মানুষ কতভাবেই না বন্যপ্রাণী পাচারের চেষ্টা করে! যেমন হংকংয়ের এক ব্যক্তি কয়েকটি মোজার ভেতর পুরে ৪০টি কচ্ছপ পাচার করতে চেয়েছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি এতে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। ৫৩ বছর বয়স্ক সাই কুং তিনকে গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটররা আইন অমান্য করে পণ্য রপ্তানির চেষ্টা করায় অভিযুক্ত করে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নি অফিস জানিয়েছে, ৪০টি ইস্টার্ন বক্স টার্টলকে সাই কুং তিন তাঁর মোজার ভেতরে পুরে রেখেছিলেন, যেন এদের শব্দ চাপা পড়ে।
অবশ্য সম্প্রতি দোষী প্রমাণিত হলেও ঘটনাটি ২০২৩ সালের জুনের। ১০০ বছর পর্যন্ত বাঁচা এই কচ্ছপদের পার্সেলের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে চীনে পাঠানোর চেষ্টা করছিলেন সাই কুই তিন।
জি ইয়ারলং নামের একজনের নামে চারটি পার্সেলে পাঠানো হচ্ছিল কচ্ছপগুলো। ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টররা লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর টরেন্সের একটি ডাক ফ্যাসিলিটি থেকে এগুলো জব্দ করেন।
মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার আগে কুং তিনের হংকংয়ের বাড়িতে বাক্সগুলো পাঠানো হচ্ছিল। স্বাভাবিকভাবেই কচ্ছপ হিসেবে এদের পার্সেলে পোরা হয়নি, পাঠানো হচ্ছিল বাদাম এবং চকলেট কুকিজ পরিচয়ে।
অ্যাটর্নির অফিস বলেছে, আদালতের কাগজপত্র অনুসারে আট থেকে ১২টি করে জ্যান্ত ইস্টার্ন বক্স কচ্ছপ তিনটি পার্সেলে ছিল। সবগুলোকে পার্সেলের মধ্যে মোজায় পুরে রাখা হয়। চতুর্থ পার্সেলে সাতটি জীবিত ইস্টার্ন বক্স কচ্ছপ এবং একটি মৃত কচ্ছপ ছিল।
ইস্টার্ন বক্স কচ্ছপের জলপাই-বাদামি খোলে হলুদ এবং কমলা দাগের জন্য বিখ্যাত। পূর্ব যুক্তরাষ্ট্রের জলাভূমি এবং বনভূমিতে এদের পাওয়া যায়।
প্রজাতিটি ফেডারেল আইন এবং বিপন্ন প্রজাতির বন্য উদ্ভিদ ও প্রাণীর আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশনের (সিআইটিইএস) অধীনে সংরক্ষিত।
মানুষ কতভাবেই না বন্যপ্রাণী পাচারের চেষ্টা করে! যেমন হংকংয়ের এক ব্যক্তি কয়েকটি মোজার ভেতর পুরে ৪০টি কচ্ছপ পাচার করতে চেয়েছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি এতে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। ৫৩ বছর বয়স্ক সাই কুং তিনকে গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটররা আইন অমান্য করে পণ্য রপ্তানির চেষ্টা করায় অভিযুক্ত করে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নি অফিস জানিয়েছে, ৪০টি ইস্টার্ন বক্স টার্টলকে সাই কুং তিন তাঁর মোজার ভেতরে পুরে রেখেছিলেন, যেন এদের শব্দ চাপা পড়ে।
অবশ্য সম্প্রতি দোষী প্রমাণিত হলেও ঘটনাটি ২০২৩ সালের জুনের। ১০০ বছর পর্যন্ত বাঁচা এই কচ্ছপদের পার্সেলের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে চীনে পাঠানোর চেষ্টা করছিলেন সাই কুই তিন।
জি ইয়ারলং নামের একজনের নামে চারটি পার্সেলে পাঠানো হচ্ছিল কচ্ছপগুলো। ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টররা লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর টরেন্সের একটি ডাক ফ্যাসিলিটি থেকে এগুলো জব্দ করেন।
মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার আগে কুং তিনের হংকংয়ের বাড়িতে বাক্সগুলো পাঠানো হচ্ছিল। স্বাভাবিকভাবেই কচ্ছপ হিসেবে এদের পার্সেলে পোরা হয়নি, পাঠানো হচ্ছিল বাদাম এবং চকলেট কুকিজ পরিচয়ে।
অ্যাটর্নির অফিস বলেছে, আদালতের কাগজপত্র অনুসারে আট থেকে ১২টি করে জ্যান্ত ইস্টার্ন বক্স কচ্ছপ তিনটি পার্সেলে ছিল। সবগুলোকে পার্সেলের মধ্যে মোজায় পুরে রাখা হয়। চতুর্থ পার্সেলে সাতটি জীবিত ইস্টার্ন বক্স কচ্ছপ এবং একটি মৃত কচ্ছপ ছিল।
ইস্টার্ন বক্স কচ্ছপের জলপাই-বাদামি খোলে হলুদ এবং কমলা দাগের জন্য বিখ্যাত। পূর্ব যুক্তরাষ্ট্রের জলাভূমি এবং বনভূমিতে এদের পাওয়া যায়।
প্রজাতিটি ফেডারেল আইন এবং বিপন্ন প্রজাতির বন্য উদ্ভিদ ও প্রাণীর আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশনের (সিআইটিইএস) অধীনে সংরক্ষিত।
জাপানে ছোটখাটো বিরোধ বা ঝামেলা মেটাতে এখন আর পুলিশের দরকার নেই। দরকার নেই আদালতেরও নয়। কারণ, এবার বাজারে নেমেছে একেবারে ভিন্নধর্মী সেবা। নাম ‘রেন্টাল কোওয়াইহিতো।’ জাপানি ভাষায় এর মানে দাঁড়ায়—‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ।’ যেমন নাম, তেমনি কাজ।
৭ ঘণ্টা আগেবিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগে