অনলাইন ডেস্ক
ভিয়েতনামের এক ব্যক্তির গলায় ব্যথা হচ্ছিল। তাঁর কণ্ঠটাও কেমন কর্কশ হয়ে গিয়েছিল। এর কারণ হিসেবে যেটা আবিষ্কৃত হলো, সেটা পিলে চমকে দেওয়ার মতো। ওই ব্যক্তির গলার সঙ্গে আটকে ছিল একটি জ্যান্ত জোঁক।
এ তথ্য জানা যায় ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেসের এক প্রতিবেদনে।
ঘটনার শুরু এক মাস আগে। হ্যানয়ের ৫৩ বছর বয়স্ক ওই ব্যক্তি জমিতে পাতা ইঁদুর ধরার একটি ফাঁদ ঠিক করতে গিয়ে একটু ব্যথা পান। তাই এক মুঠো বুনো ঘাস নিয়ে চিবান। তারপর নরম ওই বস্তুটি ক্ষতস্থানে লাগিয়ে দেন রক্ত বন্ধের জন্য।
সম্প্রতি লোকটি তাঁর গলায় ব্যথা অনুভব করেন। তাঁর মনে হয় যে ভেতরে কিছু নড়ছে। তখন একটি আয়নার সামনে গিয়ে পরীক্ষা করে দেখলেন গলার ভেতরে কালো একটা কিছু আটকে আছে। পরে তার কণ্ঠে কেমন কর্কশ ভাব চলে আসে এবং কাশির সঙ্গে রক্ত বের হতে শুরু করে। অতএব পরীক্ষা-নিরীক্ষার জন্য ন্যাশনাল হসপিটাল অব এন্ডোক্রিনোলজিতে যান।
হাসপাতালের চিকিৎসক ও একটি বিভাগের উপপ্রধান হা মান হাং ২৮ ফেব্রুয়ারি জানান, এটি একটি বিরল ঘটনা। চিকিৎসকেরা লোকটির শ্বাসনালির কাছে একটি অস্বাভাবিক বস্তুর উপস্থিতি আবিষ্কার করেন। অ্যানেসথেসিয়া প্রয়োগের পর রোগীর শরীর থেকে ৬ সেন্টিমিটার একটি জীবন্ত জোঁক বের করেন তাঁরা।
হাং বলেন, জোঁকের আকার সাধারণত ছোট হয়। কিন্তু পর্যাপ্ত পরিমাণে রক্ত গ্রহণ করলে এরা দ্রুত বৃদ্ধি পায় এবং হুমকি হয়ে ওঠে। এ ধরনের প্রাণীর শরীরে প্রবেশ করা এড়াতে মানুষের উচিত বন-জঙ্গলে ঘাস-পাতা না খাওয়া বা পানি পান না করা।
ভিয়েতনামের এক ব্যক্তির গলায় ব্যথা হচ্ছিল। তাঁর কণ্ঠটাও কেমন কর্কশ হয়ে গিয়েছিল। এর কারণ হিসেবে যেটা আবিষ্কৃত হলো, সেটা পিলে চমকে দেওয়ার মতো। ওই ব্যক্তির গলার সঙ্গে আটকে ছিল একটি জ্যান্ত জোঁক।
এ তথ্য জানা যায় ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেসের এক প্রতিবেদনে।
ঘটনার শুরু এক মাস আগে। হ্যানয়ের ৫৩ বছর বয়স্ক ওই ব্যক্তি জমিতে পাতা ইঁদুর ধরার একটি ফাঁদ ঠিক করতে গিয়ে একটু ব্যথা পান। তাই এক মুঠো বুনো ঘাস নিয়ে চিবান। তারপর নরম ওই বস্তুটি ক্ষতস্থানে লাগিয়ে দেন রক্ত বন্ধের জন্য।
সম্প্রতি লোকটি তাঁর গলায় ব্যথা অনুভব করেন। তাঁর মনে হয় যে ভেতরে কিছু নড়ছে। তখন একটি আয়নার সামনে গিয়ে পরীক্ষা করে দেখলেন গলার ভেতরে কালো একটা কিছু আটকে আছে। পরে তার কণ্ঠে কেমন কর্কশ ভাব চলে আসে এবং কাশির সঙ্গে রক্ত বের হতে শুরু করে। অতএব পরীক্ষা-নিরীক্ষার জন্য ন্যাশনাল হসপিটাল অব এন্ডোক্রিনোলজিতে যান।
হাসপাতালের চিকিৎসক ও একটি বিভাগের উপপ্রধান হা মান হাং ২৮ ফেব্রুয়ারি জানান, এটি একটি বিরল ঘটনা। চিকিৎসকেরা লোকটির শ্বাসনালির কাছে একটি অস্বাভাবিক বস্তুর উপস্থিতি আবিষ্কার করেন। অ্যানেসথেসিয়া প্রয়োগের পর রোগীর শরীর থেকে ৬ সেন্টিমিটার একটি জীবন্ত জোঁক বের করেন তাঁরা।
হাং বলেন, জোঁকের আকার সাধারণত ছোট হয়। কিন্তু পর্যাপ্ত পরিমাণে রক্ত গ্রহণ করলে এরা দ্রুত বৃদ্ধি পায় এবং হুমকি হয়ে ওঠে। এ ধরনের প্রাণীর শরীরে প্রবেশ করা এড়াতে মানুষের উচিত বন-জঙ্গলে ঘাস-পাতা না খাওয়া বা পানি পান না করা।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে