যুক্তরাষ্ট্রে জোয়ি চেস্টনাট নামের এক ব্যক্তি ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে সাড়া ফেলে দিয়েছেন। স্থানীয় সময় ৪ জুলাই সোমবার আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে এক খাওয়া প্রতিযোগিতার আয়োজন করে ফাস্টফুড চেইন শপ ন্যাথান। এই প্রতিযোগিতায় ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে জয়ী হন চেস্টনাট।
চেস্টনাট এখন পর্যন্ত ১৫ বার জিতেছেন এমন খাওয়ার প্রতিযোগিতায়। তবে নিজের ২০২০ সালের রেকর্ডটি থেকে পিছিয়ে পড়েছেন এবার। ২০২০ সালে ১০ মিনিটে ৭৬টি বানসহ হটডগ খেয়েছিলেন তিনি। তাই জনতার কাছে ক্ষমা চেয়ে চেস্টনাট বলেন, আগামী বছর তিনি আরও ভালো করবেন।
সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রায়শই হটডগ খেয়ে প্রশিক্ষণ নেন এবং সপ্তাহে অন্তত একবার খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন। আর প্রতিযোগিতার পর এক দিনের জন্য খাবার স্পর্শ করবেন না বলেও জানান।
ফাস্টফুড চেইন শপ ন্যাথান’স আয়োজিত ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্টের বিজয়ী চেস্টনাট অন্যদের থেকে অনেক এগিয়ে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী জফরি এসপার ৪৭.৫ টি ফ্র্যাংকস ও বান খেয়েছেন। আর ৪১টি খেয়ে তৃতীয় স্থানে রয়েছেন জেমস ওয়েব।
প্রতিযোগিতার হোস্ট জর্জ শিয়া বলেন, ‘জোয়ি চেস্টনাট বলতে গেলে পদার্থবিজ্ঞানের সূত্রকে চ্যালেঞ্জ করেছেন।’
এদিকে প্রতিযোগিতায় নারীদের বিভাগে মিকি সুডো ১০ মিনিটে ৪০টি হটডগ খেয়ে জয়ী হয়েছেন।
ন্যাথান’স ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্ট যুক্তিযুক্তভাবে আমেরিকান ইতিহাসের সবচেয়ে আইকনিক ক্রীড়া ইভেন্ট বলে মনে করেন এর আয়োজকেরা।
যুক্তরাষ্ট্রে জোয়ি চেস্টনাট নামের এক ব্যক্তি ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে সাড়া ফেলে দিয়েছেন। স্থানীয় সময় ৪ জুলাই সোমবার আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে এক খাওয়া প্রতিযোগিতার আয়োজন করে ফাস্টফুড চেইন শপ ন্যাথান। এই প্রতিযোগিতায় ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে জয়ী হন চেস্টনাট।
চেস্টনাট এখন পর্যন্ত ১৫ বার জিতেছেন এমন খাওয়ার প্রতিযোগিতায়। তবে নিজের ২০২০ সালের রেকর্ডটি থেকে পিছিয়ে পড়েছেন এবার। ২০২০ সালে ১০ মিনিটে ৭৬টি বানসহ হটডগ খেয়েছিলেন তিনি। তাই জনতার কাছে ক্ষমা চেয়ে চেস্টনাট বলেন, আগামী বছর তিনি আরও ভালো করবেন।
সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রায়শই হটডগ খেয়ে প্রশিক্ষণ নেন এবং সপ্তাহে অন্তত একবার খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন। আর প্রতিযোগিতার পর এক দিনের জন্য খাবার স্পর্শ করবেন না বলেও জানান।
ফাস্টফুড চেইন শপ ন্যাথান’স আয়োজিত ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্টের বিজয়ী চেস্টনাট অন্যদের থেকে অনেক এগিয়ে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী জফরি এসপার ৪৭.৫ টি ফ্র্যাংকস ও বান খেয়েছেন। আর ৪১টি খেয়ে তৃতীয় স্থানে রয়েছেন জেমস ওয়েব।
প্রতিযোগিতার হোস্ট জর্জ শিয়া বলেন, ‘জোয়ি চেস্টনাট বলতে গেলে পদার্থবিজ্ঞানের সূত্রকে চ্যালেঞ্জ করেছেন।’
এদিকে প্রতিযোগিতায় নারীদের বিভাগে মিকি সুডো ১০ মিনিটে ৪০টি হটডগ খেয়ে জয়ী হয়েছেন।
ন্যাথান’স ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্ট যুক্তিযুক্তভাবে আমেরিকান ইতিহাসের সবচেয়ে আইকনিক ক্রীড়া ইভেন্ট বলে মনে করেন এর আয়োজকেরা।
আজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৩ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৪ দিন আগেভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা...
৫ দিন আগেদিল্লির সুলতানপুরে গত ১৯ জুন ২৫ বছর বয়সী এক যুবক অফিস থেকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী তাঁর মোবাইল ফোন ছিনতাই করে। তখন ওই যুবক ভেবেছিলেন, এটা হয়তো দুর্ভাগ্য ছাড়া কিছু না। কিন্তু ১৫ দিন পর পুলিশ ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে। একই সঙ্গে, যে ছিনতাইয়ের পুরো ঘটনাটি সাজিয়েছিলেন, তাঁকেও শনাক্ত করে।
৭ দিন আগে