জাপানে গণপরিবহনে নারীদের উত্ত্যক্তের ভিডিওর বড় বাণিজ্য
ট্রেনে করে স্কুলে যাওয়ার সময় তাকাকো (ছদ্মনাম) আবিষ্কার করলেন, ভিড়ের মধ্যে কেউ তাকে স্পর্শ করেই সটকে পড়ল। এমন অভিজ্ঞতায় বড় ধাক্কা খায় তাকাকো (১৫)। স্কুলের সময়টা কাটল অত্যন্ত বিমর্ষ অবস্থায়। জীবনে প্রথমবার শারীরিক হেনস্তার শিকার হলো সে। কিন্তু এখানে শেষ হলো না। পরদিন আবার ঘটল একই ঘটনা। এভাবে চলল প্রায়