Ajker Patrika

‘নির্বাচন আসলে চোরাই মাল বিক্রির এক উন্নত নিলাম’

ল-র-ব-য-হ ডেস্ক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৭
‘নির্বাচন আসলে চোরাই মাল বিক্রির এক উন্নত নিলাম’

১. ‘মানুষ কখনোই অতটা মিথ্যা বলে না—যতটা বলে শিকারের পর, যুদ্ধের সময়, আর নির্বাচনের আগে।’ 
আধুনিক জার্মানির রূপকার বলে খ্যাত অটোভন বিসমার্ক (১৮৪৭—১৮৯৪)। ছবি: টুইটারের সৌজন্যে

 ২. ‘শাসকদের (মাস্টার) করা ‘অবাধ নির্বাচন’ না শাসকদের বিলুপ্ত করে আর না শোষিতদের।’ 
জার্মান বংশোদ্ভূত মার্কিন দার্শনিক হার্বার্ট মার্কাস (জুলাই ১৯, ১৮৯৮—জুলাই ২৯, ১৯৭৯)। ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

 ৩. ‘পলিটিকস শব্দটির ‘পলি’ হচ্ছে ল্যাটিন শব্দ, যার অর্থ অনেক বা ‘বহু’, আর ‘টিকস’ হচ্ছে রক্তচোষা পোকা (উকুন)।’ 
মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামস, (জুলাই ২১,১৯৫১—আগস্ট ১১,২০১৪ )। ছবি: রয়টার্স

 ৪. ‘জিতি বা হারি যাই হোক না কেন, নির্বাচনের পর আমরা অবশ্যই শপিং করতে যাব।’ 
ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোস (জুলাই ২, ১৯২৯— )। ছবি: রয়টার্স

 ৫. ‘নির্বাচন আসলে চোরাই মাল বিক্রির জন্য আয়োজিত উন্নতমানের নিলাম ছাড়া আর কিছু নয়।’ 
মার্কিন সাংবাদিক এইচ এল মেনকেন (সেপ্টেম্বর ১২, ১৮৮০—জানুয়ারি ২৯, ১৯৫৬)। ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত