মানুষ কতভাবেই না বন্যপ্রাণী পাচারের চেষ্টা করে! যেমন হংকংয়ের এক ব্যক্তি কয়েকটি মোজার ভেতর পুরে ৪০টি কচ্ছপ পাচার করতে চেয়েছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি এতে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। ৫৩ বছর বয়স্ক সাই কুং তিনকে গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটররা আইন অমান্য করে পণ্য রপ্তানির চেষ্টা করায় অভিযুক্ত করে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নি অফিস জানিয়েছে, ৪০টি ইস্টার্ন বক্স টার্টলকে সাই কুং তিন তাঁর মোজার ভেতরে পুরে রেখেছিলেন, যেন এদের শব্দ চাপা পড়ে।
অবশ্য সম্প্রতি দোষী প্রমাণিত হলেও ঘটনাটি ২০২৩ সালের জুনের। ১০০ বছর পর্যন্ত বাঁচা এই কচ্ছপদের পার্সেলের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে চীনে পাঠানোর চেষ্টা করছিলেন সাই কুই তিন।
জি ইয়ারলং নামের একজনের নামে চারটি পার্সেলে পাঠানো হচ্ছিল কচ্ছপগুলো। ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টররা লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর টরেন্সের একটি ডাক ফ্যাসিলিটি থেকে এগুলো জব্দ করেন।
মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার আগে কুং তিনের হংকংয়ের বাড়িতে বাক্সগুলো পাঠানো হচ্ছিল। স্বাভাবিকভাবেই কচ্ছপ হিসেবে এদের পার্সেলে পোরা হয়নি, পাঠানো হচ্ছিল বাদাম এবং চকলেট কুকিজ পরিচয়ে।
অ্যাটর্নির অফিস বলেছে, আদালতের কাগজপত্র অনুসারে আট থেকে ১২টি করে জ্যান্ত ইস্টার্ন বক্স কচ্ছপ তিনটি পার্সেলে ছিল। সবগুলোকে পার্সেলের মধ্যে মোজায় পুরে রাখা হয়। চতুর্থ পার্সেলে সাতটি জীবিত ইস্টার্ন বক্স কচ্ছপ এবং একটি মৃত কচ্ছপ ছিল।
ইস্টার্ন বক্স কচ্ছপের জলপাই-বাদামি খোলে হলুদ এবং কমলা দাগের জন্য বিখ্যাত। পূর্ব যুক্তরাষ্ট্রের জলাভূমি এবং বনভূমিতে এদের পাওয়া যায়।
প্রজাতিটি ফেডারেল আইন এবং বিপন্ন প্রজাতির বন্য উদ্ভিদ ও প্রাণীর আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশনের (সিআইটিইএস) অধীনে সংরক্ষিত।
মানুষ কতভাবেই না বন্যপ্রাণী পাচারের চেষ্টা করে! যেমন হংকংয়ের এক ব্যক্তি কয়েকটি মোজার ভেতর পুরে ৪০টি কচ্ছপ পাচার করতে চেয়েছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি এতে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। ৫৩ বছর বয়স্ক সাই কুং তিনকে গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটররা আইন অমান্য করে পণ্য রপ্তানির চেষ্টা করায় অভিযুক্ত করে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নি অফিস জানিয়েছে, ৪০টি ইস্টার্ন বক্স টার্টলকে সাই কুং তিন তাঁর মোজার ভেতরে পুরে রেখেছিলেন, যেন এদের শব্দ চাপা পড়ে।
অবশ্য সম্প্রতি দোষী প্রমাণিত হলেও ঘটনাটি ২০২৩ সালের জুনের। ১০০ বছর পর্যন্ত বাঁচা এই কচ্ছপদের পার্সেলের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে চীনে পাঠানোর চেষ্টা করছিলেন সাই কুই তিন।
জি ইয়ারলং নামের একজনের নামে চারটি পার্সেলে পাঠানো হচ্ছিল কচ্ছপগুলো। ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টররা লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর টরেন্সের একটি ডাক ফ্যাসিলিটি থেকে এগুলো জব্দ করেন।
মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার আগে কুং তিনের হংকংয়ের বাড়িতে বাক্সগুলো পাঠানো হচ্ছিল। স্বাভাবিকভাবেই কচ্ছপ হিসেবে এদের পার্সেলে পোরা হয়নি, পাঠানো হচ্ছিল বাদাম এবং চকলেট কুকিজ পরিচয়ে।
অ্যাটর্নির অফিস বলেছে, আদালতের কাগজপত্র অনুসারে আট থেকে ১২টি করে জ্যান্ত ইস্টার্ন বক্স কচ্ছপ তিনটি পার্সেলে ছিল। সবগুলোকে পার্সেলের মধ্যে মোজায় পুরে রাখা হয়। চতুর্থ পার্সেলে সাতটি জীবিত ইস্টার্ন বক্স কচ্ছপ এবং একটি মৃত কচ্ছপ ছিল।
ইস্টার্ন বক্স কচ্ছপের জলপাই-বাদামি খোলে হলুদ এবং কমলা দাগের জন্য বিখ্যাত। পূর্ব যুক্তরাষ্ট্রের জলাভূমি এবং বনভূমিতে এদের পাওয়া যায়।
প্রজাতিটি ফেডারেল আইন এবং বিপন্ন প্রজাতির বন্য উদ্ভিদ ও প্রাণীর আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশনের (সিআইটিইএস) অধীনে সংরক্ষিত।
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরোকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
১ ঘণ্টা আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
১১ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১৯ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগে