Ajker Patrika

যুদ্ধ আর মদের বেলায় মানুষ নিজেকে গরিব ভাবে না!

ল–র–ব–য–হ ডেস্ক
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২১: ১৬
যুদ্ধ আর মদের বেলায় মানুষ নিজেকে গরিব ভাবে না!

কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু-খাগড়ার প্রাণ যায়! মানব ইতিহাসে বরাবর এমনই হয়ে এসেছে। যেরকমই চলছে রাশিয়া ও ইউক্রেন সংঘাতের মধ্যে। যুদ্ধ নিয়ে মনীষীরাও বলে গেছেন এমন নির্মমতার কথা।

যুদ্ধ বুড়োরা ঘোষণা করলেও লড়তে এবং মরতে হয় তরুণদেরই। 

হারবার্ট হুভার, ৩১তম মার্কিন প্রেসিডেন্ট (১০ আগস্ট, ১৮৭৪-২০ অক্টোবর, ১৯৬৪) 
ছবি: রয়টার্স

 

যুদ্ধ সব সময়ই অপরাধ—এমনকি প্রয়োজনীয় বা ন্যায়সংগত হলেও। 
Hemingwayআর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন সাংবাদিক ও সাহিত্যিক (২১ জুলাই, ১৮৯৯-২ জুলাই, ১৯৬১)
ছবি: রয়টার্স 

 

যুদ্ধ ও মদের জন্য খরচের বেলায় মানুষ নিজেকে কখনো গরিব ভাবে না।
William-Faulknerউইলিয়াম ফকনার, নোবেলজয়ী মার্কিন শিশু সাহিত্যিক (২৫ সেপ্টেম্বর, ১৮৯৭-৬ জুলাই, ১৯৬২) 
ছবি: রয়টার্স 

 

আপনি যুদ্ধে আগ্রহী না হলেও, আপনার প্রতি যুদ্ধের কিন্তু ঠিকই আগ্রহ আছে। 
Trotskyলিও ট্রটস্কি, রুশ মার্কসবাদী বিপ্লবী ও তাত্ত্বিক (৭ নভেম্বর, ১৮৭৯- ২১ আগস্ট, ১৯৪০) 
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে 

 

যুদ্ধে প্রথমে যে নিহত হয় তা হলো: সত্য। 
Herma_of_Aeschylus,_Klas08অ্যাকিলাস, গ্রিক ট্র্যাজেডি নাট্যকার (৫২৫/৫২৪ খ্রিস্টপূর্বাব্দ—৪৫৬/৪৫৫ খ্রিস্টপূর্বাব্দ) 
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

 

বুঝলেন, ক্ষমতাবান লোকেরা একটা জিনিসই বোঝেন, আর সেটা হলো: সহিংসতা।
Noam_Chomskyনোয়াম চমস্কি, মার্কিন চিন্তক ও দার্শনিক (৭ ডিসেম্বর, ১৯২৮—)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

 

আমি জানি না, তৃতীয় বিশ্বযুদ্ধে কী ধরনের অস্ত্র নিয়ে মানুষ লড়বে। কিন্তু আমি এটা ঠিক জানি যে, চতুর্থ বিশ্বযুদ্ধে লড়াই হবে লাঠিসোঁটা আর পাথর দিয়ে।
albert-pixabayআলবার্ট আইনস্টাইন, নোবেলজয়ী জার্মান পদার্থবিদ (১৪ মার্চ, ১৮৭৯-১৮ এপ্রিল, ১৯৫৫)
ছবি: পিক্সাবে ডটকম

 

আমাদের প্রথম এবং সবচেয়ে পীড়াদায়ক সমস্যা হচ্ছে, সংঘাত নিরসনের পদ্ধতি হিসেবে সব সময় যুদ্ধকে কীভাবে এড়ানো যায় আমরা সেই চেষ্টা করি।
Margaret-Meadমারগারেট মিড, মার্কিন সংস্কৃতি নৃতাত্ত্বিক (১৬ ডিসেম্বর, ১৯০১-১৫ নভেম্বর, ১৯৭৮)
ছবি: ব্রিটানিকার সৌজন্যে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত