Ajker Patrika

‘সৃষ্টিকর্তা যুদ্ধ সৃষ্টি করেছেন, যাতে মার্কিনরা ভূগোল শিখতে পারে’

ল-র-ব-য-হ ডেস্ক
‘সৃষ্টিকর্তা যুদ্ধ সৃষ্টি করেছেন, যাতে মার্কিনরা ভূগোল শিখতে পারে’

১. ‘সৃষ্টিকর্তা যুদ্ধ সৃষ্টি করেছেন, যাতে মার্কিনরা ভূগোল শিখতে পারে।’ 
মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েন (৩০ নভেম্বর, ১৮৩৫—২১ এপ্রিল, ১৯১০)। ছবি: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সৌজন্যে

 জাপানি ঔপন্যাসিক হারুকি মুরাকামি২. ‘ভালো করে শুনে রাখুন, এমন কোনো যুদ্ধ নেই, যা সব যুদ্ধ শেষ করতে পারে।’ 
জাপানি ঔপন্যাসিক হারুকি মুরাকামি (১২ জানুয়ারি, ১৯৪৯—  )। ছবি: রয়টার্স

মার্কিন কার্টুনিস্ট ও রম্য লেখক বিল বয়েড ওয়াটারসন৩. ‘সৈন্যরা একে অপরকে হত্যা করে বিশ্বের সমস্যার সমাধান কীভাবে করতে চায়?’ 
মার্কিন কার্টুনিস্ট ও রম্য লেখক বিল বয়েড ওয়াটারসন (৫ জুলাই, ১৯৫৮—  )। ছবি: ইউটিউব থেকে নেওয়া

মার্কিন ইতিহাসবিদ হাওয়ার্ড জিন৪. ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কীভাবে সম্ভব, যেখানে যুদ্ধ নিজেই এক ধরনের সন্ত্রাসবাদ।’ 
মার্কিন ইতিহাসবিদ হাওয়ার্ড জিন (২৪ আগস্ট, ১৯২২—২৭ জানুয়ারি, ২০১০)। ছবি: উইকিমিডিয়া কমনসের সৌজন্যে

সাবেক মার্কিন ফার্স্ট লেডি এলেনর রুজভেল্ট৫. ‘আগের যুদ্ধেও কেউ জিততে পারেনি, পরের যুদ্ধেও কেউ জিতবে না।’ 
সাবেক মার্কিন ফার্স্ট লেডি এলেনর রুজভেল্ট (১১ অক্টোবর, ১৮৮৪—৭ নভেম্বর, ১৯৬২)। ছবি: উইকিমিডিয়া কমনসের সৌজন্যে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত