৫০ কোটি রুপি লোকসানের পথে কঙ্গনার ‘তেজস’
গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ থেকে শুরু করে তাঁর ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যবসায়িক সফলতা পায়নি। ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ছিল ‘তেজস’। অথচ সিনেমাটি এখন পড়েছে বিশাল ব্যবসায়িক ক্ষতির মুখে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব