Ajker Patrika

‘নির্বাচন আসলে চোরাই মাল বিক্রির এক উন্নত নিলাম’

ল-র-ব-য-হ ডেস্ক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৭
Thumbnail image

১. ‘মানুষ কখনোই অতটা মিথ্যা বলে না—যতটা বলে শিকারের পর, যুদ্ধের সময়, আর নির্বাচনের আগে।’ 
আধুনিক জার্মানির রূপকার বলে খ্যাত অটোভন বিসমার্ক (১৮৪৭—১৮৯৪)। ছবি: টুইটারের সৌজন্যে

 ২. ‘শাসকদের (মাস্টার) করা ‘অবাধ নির্বাচন’ না শাসকদের বিলুপ্ত করে আর না শোষিতদের।’ 
জার্মান বংশোদ্ভূত মার্কিন দার্শনিক হার্বার্ট মার্কাস (জুলাই ১৯, ১৮৯৮—জুলাই ২৯, ১৯৭৯)। ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

 ৩. ‘পলিটিকস শব্দটির ‘পলি’ হচ্ছে ল্যাটিন শব্দ, যার অর্থ অনেক বা ‘বহু’, আর ‘টিকস’ হচ্ছে রক্তচোষা পোকা (উকুন)।’ 
মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামস, (জুলাই ২১,১৯৫১—আগস্ট ১১,২০১৪ )। ছবি: রয়টার্স

 ৪. ‘জিতি বা হারি যাই হোক না কেন, নির্বাচনের পর আমরা অবশ্যই শপিং করতে যাব।’ 
ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোস (জুলাই ২, ১৯২৯— )। ছবি: রয়টার্স

 ৫. ‘নির্বাচন আসলে চোরাই মাল বিক্রির জন্য আয়োজিত উন্নতমানের নিলাম ছাড়া আর কিছু নয়।’ 
মার্কিন সাংবাদিক এইচ এল মেনকেন (সেপ্টেম্বর ১২, ১৮৮০—জানুয়ারি ২৯, ১৯৫৬)। ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত