নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের প্রতিহিংসামূলক আচরণ ও হয়রানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত ১৪১ জন কর্মকর্তার প্রতিবাদ ও নিন্দা জানান।
রোববার রাতে এক বিবৃতির মাধ্যমে তাঁরা প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।
বিবৃতিতে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট ও বিশ্বখ্যাত অর্থনীতিবিদ। তিনি বিশ্বে বাংলাদেশকে সম্মানের আসনে আসীন করেছেন। ড. ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয়/আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনীতিবিদ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অত্যন্ত পরিতাপ ও উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, এ বিশ্ববরেণ্য ব্যক্তিকে নিশিরাতের ভোটে অবৈধভাবে ক্ষমতাসীন বর্তমান কর্তৃত্ববাদী সরকার সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশে দীর্ঘদিন ধরে নানাভাবে হেনস্তা ও হয়রানি করে আসছে। সরকারের সর্বোচ্চ পর্যায় হতে শুরু করে সরকার দলীয় কিছু কথিত বুদ্ধিজীবী ও নেতা-কর্মীরা অবাধে প্রতিহিংসামূলক মিথ্যাচারের মাধ্যমে কুৎসা রটিয়ে এ সম্মানিত ব্যক্তির চরিত্র হনন করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক বরেণ্য ব্যক্তি ও সংস্থা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। ইতিমধ্যে ১০৪ জন নোবেল লরিয়েটসহ ১৬০ জন স্বনামধন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার কার্যক্রম স্থগিত করার নিমিত্ত মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে খোলা চিঠি লিখেছেন।
বিশ্ববাসীর সঙ্গে আমরাও মনে করি ড. মুহাম্মদ ইউনূসকে এভাবে হেয় করার মাধ্যমে দেশের মান-সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমরা সরকারের এ দুর্বিনীত আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল প্রকার হয়রানিমূলক কার্যকলাপ বন্ধের আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে সাক্ষর করেছেন— এ এস এম আব্দুল হালিম, মো. আবদুল কাউয়ুম, মো. ইসমাইল জবিউল্লাহ, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, মো. আব্দুর রশীদ সরকার, আবু মো. মনিরুজ্জামান খান, এ. এম. এম. নাছির উদ্দিন, মো. মনিরুল ইসলাম প্রমূখ।
বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের প্রতিহিংসামূলক আচরণ ও হয়রানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত ১৪১ জন কর্মকর্তার প্রতিবাদ ও নিন্দা জানান।
রোববার রাতে এক বিবৃতির মাধ্যমে তাঁরা প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।
বিবৃতিতে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট ও বিশ্বখ্যাত অর্থনীতিবিদ। তিনি বিশ্বে বাংলাদেশকে সম্মানের আসনে আসীন করেছেন। ড. ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয়/আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনীতিবিদ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অত্যন্ত পরিতাপ ও উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, এ বিশ্ববরেণ্য ব্যক্তিকে নিশিরাতের ভোটে অবৈধভাবে ক্ষমতাসীন বর্তমান কর্তৃত্ববাদী সরকার সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশে দীর্ঘদিন ধরে নানাভাবে হেনস্তা ও হয়রানি করে আসছে। সরকারের সর্বোচ্চ পর্যায় হতে শুরু করে সরকার দলীয় কিছু কথিত বুদ্ধিজীবী ও নেতা-কর্মীরা অবাধে প্রতিহিংসামূলক মিথ্যাচারের মাধ্যমে কুৎসা রটিয়ে এ সম্মানিত ব্যক্তির চরিত্র হনন করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক বরেণ্য ব্যক্তি ও সংস্থা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। ইতিমধ্যে ১০৪ জন নোবেল লরিয়েটসহ ১৬০ জন স্বনামধন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার কার্যক্রম স্থগিত করার নিমিত্ত মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে খোলা চিঠি লিখেছেন।
বিশ্ববাসীর সঙ্গে আমরাও মনে করি ড. মুহাম্মদ ইউনূসকে এভাবে হেয় করার মাধ্যমে দেশের মান-সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমরা সরকারের এ দুর্বিনীত আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল প্রকার হয়রানিমূলক কার্যকলাপ বন্ধের আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে সাক্ষর করেছেন— এ এস এম আব্দুল হালিম, মো. আবদুল কাউয়ুম, মো. ইসমাইল জবিউল্লাহ, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, মো. আব্দুর রশীদ সরকার, আবু মো. মনিরুজ্জামান খান, এ. এম. এম. নাছির উদ্দিন, মো. মনিরুল ইসলাম প্রমূখ।
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে