Ajker Patrika

ব্যস্ত সড়কে গাড়ির পথ আটকে দিল এক ভালুক

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ মে ২০২৪, ০৯: ৫২
Thumbnail image

ব্যস্ত এক সড়কে গাড়িগুলো হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কারণ কোথা থেকে যেন রাস্তায় হাজির হয়ে গিয়েছিল একটি ভালুক। এমন কাণ্ড ঘটে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়।

এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে।

মঙ্গলবার, ১৪ মে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিউহল অ্যাভিনিউর কাছে ১৪ ফ্রিওয়ে। দিনের ব্যস্ততম সময়, সড়কটিতে প্রচুর গাড়ির ভিড়। কিন্তু ঠিক তখনই যানবাহনের চালক ও যাত্রীদের চমকে দিয়ে হেলতে-দুলতে রাস্তাটিতে উঠে আসে একটি ভালুক। ভিডিওতে দেখা যায়, ফ্রিওয়েতে যানবাহনের সামনে দিয়ে খুব ধীরেসুস্থে হেঁটে যাচ্ছে প্রাণীটি। সারি সারি গাড়ি দেখেও বিন্দুমাত্র বিকার ছিল না এর। তারপর অবশ্য এটি রাস্তা পেরিয়ে পাহাড়ের দিকে চলে যায়।

ঘটনাটির ভিডিও করা ড্যান কেনস জানান, ভালুকটির আচরণ উপস্থিত গাড়িচালকদের মধ্যে এর সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। ‘দেখে মনে হচ্ছিল এটি হাইবারনেশন বা শীতনিদ্রা থেকে কেবল জেগে উঠেছে। একে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত এবং কিছুটা বিভ্রান্ত বলে মনে হয়েছে।’ এবিসি নিউজকে ইমেইলে বলেন তিনি।

রাস্তায় অপ্রত্যাশিত এই বাধা সত্ত্বেও ভালুকটা রাস্তা পেরোনোর সময় গাড়িচালকেরা খুব ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন বলে জানান কেনস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত