Ajker Patrika

খাবারের খোঁজে পুলিশের গাড়িতে ঢোকার চেষ্টা ভালুকের

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৬: ১৭
খাবারের খোঁজে পুলিশের গাড়িতে ঢোকার চেষ্টা ভালুকের

পুলিশের গাড়িতে চুরি করার জন্য ঢোকার চেষ্টা করার সাহস দেখানো চাট্টিখানি কথা নয়। ঘাগু চোরেরাও এটা করার আগে অনেক কিছু ভাববে। তবে ভালুকের মতো বিশালদেহী প্রাণী এসবের থোরাই কেয়ার করে। এর প্রমাণ, পার্ক করা একটা পুলিশের গাড়িতে এক ভালুকের ঢোকার চেষ্টা করার দৃশ্য ধরা পড়েছে ভিডিও ক্যামেরায়। 

ঘটনাটি যুক্তরাষ্ট্রের। দ্য ফ্লোরিডা হাইওয়ে পেট্রল পুলিশ নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা একটি ফুটেজ পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায় একটি ক্ষুধার্ত ভালুক দাঁড় করিয়ে রাখা পুলিশের একটি টহল কারে ঢোকার পথ খুঁজছে। 

অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম অংশে দায়িত্ব পালন করা ট্রুপ এফ ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে। এতে প্রথমে পার্ক করা গাড়ির কাছে আসতে দেখা যায় ভালুকটিকে। তারপর খুব সম্ভব খাবারের খোঁজে মুখ ও থাবা ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে সে। 

তবে ভালুকটির দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় রূপ নেয়। কারণ ওই সময় গাড়ির দরজা লক করা ছিল। 

ফ্লোরিডার বন্য প্রাণী সংশ্লিষ্ট কর্মকর্তারা গাড়ি পার্ক করার সময় দরজা লক করে রাখার এবং পশুদের আকর্ষণ করতে পারে এমন কোনো খাবার বা আবর্জনা যানবাহনে না রাখার পরামর্শ দিয়েছেন। কারণ খাবারের সন্ধানে আগে গাড়ির লক না করা দরজা ভালুকের খোলার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত