স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিমা চালু জরুরি: অধ্যাপক এবিএম আব্দুল্লাহ
সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই হার্ট ক্যাম্পে তিন শতাধিক সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা দেওয়া হয়। হার্ট ক্যাম্পে ব্লাড প্রেশার পরিমাপ, রক্তের গ্লুকোজ পরিমাপ, লিপিড প্রোফাইল, ইসিজি পরীক্ষাসহ চিকিৎসা বিষয়ক নানা পরামর্শ দেওয়া হয়। হার্ট ক্যাম্পের সহযোগিতায় ছিল ল্যাব এইড।