কোনো যানবাহন চালক ছাড়া চলার কথা কি ভাবতে পারেন আপনি? কেমন অবিশ্বাস্য শোনালেও এমন ঘটনা ঘটেছে একটি ট্রেনের বেলায়। এক-দুই কিলোমিটার নয়, ৭০ কিলোমিটার এটি ছুটেছে চালক ছাড়া। আর কী আশ্চর্য! এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
পাথরের টুকরো নিয়ে ট্রেনটি যাচ্ছিল ভারতের জম্মু থেকে পাঞ্জাবে। মালগাড়িটির চালক ছাড়া ৭০ কিলোমিটারের (৪৩.৪ মাইল) বেশি ভ্রমণের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে ভারতীয় রেলওয়ে।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দ্রুতগতিতে একটির পর একটি স্টেশন অতিক্রম করে যাচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে রোববার ট্রেনটি চালক ছাড়াই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা পর্যন্ত চলেছিল।
রেলওয়ে বলছে ট্রেনটি থামানো হয় এবং কেউ আহত হয়নি।
রেল কর্তৃপক্ষ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানায়, রোববার স্থানীয় সময় ৭টা ২৫ মিনিট থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। ৫৩টি ওয়াগনের ট্রেনটি পাথরের কুচি বহন করছিল। জম্মু থেকে পাঞ্জাব যাওয়ার পথে কাঠুয়াতে থামে ট্রেনটি, কর্মকর্তা-কর্মচারী বদলানোর জন্য।
রেল কর্মকর্তারা বলছেন, ট্রেনের চালক ও তাঁর সহকারী নেমে যাওয়ার পর এটি রেলপথের একটি ঢাল ধরে নামতে শুরু করে। ট্রেনটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলেছিল এবং থামার আগে প্রায় পাঁচটি স্টেশন অতিক্রম করে।
চলন্ত ট্রেন সম্পর্কে সতর্ক হওয়ার পরপরই কর্মকর্তারা ওটার পথের রেল ক্রসিং বন্ধ করে দেন। রেল কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছেন, ‘একজন রেল কর্মকর্তা ট্রেন থামানোর জন্য ট্র্যাকে কাঠের ব্লক রাখেন। তারপর ট্রেনটি থামানো সম্ভব হয়।’
কাঠের ব্লকই ট্রেনের গতি কমাতে সাহায্য করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কাঠুয়ায় ট্রেনটি থামার পরে আবার চলা শুরুর সঠিক কারণ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
কোনো যানবাহন চালক ছাড়া চলার কথা কি ভাবতে পারেন আপনি? কেমন অবিশ্বাস্য শোনালেও এমন ঘটনা ঘটেছে একটি ট্রেনের বেলায়। এক-দুই কিলোমিটার নয়, ৭০ কিলোমিটার এটি ছুটেছে চালক ছাড়া। আর কী আশ্চর্য! এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
পাথরের টুকরো নিয়ে ট্রেনটি যাচ্ছিল ভারতের জম্মু থেকে পাঞ্জাবে। মালগাড়িটির চালক ছাড়া ৭০ কিলোমিটারের (৪৩.৪ মাইল) বেশি ভ্রমণের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে ভারতীয় রেলওয়ে।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দ্রুতগতিতে একটির পর একটি স্টেশন অতিক্রম করে যাচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে রোববার ট্রেনটি চালক ছাড়াই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা পর্যন্ত চলেছিল।
রেলওয়ে বলছে ট্রেনটি থামানো হয় এবং কেউ আহত হয়নি।
রেল কর্তৃপক্ষ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানায়, রোববার স্থানীয় সময় ৭টা ২৫ মিনিট থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। ৫৩টি ওয়াগনের ট্রেনটি পাথরের কুচি বহন করছিল। জম্মু থেকে পাঞ্জাব যাওয়ার পথে কাঠুয়াতে থামে ট্রেনটি, কর্মকর্তা-কর্মচারী বদলানোর জন্য।
রেল কর্মকর্তারা বলছেন, ট্রেনের চালক ও তাঁর সহকারী নেমে যাওয়ার পর এটি রেলপথের একটি ঢাল ধরে নামতে শুরু করে। ট্রেনটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলেছিল এবং থামার আগে প্রায় পাঁচটি স্টেশন অতিক্রম করে।
চলন্ত ট্রেন সম্পর্কে সতর্ক হওয়ার পরপরই কর্মকর্তারা ওটার পথের রেল ক্রসিং বন্ধ করে দেন। রেল কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছেন, ‘একজন রেল কর্মকর্তা ট্রেন থামানোর জন্য ট্র্যাকে কাঠের ব্লক রাখেন। তারপর ট্রেনটি থামানো সম্ভব হয়।’
কাঠের ব্লকই ট্রেনের গতি কমাতে সাহায্য করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কাঠুয়ায় ট্রেনটি থামার পরে আবার চলা শুরুর সঠিক কারণ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৪ ঘণ্টা আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
১৪ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১ দিন আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগে