নারীদের গৃহকর্মের স্বীকৃতির দাবি এখন জোরেশোরেই উঠেছে। জাতিসংঘও এখন গৃহিণীর কাজের আর্থিক মূল্য নির্ধারণের কথা বলছে। অবশ্য ভারতীয় এই নারী এক ধাপ এগিয়ে; তিনি চাকরির সিভিতে লিখেছেন, গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতার কথা!
ভারতীয় কনটেন্ট মার্কেটিং সংস্থা গ্রোথিকের প্রতিষ্ঠাতা যুগাংশ চোকরা সম্প্রতি লিঙ্কডইনে সেই সিভির একটি ছবি শেয়ার করেছেন। অবশ্য তিনি চাকরিপ্রার্থীর পরিচয় গোপন করেছেন।
সিভিতে একজন গৃহকর্মী হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ওই চাকরিপ্রার্থী। একজন গৃহিণীর গুরুত্বপূর্ণ ভূমিকা এভাবে চাকরির সিভিতে তুলে ধরার জন্য ইন্টারনেটে প্রশংসায় ভাসছেন ওই নারী।
লিঙ্কডইন পোস্টে যুগাংশ চোকরাও এই চাকরিপ্রার্থীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি গৃহিণীর কাজকে পরিবারে ‘চ্যালেঞ্জিং ভূমিকা’ বলে অভিহিত করেছেন।
চোকরা লিখেছেন, ‘আমরা এই সিভিটিতে দেখেছি, একজন গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমার এটা পছন্দ করার কারণ হলো, একটি পরিবার পরিচালনা করাই আসলে প্রকৃত কাজ, যে কাজকে অবমূল্যায়ন করা যায় না। পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও ভারতে ২০ শতাংশেরও কম নারী চাকরি করছেন। গৃহকর্মে লিঙ্গবৈষম্য কমাতে পারলে বিবাহিত নারীরা চাকরিতে অংশ নিতে পারেন।’
লিঙ্কডইনে পোস্টটির নিচে প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। একজন লিখেছেন, ‘পরিবার পরিচালনা করা সত্যিই একটি পূর্ণকালীন চাকরি। এই অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা দেখে খুব ভালো লাগছে।’
একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমার যাত্রাও একইরকম...আমি মাতৃত্ব উপভোগ করার জন্য কর্মজীবনে বিরতি দিয়েছিলাম। কিন্তু এর মানে এই নয় যে, আমি নিজেকে আপডেট রাখিনি। সেই সময়ে আমি চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি। স্বাস্থ্যের প্রতি কীভাবে যত্ন নিতে হয় সেটি জেনেছি।’
নারীদের গৃহকর্মের স্বীকৃতির দাবি এখন জোরেশোরেই উঠেছে। জাতিসংঘও এখন গৃহিণীর কাজের আর্থিক মূল্য নির্ধারণের কথা বলছে। অবশ্য ভারতীয় এই নারী এক ধাপ এগিয়ে; তিনি চাকরির সিভিতে লিখেছেন, গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতার কথা!
ভারতীয় কনটেন্ট মার্কেটিং সংস্থা গ্রোথিকের প্রতিষ্ঠাতা যুগাংশ চোকরা সম্প্রতি লিঙ্কডইনে সেই সিভির একটি ছবি শেয়ার করেছেন। অবশ্য তিনি চাকরিপ্রার্থীর পরিচয় গোপন করেছেন।
সিভিতে একজন গৃহকর্মী হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ওই চাকরিপ্রার্থী। একজন গৃহিণীর গুরুত্বপূর্ণ ভূমিকা এভাবে চাকরির সিভিতে তুলে ধরার জন্য ইন্টারনেটে প্রশংসায় ভাসছেন ওই নারী।
লিঙ্কডইন পোস্টে যুগাংশ চোকরাও এই চাকরিপ্রার্থীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি গৃহিণীর কাজকে পরিবারে ‘চ্যালেঞ্জিং ভূমিকা’ বলে অভিহিত করেছেন।
চোকরা লিখেছেন, ‘আমরা এই সিভিটিতে দেখেছি, একজন গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমার এটা পছন্দ করার কারণ হলো, একটি পরিবার পরিচালনা করাই আসলে প্রকৃত কাজ, যে কাজকে অবমূল্যায়ন করা যায় না। পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও ভারতে ২০ শতাংশেরও কম নারী চাকরি করছেন। গৃহকর্মে লিঙ্গবৈষম্য কমাতে পারলে বিবাহিত নারীরা চাকরিতে অংশ নিতে পারেন।’
লিঙ্কডইনে পোস্টটির নিচে প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। একজন লিখেছেন, ‘পরিবার পরিচালনা করা সত্যিই একটি পূর্ণকালীন চাকরি। এই অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা দেখে খুব ভালো লাগছে।’
একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমার যাত্রাও একইরকম...আমি মাতৃত্ব উপভোগ করার জন্য কর্মজীবনে বিরতি দিয়েছিলাম। কিন্তু এর মানে এই নয় যে, আমি নিজেকে আপডেট রাখিনি। সেই সময়ে আমি চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি। স্বাস্থ্যের প্রতি কীভাবে যত্ন নিতে হয় সেটি জেনেছি।’
‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
৮ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১৬ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৪ দিন আগে