Ajker Patrika

ঘাস চিবানোর এক মাস পর মানুষের গলা থেকে বের হলো জ্যান্ত জোঁক

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১: ১৯
Thumbnail image

ভিয়েতনামের এক ব্যক্তির গলায় ব্যথা হচ্ছিল। তাঁর কণ্ঠটাও কেমন কর্কশ হয়ে গিয়েছিল। এর কারণ হিসেবে যেটা আবিষ্কৃত হলো, সেটা পিলে চমকে দেওয়ার মতো। ওই ব্যক্তির গলার সঙ্গে আটকে ছিল একটি জ্যান্ত জোঁক। 

এ তথ্য জানা যায় ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেসের এক প্রতিবেদনে।

ঘটনার শুরু এক মাস আগে। হ্যানয়ের ৫৩ বছর বয়স্ক ওই ব্যক্তি জমিতে পাতা ইঁদুর ধরার একটি ফাঁদ ঠিক করতে গিয়ে একটু ব্যথা পান। তাই এক মুঠো বুনো ঘাস নিয়ে চিবান। তারপর নরম ওই বস্তুটি ক্ষতস্থানে লাগিয়ে দেন রক্ত বন্ধের জন্য।

সম্প্রতি লোকটি তাঁর গলায় ব্যথা অনুভব করেন। তাঁর মনে হয় যে ভেতরে কিছু নড়ছে। তখন একটি আয়নার সামনে গিয়ে পরীক্ষা করে দেখলেন গলার ভেতরে কালো একটা কিছু আটকে আছে। পরে তার কণ্ঠে কেমন কর্কশ ভাব চলে আসে এবং কাশির সঙ্গে রক্ত ​​বের হতে শুরু করে। অতএব পরীক্ষা-নিরীক্ষার জন্য ন্যাশনাল হসপিটাল অব এন্ডোক্রিনোলজিতে যান।

হাসপাতালের চিকিৎসক ও একটি বিভাগের উপপ্রধান হা মান হাং ২৮ ফেব্রুয়ারি জানান, এটি একটি বিরল ঘটনা। চিকিৎসকেরা লোকটির শ্বাসনালির কাছে একটি অস্বাভাবিক বস্তুর উপস্থিতি আবিষ্কার করেন। অ্যানেসথেসিয়া প্রয়োগের পর রোগীর শরীর থেকে ৬ সেন্টিমিটার একটি জীবন্ত জোঁক বের করেন তাঁরা।

হাং বলেন, জোঁকের আকার সাধারণত ছোট হয়। কিন্তু পর্যাপ্ত পরিমাণে রক্ত ​​গ্রহণ করলে এরা দ্রুত বৃদ্ধি পায় এবং হুমকি হয়ে ওঠে। এ ধরনের প্রাণীর শরীরে প্রবেশ করা এড়াতে মানুষের উচিত বন-জঙ্গলে ঘাস-পাতা না খাওয়া বা পানি পান না করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত