‘ডানকি’ উন্মাদনা চরমে। আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখের বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’। মুক্তির আগে শাহরুখ খান টুইটারে আরও একবার হাজির হয়েছিলেন আস্কএসআরকে সেশনে। অন্যদিনের মতো এদিনও ভক্তদের প্রশ্নে শাহরুখের উত্তর মুহূর্তে ভাইরাল।
সেখানে শাহরুখ খানের কাছে একজন প্রশ্ন রাখেন, ‘ডানকির প্রথম দিনের আয় আর অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের নিলামের দামের মধ্যে কী পার্থক্য রয়েছে? এমন প্রশ্নে শাহরুখ দিয়েছেন হাস্যরস মেশানো জবাব।
জবাবে শাহরুখ লিখেছেন, ‘এই দুটোর মধ্যে তুলনাই হয় না। তবে ডানকি থেকে আমার কাছে যে টাকা আসবে তা মিচেল স্টার্ক আমার থেকে নিয়ে নেবে।’
প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের মিনি নিলামে অস্ট্রেলিয়ার বাঁ হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নিয়েছে শাহরুখের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। যা আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি দাম এত দিনে।
এ ছাড়া এদিন আরও কিছু প্রশ্নের উত্তর দেন শাহরুখ। এক ভক্ত প্রশ্ন করেছিলেন, ২০২৩ সালে তাঁর করা তিনটি চরিত্রর মধ্যে সব নিজের প্রিয় কোনটা? এই প্রশ্নের জবাবে শাহরুখ লিখেছেন, ‘আমার প্রিয় চরিত্র হল সেটা যেটা দর্শকের পছন্দ হয়েছে। আমি আশা করি সবার হার্ডিকে ততটাই পছন্দ হবে, যতটা অন্য চরিত্রগুলোকে হয়েছে।’
আরেকজন প্রশ্ন করেন, ‘এত বছর পর ক্লাসরুমের বেঞ্চে বসে কীরকম বোধ করছিলেন শাহরুখ?’ যাতে শাহরুখ খানের জবাব ছিল, ‘এবারও সব প্রশ্নের ভুল জবাব দিয়েছি। আর ক্লাসে ঘুমিয়ে পড়ার জন্য শিক্ষকের বকাও খেয়েছি।’
উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
‘ডানকি’ উন্মাদনা চরমে। আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখের বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’। মুক্তির আগে শাহরুখ খান টুইটারে আরও একবার হাজির হয়েছিলেন আস্কএসআরকে সেশনে। অন্যদিনের মতো এদিনও ভক্তদের প্রশ্নে শাহরুখের উত্তর মুহূর্তে ভাইরাল।
সেখানে শাহরুখ খানের কাছে একজন প্রশ্ন রাখেন, ‘ডানকির প্রথম দিনের আয় আর অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের নিলামের দামের মধ্যে কী পার্থক্য রয়েছে? এমন প্রশ্নে শাহরুখ দিয়েছেন হাস্যরস মেশানো জবাব।
জবাবে শাহরুখ লিখেছেন, ‘এই দুটোর মধ্যে তুলনাই হয় না। তবে ডানকি থেকে আমার কাছে যে টাকা আসবে তা মিচেল স্টার্ক আমার থেকে নিয়ে নেবে।’
প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের মিনি নিলামে অস্ট্রেলিয়ার বাঁ হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নিয়েছে শাহরুখের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। যা আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি দাম এত দিনে।
এ ছাড়া এদিন আরও কিছু প্রশ্নের উত্তর দেন শাহরুখ। এক ভক্ত প্রশ্ন করেছিলেন, ২০২৩ সালে তাঁর করা তিনটি চরিত্রর মধ্যে সব নিজের প্রিয় কোনটা? এই প্রশ্নের জবাবে শাহরুখ লিখেছেন, ‘আমার প্রিয় চরিত্র হল সেটা যেটা দর্শকের পছন্দ হয়েছে। আমি আশা করি সবার হার্ডিকে ততটাই পছন্দ হবে, যতটা অন্য চরিত্রগুলোকে হয়েছে।’
আরেকজন প্রশ্ন করেন, ‘এত বছর পর ক্লাসরুমের বেঞ্চে বসে কীরকম বোধ করছিলেন শাহরুখ?’ যাতে শাহরুখ খানের জবাব ছিল, ‘এবারও সব প্রশ্নের ভুল জবাব দিয়েছি। আর ক্লাসে ঘুমিয়ে পড়ার জন্য শিক্ষকের বকাও খেয়েছি।’
উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
সঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
১ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
১ ঘণ্টা আগেইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে...
২ ঘণ্টা আগেহেভি মেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ-এর কিংবদন্তি প্রধান গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কনসার্টের মাত্র কয়েক সপ্তাহ পরেই ভক্তদের জন্য এই শোকাবহ সংবাদ এল।
৩ ঘণ্টা আগে