভিডিও ধারণ করে এক্সে (টুইটার) দিয়ে দেন।
২০২২ সালে বিহারেই মোটামুটি একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সাহেবপুর কামাল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে এক যাত্রীর ফোন চুরির চেষ্টা করে এক চোর। তখন যাত্রীরা তার হাত ধরে ফেলে। ট্রেন স্টেশন ছাড়ার পরও লোকটির হাত ধরে রাখে যাত্রীরা। মোটামুটি ১০ কিলোমিটার এভাবে ঝুলতে ঝুলতে যায় সে। ট্রেন খাগারিয়ার কাছে এলে শেষ পর্যন্ত চোরটির হাত ছেড়ে দেওয়া হয়। ট্রেনের গতিও ওই সময় কম ছিল। তাই পালিয়ে যেতে পারে চোরটি।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৬ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২১ দিন আগে