আজ বৃহস্পতিবার ভারতে মুক্তি পেয়েছে হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘ফাইটার’। বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়ে, একইদিনে মুক্তির কথা শোনা গেলেও শেষ সময়ে এসে পেতে হয়েছে দুঃসংবাদ! শুধু আজ নয়, আগামী এক মাসের মধ্যেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে না হিন্দি ছবি ‘ফাইটার’।
আর ছয় দিন পরেই শুরু হচ্ছে ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে কোনো ভিনদেশি ভাষার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে না চালানোর অনুরোধ জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।
সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সদস্যসচিব শাহ আলম কিরনের স্বাক্ষরে ওই চিঠিতে বলা হয়, ‘আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ‘‘ফাইটার’’ আমদানি করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গীকার করে একটি অঙ্গীকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেওয়ার বিশেষ অনুরোধ করছি।’
ভাষার মাসে হিন্দি ছবি মুক্তি না দিতে এ সময় অনন্য মামুনের সহযোগিতাও চাওয়া হয় ওই চিঠিতে। এই চিঠির প্রেক্ষিতে আজকের পত্রিকাকে অনন্য মামুন জানান, ‘‘‘ফাইটার’’ বাংলাদেশে আমরা রিলিজ করব না। কারণ ভারতীয় প্রযোজক ৬ দিনের জন্য জন্য এত বড় বাজেটের সিনেমা এখানে সিনেমা মুক্তি দেবেন না। তাই মুক্তির সিদ্ধান্ত থেকে সড়ে এসেছি।’
চলচ্চিত্র পরিষদের চিঠি নিয়ে অনন্য মামুন বলেন, ‘হিন্দি সিনেমা যখন রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হলো সে সময় সম্মিলিত চলচ্চিত্র পরিষদ নিয়ম বানিয়েছিল। শুধুমাত্র দুই ঈদ ও পূজার সময় ছাড়া হিন্দি সিনেমা মুক্তির কথা জানানো হয়েছিল। এখন জানানো হল ভাষার মাসে হিন্দি ভাষার সিনেমা মুক্তি দেওয়া যাবে না। তাদের নিয়ম তো তারাই মানছেন না। কি এমন হলো এক রাতের মধ্যেই এই নিয়ম পরিবর্তন হয়ে গেল। এখনতো দেখা যাবে মার্চ মাসে বলা হবে স্বাধীনতার মাসে হিন্দি সিনেমা দেখানো যাবে না। আগস্ট ও ডিসেম্বর মাসেও সিনেমা আমদানি করা যাবে না। তাহলে হিন্দি সিনেমা মুক্তির সময় কোথায়। সব কার্যক্রম দেখে মনে হচ্ছে বিরাট ষড়যন্ত্র হচ্ছে। কোনো একটা চক্র হিন্দি সিনেমা আমদানির প্রক্রিয়া বন্ধ করার জন্য এমনটা করছে।’
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় হৃতিক-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়।
‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন। স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকির ভূমিকায়।
আজ বৃহস্পতিবার ভারতে মুক্তি পেয়েছে হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘ফাইটার’। বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়ে, একইদিনে মুক্তির কথা শোনা গেলেও শেষ সময়ে এসে পেতে হয়েছে দুঃসংবাদ! শুধু আজ নয়, আগামী এক মাসের মধ্যেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে না হিন্দি ছবি ‘ফাইটার’।
আর ছয় দিন পরেই শুরু হচ্ছে ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে কোনো ভিনদেশি ভাষার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে না চালানোর অনুরোধ জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।
সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সদস্যসচিব শাহ আলম কিরনের স্বাক্ষরে ওই চিঠিতে বলা হয়, ‘আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ‘‘ফাইটার’’ আমদানি করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গীকার করে একটি অঙ্গীকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেওয়ার বিশেষ অনুরোধ করছি।’
ভাষার মাসে হিন্দি ছবি মুক্তি না দিতে এ সময় অনন্য মামুনের সহযোগিতাও চাওয়া হয় ওই চিঠিতে। এই চিঠির প্রেক্ষিতে আজকের পত্রিকাকে অনন্য মামুন জানান, ‘‘‘ফাইটার’’ বাংলাদেশে আমরা রিলিজ করব না। কারণ ভারতীয় প্রযোজক ৬ দিনের জন্য জন্য এত বড় বাজেটের সিনেমা এখানে সিনেমা মুক্তি দেবেন না। তাই মুক্তির সিদ্ধান্ত থেকে সড়ে এসেছি।’
চলচ্চিত্র পরিষদের চিঠি নিয়ে অনন্য মামুন বলেন, ‘হিন্দি সিনেমা যখন রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হলো সে সময় সম্মিলিত চলচ্চিত্র পরিষদ নিয়ম বানিয়েছিল। শুধুমাত্র দুই ঈদ ও পূজার সময় ছাড়া হিন্দি সিনেমা মুক্তির কথা জানানো হয়েছিল। এখন জানানো হল ভাষার মাসে হিন্দি ভাষার সিনেমা মুক্তি দেওয়া যাবে না। তাদের নিয়ম তো তারাই মানছেন না। কি এমন হলো এক রাতের মধ্যেই এই নিয়ম পরিবর্তন হয়ে গেল। এখনতো দেখা যাবে মার্চ মাসে বলা হবে স্বাধীনতার মাসে হিন্দি সিনেমা দেখানো যাবে না। আগস্ট ও ডিসেম্বর মাসেও সিনেমা আমদানি করা যাবে না। তাহলে হিন্দি সিনেমা মুক্তির সময় কোথায়। সব কার্যক্রম দেখে মনে হচ্ছে বিরাট ষড়যন্ত্র হচ্ছে। কোনো একটা চক্র হিন্দি সিনেমা আমদানির প্রক্রিয়া বন্ধ করার জন্য এমনটা করছে।’
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় হৃতিক-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়।
‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন। স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকির ভূমিকায়।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১১ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১১ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১১ ঘণ্টা আগে