গতকাল বুধবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল উপলক্ষে স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। খেলা দেখতে মাঠে এসেছিলেন বলিউড থেকে দক্ষিণী ছবির একঝাঁক তারকা। সস্ত্রীক খেলা দেখতে আসেন রজনীকান্ত, রণবীর কাপুর থেকে আম্বানী পরিবারও। এ ছাড়া খেলা দেখেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম।
এবার বেকহাম ভারতে এসেছেন ইউনিসেফের কাজে। ম্যাচের জন্য গতকাল প্রায় সারা দিন মাঠ কেটেছে তাঁর। তার পর তিনি দেখা করেন বলিউড তারকাদের সঙ্গে। বেকহামের জন্য রাতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। যারা বছরের অধিকাংশ সময় এখন লন্ডনেই কাটান।
সোনামের স্বামী আনন্দ লন্ডনের শিল্পপতি। স্বাভাবিক ভাবেই সেখানকার অভিজাত মহলে তাঁর ওঠাবসা রয়েছে। তাই বেকহাম ভারতে আসতেই অতিথি আপ্যায়নের সুযোগ ছাড়তে চাননি অনিল-কন্যা। গতকাল বৃহস্পতিবার সোনামের মুম্বাইয়ের বাড়িতে হয় রাতের খাবারের আয়োজন।
একেবারে হাতে গোনা লোকজন ছিলেন সেখানে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে অতিথির সংখ্যা ছিল ২৫। সাম্প্রতিক অতীতেও যখনই বিদেশ থেকে খ্যাতনামা তারকারা এসেছেন, বলিউডের তারকাদের বাড়িতে ঢুঁ মেরেছেন তাঁরা। বেশ কয়েক বছর আগে এড শিরান এসেছিলেন মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে। সেই সময় তাঁর জন্য একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন কারিনা কাপুর খান।
গতকাল বুধবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল উপলক্ষে স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। খেলা দেখতে মাঠে এসেছিলেন বলিউড থেকে দক্ষিণী ছবির একঝাঁক তারকা। সস্ত্রীক খেলা দেখতে আসেন রজনীকান্ত, রণবীর কাপুর থেকে আম্বানী পরিবারও। এ ছাড়া খেলা দেখেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম।
এবার বেকহাম ভারতে এসেছেন ইউনিসেফের কাজে। ম্যাচের জন্য গতকাল প্রায় সারা দিন মাঠ কেটেছে তাঁর। তার পর তিনি দেখা করেন বলিউড তারকাদের সঙ্গে। বেকহামের জন্য রাতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। যারা বছরের অধিকাংশ সময় এখন লন্ডনেই কাটান।
সোনামের স্বামী আনন্দ লন্ডনের শিল্পপতি। স্বাভাবিক ভাবেই সেখানকার অভিজাত মহলে তাঁর ওঠাবসা রয়েছে। তাই বেকহাম ভারতে আসতেই অতিথি আপ্যায়নের সুযোগ ছাড়তে চাননি অনিল-কন্যা। গতকাল বৃহস্পতিবার সোনামের মুম্বাইয়ের বাড়িতে হয় রাতের খাবারের আয়োজন।
একেবারে হাতে গোনা লোকজন ছিলেন সেখানে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে অতিথির সংখ্যা ছিল ২৫। সাম্প্রতিক অতীতেও যখনই বিদেশ থেকে খ্যাতনামা তারকারা এসেছেন, বলিউডের তারকাদের বাড়িতে ঢুঁ মেরেছেন তাঁরা। বেশ কয়েক বছর আগে এড শিরান এসেছিলেন মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে। সেই সময় তাঁর জন্য একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন কারিনা কাপুর খান।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১১ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
১১ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১৫ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১৬ ঘণ্টা আগে