পুলিশের গাড়িতে চুরি করার জন্য ঢোকার চেষ্টা করার সাহস দেখানো চাট্টিখানি কথা নয়। ঘাগু চোরেরাও এটা করার আগে অনেক কিছু ভাববে। তবে ভালুকের মতো বিশালদেহী প্রাণী এসবের থোরাই কেয়ার করে। এর প্রমাণ, পার্ক করা একটা পুলিশের গাড়িতে এক ভালুকের ঢোকার চেষ্টা করার দৃশ্য ধরা পড়েছে ভিডিও ক্যামেরায়।
তিন বছরের শিশুকে ভাল্লুকের সামনে ফেলে দিলেন এক মা। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানে। পরে ওই মাকে হত্যা চেষ্টার মামলায় আসামি করা হয়েছে...